অনলাইন ডেস্ক
সার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর শুরু হওয়া ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও আন্দোলন দমেনি।
গত বছরের নভেম্বর মাসে সার্বিয়ার নোভি সাদ শহরে একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৫ জনের মৃত্যু হয়। সরকারের জবাবদিহি চেয়ে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। এই বিক্ষোভে নেতৃত্ব দেন শিক্ষার্থীরা। প্রতিদিন সড়ক আটকে এবং মাসের পর মাস বিশ্ববিদ্যালয় অবরোধ করে রাখেন তাঁরা। গত সপ্তাহে বিক্ষোভ এত তীব্র হয়ে ওঠে যে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে অভিহিত করা হয়। এই বিক্ষোভ দেশটির শতাধিক প্রাদেশিক শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী দেজান বাগারিক নামে এক শিক্ষার্থী বলেন, ‘সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা। এমন আগে কখনো হয়নি। মানুষ সত্যিই মন থেকে অংশ নিয়েছে। কারণ সবাই দুর্নীতিতে ক্লান্ত। এই সরকার ভয়াবহ মাত্রায় দুর্নীতিগ্রস্ত।’
নভেম্বর মাস থেকে শুরু হওয়া ধর্মঘট ও বিক্ষোভের চূড়ান্ত পরিণতি দেখা যায় গতকাল শনিবার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মানুষের ঢল নেমে আসে রাজপথে। সরকার এই দুর্ঘটনার জন্য কোনো দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বিক্ষোভকারীরা দাবি করেন, রেলওয়ে স্টেশনটি চীনের একটি কনসোর্টিয়ামের সঙ্গে যৌথভাবে নির্মাণ করা হয়েছিল। কিন্তু এর নিরাপত্তায় কোনো মনোযোগ দেওয়া হয়নি।
মানবাধিকার আইনজীবী চিতোমির স্টোজকোভিচ এ ঘটনায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছিলেন, যা শেষ পর্যন্ত প্রসিকিউটরদের তদন্ত শুরু করতে বাধ্য করছে। তিনি বলেন, ‘এই নির্মাণে কোনো স্বচ্ছতা ছিল না, চুক্তির জন্য কোনো পাবলিক টেন্ডার হয়নি। যখন দুর্ঘটনা ঘটেছিল, তার ঠিকমতো তদন্ত হলো না। সরকার সবকিছু আড়ালের চেষ্টা করল।’
এই আইনজীবী বলেন, ‘মানুষ প্রেসিডেন্ট ভুসিচের এবং এই সরকারের অবসান চায়।’
তবে ভুসিচ দাবি করছেন, এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘আমাদের দেশ আক্রমণের মুখে, বিদেশ থেকেও এবং অভ্যন্তর থেকেও।’
বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ভুসিচের ঘনিষ্ঠ মিত্র দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও ছাত্র-জনতার বিক্ষোভে কোনো পরিবর্তন আসেনি। অবশেষে রেলওয়ে স্টেশন ধসের গোপন নথি প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। তবে এই বিক্ষোভ খুব দ্রুত শেষ হবে না বলে মনে করছেন অনেকেই।
দেশটিতে ক্রমেই বাড়তে থাকা বেকারত্ব এই বিক্ষোভকে আরও তীব্র করে তুলছে। কাজের খোঁজে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন তরুণেরা। এ কারণে দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশও বাড়ছে।
গত বছর নির্বাচন জালিয়াতির অভিযোগে প্রতিবাদের মুখোমুখি হয়েছিলেন ভুসিচ। তবে তখন শুধু বিরোধী দলগুলো প্রতিবাদ করেছিল। এবারের বিক্ষোভে ছাত্র-জনতাও যুক্ত হয়েছে।
বিরোধী দলগুলো একটি অন্তর্বর্তী সরকারের দাবি জানিয়েছে। তারা বলছে, এই সরকারই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবে। তবে ভুসিচ এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, সার্বিয়ার জনগণ ‘সাধারণ, দায়িত্বশীল মানুষকে ক্ষমতায় দেখতে চায়; এমন রাজনীতিবিদদের নয়, যাঁদের প্রতি জনগণের আস্থা নেই।’
ভুসিচ আরও জানান, প্রধানমন্ত্রী ভুচেভিচের উত্তরসূরি হিসেবে তিনি তিন থেকে চারজনের নাম বিবেচনা করছেন। তবে অন্য কোনো উপযুক্ত নাম থাকলে তাও বিবেচনায় নেবেন।
সার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর শুরু হওয়া ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও আন্দোলন দমেনি।
গত বছরের নভেম্বর মাসে সার্বিয়ার নোভি সাদ শহরে একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৫ জনের মৃত্যু হয়। সরকারের জবাবদিহি চেয়ে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। এই বিক্ষোভে নেতৃত্ব দেন শিক্ষার্থীরা। প্রতিদিন সড়ক আটকে এবং মাসের পর মাস বিশ্ববিদ্যালয় অবরোধ করে রাখেন তাঁরা। গত সপ্তাহে বিক্ষোভ এত তীব্র হয়ে ওঠে যে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে অভিহিত করা হয়। এই বিক্ষোভ দেশটির শতাধিক প্রাদেশিক শহর ও গ্রামে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী দেজান বাগারিক নামে এক শিক্ষার্থী বলেন, ‘সার্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ দেখতে পাচ্ছি আমরা। এমন আগে কখনো হয়নি। মানুষ সত্যিই মন থেকে অংশ নিয়েছে। কারণ সবাই দুর্নীতিতে ক্লান্ত। এই সরকার ভয়াবহ মাত্রায় দুর্নীতিগ্রস্ত।’
নভেম্বর মাস থেকে শুরু হওয়া ধর্মঘট ও বিক্ষোভের চূড়ান্ত পরিণতি দেখা যায় গতকাল শনিবার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মানুষের ঢল নেমে আসে রাজপথে। সরকার এই দুর্ঘটনার জন্য কোনো দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বিক্ষোভকারীরা দাবি করেন, রেলওয়ে স্টেশনটি চীনের একটি কনসোর্টিয়ামের সঙ্গে যৌথভাবে নির্মাণ করা হয়েছিল। কিন্তু এর নিরাপত্তায় কোনো মনোযোগ দেওয়া হয়নি।
মানবাধিকার আইনজীবী চিতোমির স্টোজকোভিচ এ ঘটনায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছিলেন, যা শেষ পর্যন্ত প্রসিকিউটরদের তদন্ত শুরু করতে বাধ্য করছে। তিনি বলেন, ‘এই নির্মাণে কোনো স্বচ্ছতা ছিল না, চুক্তির জন্য কোনো পাবলিক টেন্ডার হয়নি। যখন দুর্ঘটনা ঘটেছিল, তার ঠিকমতো তদন্ত হলো না। সরকার সবকিছু আড়ালের চেষ্টা করল।’
এই আইনজীবী বলেন, ‘মানুষ প্রেসিডেন্ট ভুসিচের এবং এই সরকারের অবসান চায়।’
তবে ভুসিচ দাবি করছেন, এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘আমাদের দেশ আক্রমণের মুখে, বিদেশ থেকেও এবং অভ্যন্তর থেকেও।’
বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে প্রেসিডেন্ট ভুসিচের ঘনিষ্ঠ মিত্র দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও ছাত্র-জনতার বিক্ষোভে কোনো পরিবর্তন আসেনি। অবশেষে রেলওয়ে স্টেশন ধসের গোপন নথি প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। তবে এই বিক্ষোভ খুব দ্রুত শেষ হবে না বলে মনে করছেন অনেকেই।
দেশটিতে ক্রমেই বাড়তে থাকা বেকারত্ব এই বিক্ষোভকে আরও তীব্র করে তুলছে। কাজের খোঁজে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন তরুণেরা। এ কারণে দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশও বাড়ছে।
গত বছর নির্বাচন জালিয়াতির অভিযোগে প্রতিবাদের মুখোমুখি হয়েছিলেন ভুসিচ। তবে তখন শুধু বিরোধী দলগুলো প্রতিবাদ করেছিল। এবারের বিক্ষোভে ছাত্র-জনতাও যুক্ত হয়েছে।
বিরোধী দলগুলো একটি অন্তর্বর্তী সরকারের দাবি জানিয়েছে। তারা বলছে, এই সরকারই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবে। তবে ভুসিচ এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, সার্বিয়ার জনগণ ‘সাধারণ, দায়িত্বশীল মানুষকে ক্ষমতায় দেখতে চায়; এমন রাজনীতিবিদদের নয়, যাঁদের প্রতি জনগণের আস্থা নেই।’
ভুসিচ আরও জানান, প্রধানমন্ত্রী ভুচেভিচের উত্তরসূরি হিসেবে তিনি তিন থেকে চারজনের নাম বিবেচনা করছেন। তবে অন্য কোনো উপযুক্ত নাম থাকলে তাও বিবেচনায় নেবেন।
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তার্তুস গত কয়েক দিনে সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার ভয়াবহ সংঘর্ষে এই দুই প্রদেশ কার্যত বিধ্বস্ত। চার দিনের এই রক্তক্ষয়ী সংঘাত শেষে সরকারি বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা
৭ মিনিট আগেইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে জ্বলতে থাকা একটি জাহাজ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) জানিয়েছে, তারা চারটি লাইফবোট দল ঘটনাস্থলে পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেনেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে একটি শোভাযাত্রার আয়োজন করেছিল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি)। কিন্তু এই আয়োজনের কারণে পরিবেশের ক্ষতি করার দায়ে দলটিকে ১ লাখ রুপি জরিমানা করেছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ (কেএমসি)।
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার সরকারি সহযোগিতায় পরিচালিত হ্যাকারদের একটি দল সম্প্রতি ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্রিপটো হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে। ওই হ্যাকারেরা ক্রিপটো এক্সচেঞ্জ ‘বাইবিট’ থেকে ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) ডলার মূল্যের ডিজিটাল টোকেন চুরি করেছে। সোমবার বিবিসি জানিয়েছে, চুরি করা ওই অর্থের মধ্য থেকে ইতিমধ্যে ৩০
২ ঘণ্টা আগে