ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে গ্রহণ করছে হাঙ্গেরি

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২২, ১২: ৩৪
আপডেট : ০২ মার্চ ২০২২, ১২: ৪২

ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে গ্রহণ করছে হাঙ্গেরি। পোল্যান্ডের পর ইউক্রেনীয় শরণার্থী গ্রহণের দিক থেকে হাঙ্গেরি দ্বিতীয়। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করেছে। 

শরণার্থীদের উষ্ণ আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের জন্য বিনা মূল্যে বাস, মিনিবাস ও গাড়ি ব্যবস্থা করা হচ্ছে। ইউক্রেনের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের প্রতিটি আলাদা দাতব্য সংস্থাকে বরাদ্দ করা হয়েছে। 

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেছেন, ‘ইউক্রেনের অনেক মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে আশ্রয় নিচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইউক্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে।’ 

ক্যারোলিনা লিন্ডহোম বলেন, ‘আমরা এখনো ইউক্রেনের অভ্যন্তরে কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেটির নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি। তবে আমরা অনুমান করছি যে, এটি প্রায় এক মিলিয়ন হবে, যারা অভ্যন্তরীণভাবে পালিয়ে গেছে বা যারা বর্তমানে ট্রেনে, বাসে বা গাড়িতে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে।’ 

ইউএনএইচসিআরের এই প্রতিনিধি বলেন, বাস্তুচ্যুত মানুষের জন্য প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। 

এদিকে জেনেভায় ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেন থেকে পালিয়ে এরই মধ্যে ৬ লাখ ৬০ হাজার মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত