অনলাইন ডেস্ক
পশ্চিম ইংল্যান্ডের উইলস্টায়ার শহরে স্বামী পিটারকে নিয়ে বাস করেন রুথ ডোইল। ২০১৪ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি বিজয়ী ছিলেন তিনি। এক মিলিয়ন পাউন্ডের (১৫ কোটি টাকার বেশি) এই লটারি তাঁদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু লটারি বিজয়ের সেই খবরটি তাঁরা প্রায় দুই মাস পর জানতে পেরেছিলেন।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, সেবার—অর্থাৎ ২০১৪ সালে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছিল জুন মাসে। রুথের তখন খুব ব্যস্ত সময়। কাজ করছিলেন শহরের বাইরে। এত ব্যস্ততা যে ঠিকঠাক ই-মেইলও চেক করতে পারছিলেন না। ফলে লটারি জয়ের খবরটি পেতে তাঁর আগস্ট মাস লেগেছিল।
যা হোক, জীবনে একটু ভালো থাকার জন্য যখন সংগ্রামের কোনো শেষ নেই—তখনই জীবনের সেরা খবরটি পেয়ে আমূল বদলে গিয়েছিল রুথের জীবন। টাকা পেয়ে সময়ের অনেক আগেই স্বামীকে নিয়ে অবসরজীবন বেছে নিয়েছেন তিনি। এর ফলে পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে তাঁরা আরও অনেক বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছেন।
রুথ বলেন, ‘লটারির সেই টিকিটটি যদি আমাদের না হতো, তাহলে আমাদের সংগ্রামের জীবন চলতেই থাকত। আমরা এখন অনেক ভালো আছি।’
মজার বিষয় হলো—একদিন রুথ তাঁর ব্যাংক অ্যাকাউন্টে কোত্থেকে যেন ২৫ পাউন্ড এসে যোগ হয়েছে দেখতে পান। কিন্তু এই টাকা যে তাঁর লটারি জয়ের প্রাপ্ত টাকা থেকে কিয়দংশ পাঠানো হয়েছে, তা বুঝতেই পারেননি তিনি। হঠাৎ যোগ হওয়া এই টাকাগুলোকে তিনি একটি সাধারণ সংযোজন হিসেবেই ভেবে নিয়েছিলেন।
এদিকে মাসের পর মাস কেটে যাওয়ার পরও রুথ তাঁর বিজয়ী টিকিট নিয়ে হাজির না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ ফোন করে তাঁকে খবরটি নিশ্চিত করে। সেই মুহূর্তটির কথা ভেবে রুথ বলেন, ‘শুক্রবারের সাধারণ একটি বিকেল ছিল সেই সময়টি। তারপর সবকিছু বদলে গেল।’
রুথ এবং তাঁর স্বামী পিটারকে যখন পুরস্কারের কথা জানানো হচ্ছিল, প্রথমে তাঁরা বিষয়টিকে কৌতুক ভেবেছিলেন। কিন্তু যখন তাঁরা দুজনই লটারি বিজয়ের বিষয়টি বুঝতে পারেন, তখন তাঁরা হতবিহ্বল হয়ে যান। বুঝতে পারছিলেন না, এই টাকা দিয়ে তাঁরা কী করবেন।
পরে অবশ্য বিষয়টিকে তাঁরা ‘সময়ের উপহার’ হিসেবে ভেবে নিয়েছিলেন। বিপুল অর্থ পেয়ে প্রথমেই তাঁরা তাঁদের সব ঋণ পরিশোধ করে দেন। ব্রিস্টল শিশু হাসপাতালের একটি দাতব্য সংস্থাকে সাহায্য করার জন্য তাঁরা একটি ভাস্কর্যও কিনেছিলেন। ‘শন দ্য শিপ’ নামের সেই ভাস্কর্যটি এখন তাঁদের বসার ঘরেই আছে।
পাশাপাশি তাঁরা রোমানিয়ার কুকুরদের উদ্ধার করার জন্য একটি প্রকল্পের সঙ্গেও জড়িত হয়েছেন। প্রাণীদের সুরক্ষায় নিজস্ব একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন তাঁরা।
পশ্চিম ইংল্যান্ডের উইলস্টায়ার শহরে স্বামী পিটারকে নিয়ে বাস করেন রুথ ডোইল। ২০১৪ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল লটারি বিজয়ী ছিলেন তিনি। এক মিলিয়ন পাউন্ডের (১৫ কোটি টাকার বেশি) এই লটারি তাঁদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু লটারি বিজয়ের সেই খবরটি তাঁরা প্রায় দুই মাস পর জানতে পেরেছিলেন।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, সেবার—অর্থাৎ ২০১৪ সালে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছিল জুন মাসে। রুথের তখন খুব ব্যস্ত সময়। কাজ করছিলেন শহরের বাইরে। এত ব্যস্ততা যে ঠিকঠাক ই-মেইলও চেক করতে পারছিলেন না। ফলে লটারি জয়ের খবরটি পেতে তাঁর আগস্ট মাস লেগেছিল।
যা হোক, জীবনে একটু ভালো থাকার জন্য যখন সংগ্রামের কোনো শেষ নেই—তখনই জীবনের সেরা খবরটি পেয়ে আমূল বদলে গিয়েছিল রুথের জীবন। টাকা পেয়ে সময়ের অনেক আগেই স্বামীকে নিয়ে অবসরজীবন বেছে নিয়েছেন তিনি। এর ফলে পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে তাঁরা আরও অনেক বেশি সময় কাটানোর সুযোগ পেয়েছেন।
রুথ বলেন, ‘লটারির সেই টিকিটটি যদি আমাদের না হতো, তাহলে আমাদের সংগ্রামের জীবন চলতেই থাকত। আমরা এখন অনেক ভালো আছি।’
মজার বিষয় হলো—একদিন রুথ তাঁর ব্যাংক অ্যাকাউন্টে কোত্থেকে যেন ২৫ পাউন্ড এসে যোগ হয়েছে দেখতে পান। কিন্তু এই টাকা যে তাঁর লটারি জয়ের প্রাপ্ত টাকা থেকে কিয়দংশ পাঠানো হয়েছে, তা বুঝতেই পারেননি তিনি। হঠাৎ যোগ হওয়া এই টাকাগুলোকে তিনি একটি সাধারণ সংযোজন হিসেবেই ভেবে নিয়েছিলেন।
এদিকে মাসের পর মাস কেটে যাওয়ার পরও রুথ তাঁর বিজয়ী টিকিট নিয়ে হাজির না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষ ফোন করে তাঁকে খবরটি নিশ্চিত করে। সেই মুহূর্তটির কথা ভেবে রুথ বলেন, ‘শুক্রবারের সাধারণ একটি বিকেল ছিল সেই সময়টি। তারপর সবকিছু বদলে গেল।’
রুথ এবং তাঁর স্বামী পিটারকে যখন পুরস্কারের কথা জানানো হচ্ছিল, প্রথমে তাঁরা বিষয়টিকে কৌতুক ভেবেছিলেন। কিন্তু যখন তাঁরা দুজনই লটারি বিজয়ের বিষয়টি বুঝতে পারেন, তখন তাঁরা হতবিহ্বল হয়ে যান। বুঝতে পারছিলেন না, এই টাকা দিয়ে তাঁরা কী করবেন।
পরে অবশ্য বিষয়টিকে তাঁরা ‘সময়ের উপহার’ হিসেবে ভেবে নিয়েছিলেন। বিপুল অর্থ পেয়ে প্রথমেই তাঁরা তাঁদের সব ঋণ পরিশোধ করে দেন। ব্রিস্টল শিশু হাসপাতালের একটি দাতব্য সংস্থাকে সাহায্য করার জন্য তাঁরা একটি ভাস্কর্যও কিনেছিলেন। ‘শন দ্য শিপ’ নামের সেই ভাস্কর্যটি এখন তাঁদের বসার ঘরেই আছে।
পাশাপাশি তাঁরা রোমানিয়ার কুকুরদের উদ্ধার করার জন্য একটি প্রকল্পের সঙ্গেও জড়িত হয়েছেন। প্রাণীদের সুরক্ষায় নিজস্ব একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন তাঁরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির অভিযোগ, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সরকার বলছে, এই সাজা ইমরান খানের প্রাপ্য ছিল।
৩ ঘণ্টা আগেআগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।
৪ ঘণ্টা আগেগাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে