Ajker Patrika

অর্ধেকের বেশি ইউরোপীয় গাঁজার বৈধতা চান

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৭: ৪৪
অর্ধেকের বেশি ইউরোপীয় গাঁজার বৈধতা চান

অর্ধেকের বেশি ইউরোপীয় নাগরিক গাঁজার বৈধতা চান। এ ছাড়া ৩০ শতাংশ ইউরোপীয় গাঁজা কিনতে আগ্রহী। যুক্তরাজ্যভিত্তিক কনসালটেনসি প্রতিষ্ঠান হ্যানওয়ে অ্যান্ড পট প্রোডিউসার কিউরালিফ ইন্টারন্যাশনালের এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জরিপে উঠে এসেছে, বেশির ভাগ ইউরোপীয় নিয়ন্ত্রিত গাঁজার দোকান সমর্থন করলেও বাড়িতে গাছটি উৎপাদনের পক্ষে নন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দেখা গেছে, করোনায় লকডাউনের সময় গাঁজার ব্যবহার বেড়েছে। তাই এ ক্ষেত্রে ইউরোপের উদারপন্থা আর্থিক এবং অর্থনৈতিক দিক দিয়ে সুবিধা পেতে পারে।

কিউরালিফ ইন্টারন্যাশনালের নির্বাহী বরিস জর্ডান বলেছেন, ‘আমরা ইউরোপীয় গাঁজার বাজারকে তিন থেকে চার বছর পিছিয়ে দেখছি। তবে বাস্তবে মনে হচ্ছে, ইউরোপ যুক্তরাষ্ট্রের আগে ব্যাপক সংস্কার শুরু করতে পারে।’ 

এরই মধ্যে জার্মানিসহ ইউরোপের অনেক দেশ চিকিৎসার জন্য গাঁজার সীমিত ব্যবহার বৈধ করেছে। তবে অন্যরা এর সাধারণ ব্যবহারকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। মাল্টা হলো ইউরোপের প্রথম দেশ, যারা গাঁজা উৎপাদন এবং এর ব্যক্তিগত ব্যবহার বৈধ করেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ভেতরে সবচেয়ে বড় গাঁজার বাজার জার্মানি। ২০২৫ সাল নাগাদ ইউরোপের গাঁজার বাজার ৩ বিলিয়ন ইউরো অতিক্রম করবে, যা গত বছর ছিল ৪০০ মিলিয়ন ইউরো।

কিউরালিফের প্রধান নির্বাহী কর্মকর্তা জো বেয়ার্ন বলেছেন, গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করার জন্য জার্মানিতে স্পষ্ট রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। পরে জার্মানি ইউরোপের বাকি অংশে গাঁজার বাজার প্রসারে ব্যাপক প্রভাব রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত