অনলাইন ডেস্ক
এনডিএর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু।
লোকসভা নির্বাচনের ফলাফলের এক দিন পর জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তাঁরা। আজ বুধবার বেলা ৩টা ৩০ মিনিটে বৈঠকের কথা রয়েছে।
এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির বিজেপি। তবে তাঁর জোট এনডিএ ২৯৫টি আসন পেয়েছে। তাই মোদিকে এবার শরিকদের কাছে যেতে হবে। জোট সঙ্গীরা বড় ভূমিকা পালন করবে।
চন্দ্রবাবু নাইডু নিশ্চিত করেছেন, তিনি নয়াদিল্লিতে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।
কাকতালীয়ভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর প্রাক্তন ভারতের মিত্র এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী একই ফ্লাইটে রয়েছেন।
জানা যায়, বিহারের দুই নেতা সকাল সাড়ে ১০টায় ভিস্তারা ফ্লাইট ধরেছেন।
চন্দ্রবাবু নাইডু সাংবাদিকদের বলেন, ‘আপনি সব সময় খবর চান। আমি অভিজ্ঞ এবং আমি এ দেশে বেশ কিছু রাজনৈতিক পরিবর্তন দেখেছি। আমরা এনডিএতে আছি, আমি এনডিএ বৈঠকে যাচ্ছি।’
নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড বিহারে ৪০টি আসনের মধ্যে ১২টি আসন জিতেছে, আর বিজেপি ১২টি আসনে জিতেছে। আরজেডি চারটি আসন পেয়েছে এবং তার সহযোগী কংগ্রেস লোকসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছে।
এদিকে, তেজস্বী যাদব দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, ‘আরজেডি সংসদে তাদের আসনসংখ্যা বাড়িয়েছে এবং ১ কোটিরও বেশি ভোট অর্জন করেছে। আমাদের পারফরম্যান্স খুব ভালো হয়েছে। আমরা বাস্তব ইস্যুতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভগবান রামের আশীর্বাদ একটি বিষয় খুব স্পষ্ট... মোদি ফ্যাক্টর এখন শেষ হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য তাঁর মিত্রদের ওপর নির্ভর করতে হচ্ছে।’
‘ইন্ডিয়া’ ব্লক সরকার গঠনের চেষ্টা করবে কি না—এই প্রশ্নের জবাবে তেজস্বী যাদব বলেন, ‘আমরা স্পষ্টতই চেষ্টা করব।’
নীতীশ-নাইডুকে কাছে টানার চেষ্টা করতে পারে ‘ইন্ডিয়া’ ব্লক। কারণ তাদের দল বদলের ইতিহাস রয়েছে।
এনডিএর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু।
লোকসভা নির্বাচনের ফলাফলের এক দিন পর জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তাঁরা। আজ বুধবার বেলা ৩টা ৩০ মিনিটে বৈঠকের কথা রয়েছে।
এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির বিজেপি। তবে তাঁর জোট এনডিএ ২৯৫টি আসন পেয়েছে। তাই মোদিকে এবার শরিকদের কাছে যেতে হবে। জোট সঙ্গীরা বড় ভূমিকা পালন করবে।
চন্দ্রবাবু নাইডু নিশ্চিত করেছেন, তিনি নয়াদিল্লিতে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন।
কাকতালীয়ভাবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর প্রাক্তন ভারতের মিত্র এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী একই ফ্লাইটে রয়েছেন।
জানা যায়, বিহারের দুই নেতা সকাল সাড়ে ১০টায় ভিস্তারা ফ্লাইট ধরেছেন।
চন্দ্রবাবু নাইডু সাংবাদিকদের বলেন, ‘আপনি সব সময় খবর চান। আমি অভিজ্ঞ এবং আমি এ দেশে বেশ কিছু রাজনৈতিক পরিবর্তন দেখেছি। আমরা এনডিএতে আছি, আমি এনডিএ বৈঠকে যাচ্ছি।’
নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড বিহারে ৪০টি আসনের মধ্যে ১২টি আসন জিতেছে, আর বিজেপি ১২টি আসনে জিতেছে। আরজেডি চারটি আসন পেয়েছে এবং তার সহযোগী কংগ্রেস লোকসভা নির্বাচনে তিনটি আসন পেয়েছে।
এদিকে, তেজস্বী যাদব দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, ‘আরজেডি সংসদে তাদের আসনসংখ্যা বাড়িয়েছে এবং ১ কোটিরও বেশি ভোট অর্জন করেছে। আমাদের পারফরম্যান্স খুব ভালো হয়েছে। আমরা বাস্তব ইস্যুতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভগবান রামের আশীর্বাদ একটি বিষয় খুব স্পষ্ট... মোদি ফ্যাক্টর এখন শেষ হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য তাঁর মিত্রদের ওপর নির্ভর করতে হচ্ছে।’
‘ইন্ডিয়া’ ব্লক সরকার গঠনের চেষ্টা করবে কি না—এই প্রশ্নের জবাবে তেজস্বী যাদব বলেন, ‘আমরা স্পষ্টতই চেষ্টা করব।’
নীতীশ-নাইডুকে কাছে টানার চেষ্টা করতে পারে ‘ইন্ডিয়া’ ব্লক। কারণ তাদের দল বদলের ইতিহাস রয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন আগামীকাল রোববার। আর ঠিক তার এক দিন আগে নিজ নামে একটি ক্রিপ্টোকারেন্সির মিম কয়েন বাজারে ছেড়েছেন তিনি। ছাড়ার কয়েক ঘণ্টার মাথায় ‘$ (ডলার) ট্রাম্প’ এই মিম কয়েনের সার্বিক বাজারমূল্য ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর ট্রাম্প এবং ট্রাম্পের...
৩ মিনিট আগে২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামা হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদেও ২০২৪ সালে নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। গত নভেম্বরে নির্বাচন ও এর আগে নির্বাচনী প্রচারণায়...
১ ঘণ্টা আগেগাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি জানিয়েছেন, যুদ্ধবিরতি শুরু হয়নি এবং গাজায় এখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘অভিযান’ চালিয়ে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার..
২ ঘণ্টা আগেআফ্রিকার ভূমধ্যসাগর উপকূলবর্তী দেশ মরোক্কো ৩০ লাখ বেওয়ারিশ কুকুর নিধনের পরিকল্পনা করেছে। মূলত মরক্কো ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে মিলে ফিফা বিশ্বকাপের আয়োজন করবে। আর এ লক্ষ্যেই সম্প্রতি দেশটি ঘোষণা করেছে, তারা পর্যটন আকর্ষণ বাড়াতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে ৩০ লাখ পর্যন্ত বেওয়ারিশ কুকুর...
২ ঘণ্টা আগে