অনলাইন ডেস্ক
ভারতের উত্তরাঞ্চলে পাহাড় ধসে নয় পর্যটক নিহত হয়েছে। আজ রোববার দেশটির হিমাচল প্রদেশে এ ঘটনা ঘটেছে।
পাহাড় ধসের সময় বড় বড় পাথর এসে আঘাত করে পর্যটকদের গাড়িতে। এতে গাড়িতে থাকা নয় পর্যটক নিহত এবং তিনজন আহত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হিমাচল প্রদেশের কিন্নর জেলায় এ পাহাড়ধস হয়। পাহাড় থেকে হঠাৎ করেই বড় বড় পাথর নেমে আসতে থাকে। পাথরের আঘাতে স্থানীয় একটি সেতুও ধসে পড়ে। রাস্তায় পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়ি ভেঙে যায় ভারী পাথরের আঘাতে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে পাহাড়ধসের যে ভয়াবহ দৃশ্য ধারণ হয়েছে, তাতে দেখা গেছে, বড় বড় পাথরের আঘাতে রাস্তায় থাকা গাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে যেতে। এমনকি পাহাড়ের কাছে থাকা একটি হোটেলের জানালাতেও আঘাত করেছে দ্রুত গতিতে নেমে আসা পাথরখণ্ড। সংলগ্ন সেতুটিও ভেঙে গেছে পাথরের প্রবল আঘাতে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনাটিকে ‘হৃদয়ভাঙা’ বলে বর্ণনা করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।
এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পর্যটকদের ওই দল রাজধানী দিল্লি থেকে চিটকুল টুরিস্ট ভিলেজে ঘুরতে গিয়েছিল। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের সতর্কতা আগে থেকেই জারি ছিল। তবে ঠিক কারণে এই পাহাড় ধস হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
ভারতের উত্তরাঞ্চলে পাহাড় ধসে নয় পর্যটক নিহত হয়েছে। আজ রোববার দেশটির হিমাচল প্রদেশে এ ঘটনা ঘটেছে।
পাহাড় ধসের সময় বড় বড় পাথর এসে আঘাত করে পর্যটকদের গাড়িতে। এতে গাড়িতে থাকা নয় পর্যটক নিহত এবং তিনজন আহত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হিমাচল প্রদেশের কিন্নর জেলায় এ পাহাড়ধস হয়। পাহাড় থেকে হঠাৎ করেই বড় বড় পাথর নেমে আসতে থাকে। পাথরের আঘাতে স্থানীয় একটি সেতুও ধসে পড়ে। রাস্তায় পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়ি ভেঙে যায় ভারী পাথরের আঘাতে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে পাহাড়ধসের যে ভয়াবহ দৃশ্য ধারণ হয়েছে, তাতে দেখা গেছে, বড় বড় পাথরের আঘাতে রাস্তায় থাকা গাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে যেতে। এমনকি পাহাড়ের কাছে থাকা একটি হোটেলের জানালাতেও আঘাত করেছে দ্রুত গতিতে নেমে আসা পাথরখণ্ড। সংলগ্ন সেতুটিও ভেঙে গেছে পাথরের প্রবল আঘাতে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ঘটনাটিকে ‘হৃদয়ভাঙা’ বলে বর্ণনা করেছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে সহায়তা করা হবে বলেও ঘোষণা দিয়েছেন।
এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পর্যটকদের ওই দল রাজধানী দিল্লি থেকে চিটকুল টুরিস্ট ভিলেজে ঘুরতে গিয়েছিল। ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের সতর্কতা আগে থেকেই জারি ছিল। তবে ঠিক কারণে এই পাহাড় ধস হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য এক নির্বাহী আদেশ নিয়ে দেশটির ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন একটি আদেশ জারির পরিকল্পনা করছেন, যার ফলে মার্কিন সেনাবাহিনী থেক
৪ মিনিট আগেউত্তর প্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা নিয়ে সহিংসতায় চারজন নিহত হওয়ার পর ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। বন্ধ করা হয়েছে স্কুলের পাঠদান কার্যক্রম। গতকাল রোববার সকালে মুঘল যুগের শাহী জামা মসজিদে আদালতের নির্দেশে সমীক্ষা চালানো হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মসজিদটি...
১৩ মিনিট আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
১০ ঘণ্টা আগে