কলকাতা প্রতিনিধি
বাংলাদেশ থেকে কয়েক শ কোটি টাকা তছরুপ ও বেআইনিভাবে সেই অর্থ ভারতে পাচারের অভিযোগে অভিযুক্ত সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। গত রোববার গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের উত্তর ২৪-পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল রোববার রাতে গোবরডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাণনাথ দাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গত সোমবার অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।
পুলিশ জানিয়েছে, ২০১২ সালে সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাশকে নিযুক্ত করেন। লাখপ্রতি মাসে দেড় হাজার টাকা মুনাফা ও ডিপিএসে সঞ্চয়কৃত টাকা ৫ বছরে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে অন্তত ২০ হাজার মানুষের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেন। পরে ২০২৩ সালের ডিসেম্বরে সপরিবারে ভারতে পালিয়ে আসেন তিনি।
এসটিএফ বলছে, আগে থেকেই নিজের ও পরিবারের সদস্যদের ভুয়া ভারতীয় নথি তৈরি করে রেখেছিলেন প্রাণনাথ। গ্রাহকদের আত্মসাৎ করা টাকায় কলকাতার নিউটাউনে কয়েক কোটি টাকার বাড়িও কিনেছিলেন তিনি। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরের সীমান্ত হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন প্রাণনাথ ও তাঁর পরিবার। পরে নিউটাউনের সেই বাড়িতে ওঠেন।
এসটিএফের দাবি, রোববার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন প্রাণনাথ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি এসটিএফ। প্রাণনাথ বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী।
বাংলাদেশ থেকে কয়েক শ কোটি টাকা তছরুপ ও বেআইনিভাবে সেই অর্থ ভারতে পাচারের অভিযোগে অভিযুক্ত সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। গত রোববার গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের উত্তর ২৪-পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল রোববার রাতে গোবরডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাণনাথ দাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গত সোমবার অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।
পুলিশ জানিয়েছে, ২০১২ সালে সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাশকে নিযুক্ত করেন। লাখপ্রতি মাসে দেড় হাজার টাকা মুনাফা ও ডিপিএসে সঞ্চয়কৃত টাকা ৫ বছরে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে অন্তত ২০ হাজার মানুষের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেন। পরে ২০২৩ সালের ডিসেম্বরে সপরিবারে ভারতে পালিয়ে আসেন তিনি।
এসটিএফ বলছে, আগে থেকেই নিজের ও পরিবারের সদস্যদের ভুয়া ভারতীয় নথি তৈরি করে রেখেছিলেন প্রাণনাথ। গ্রাহকদের আত্মসাৎ করা টাকায় কলকাতার নিউটাউনে কয়েক কোটি টাকার বাড়িও কিনেছিলেন তিনি। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরের সীমান্ত হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন প্রাণনাথ ও তাঁর পরিবার। পরে নিউটাউনের সেই বাড়িতে ওঠেন।
এসটিএফের দাবি, রোববার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন প্রাণনাথ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি এসটিএফ। প্রাণনাথ বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
২ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
৪ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
৪ ঘণ্টা আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৪ ঘণ্টা আগে