Ajker Patrika

সাতক্ষীরায় শত কোটি টাকা আত্মসাৎ করে পালানো প্রাণনাথ ভারতে গ্রেপ্তার

কলকাতা প্রতিনিধি
সাতক্ষীরায় শত কোটি টাকা আত্মসাৎ করে পালানো প্রাণনাথ ভারতে গ্রেপ্তার

বাংলাদেশ থেকে কয়েক শ কোটি টাকা তছরুপ ও বেআইনিভাবে সেই অর্থ ভারতে পাচারের অভিযোগে অভিযুক্ত সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। গত রোববার গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের উত্তর ২৪-পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল রোববার রাতে গোবরডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাণনাথ দাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গত সোমবার অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। 

পুলিশ জানিয়েছে, ২০১২ সালে সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাশকে নিযুক্ত করেন। লাখপ্রতি মাসে দেড় হাজার টাকা মুনাফা ও ডিপিএসে সঞ্চয়কৃত টাকা ৫ বছরে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে অন্তত ২০ হাজার মানুষের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেন। পরে ২০২৩ সালের ডিসেম্বরে সপরিবারে ভারতে পালিয়ে আসেন তিনি। 

এসটিএফ বলছে, আগে থেকেই নিজের ও পরিবারের সদস্যদের ভুয়া ভারতীয় নথি তৈরি করে রেখেছিলেন প্রাণনাথ। গ্রাহকদের আত্মসাৎ করা টাকায় কলকাতার নিউটাউনে কয়েক কোটি টাকার বাড়িও কিনেছিলেন তিনি। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরের সীমান্ত হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন প্রাণনাথ ও তাঁর পরিবার। পরে নিউটাউনের সেই বাড়িতে ওঠেন। 

এসটিএফের দাবি, রোববার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন প্রাণনাথ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি এসটিএফ। প্রাণনাথ বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত