কলকাতা প্রতিনিধি
বাংলাদেশ থেকে কয়েক শ কোটি টাকা তছরুপ ও বেআইনিভাবে সেই অর্থ ভারতে পাচারের অভিযোগে অভিযুক্ত সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। গত রোববার গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের উত্তর ২৪-পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল রোববার রাতে গোবরডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাণনাথ দাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গত সোমবার অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।
পুলিশ জানিয়েছে, ২০১২ সালে সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাশকে নিযুক্ত করেন। লাখপ্রতি মাসে দেড় হাজার টাকা মুনাফা ও ডিপিএসে সঞ্চয়কৃত টাকা ৫ বছরে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে অন্তত ২০ হাজার মানুষের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেন। পরে ২০২৩ সালের ডিসেম্বরে সপরিবারে ভারতে পালিয়ে আসেন তিনি।
এসটিএফ বলছে, আগে থেকেই নিজের ও পরিবারের সদস্যদের ভুয়া ভারতীয় নথি তৈরি করে রেখেছিলেন প্রাণনাথ। গ্রাহকদের আত্মসাৎ করা টাকায় কলকাতার নিউটাউনে কয়েক কোটি টাকার বাড়িও কিনেছিলেন তিনি। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরের সীমান্ত হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন প্রাণনাথ ও তাঁর পরিবার। পরে নিউটাউনের সেই বাড়িতে ওঠেন।
এসটিএফের দাবি, রোববার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন প্রাণনাথ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি এসটিএফ। প্রাণনাথ বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী।
বাংলাদেশ থেকে কয়েক শ কোটি টাকা তছরুপ ও বেআইনিভাবে সেই অর্থ ভারতে পাচারের অভিযোগে অভিযুক্ত সাতক্ষীরার প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। গত রোববার গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের উত্তর ২৪-পরগনা জেলার গোবরডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল রোববার রাতে গোবরডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে প্রাণনাথ দাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গত সোমবার অভিযুক্তকে বারাসাত জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।
পুলিশ জানিয়েছে, ২০১২ সালে সাতক্ষীরায় প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি খোলেন প্রাণনাথ। সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিজের স্ত্রী ইতি রানী বিশ্বাস, সাধারণ সম্পাদক হিসেবে বড় ভাই বিশ্বনাথ দাশকে নিযুক্ত করেন। লাখপ্রতি মাসে দেড় হাজার টাকা মুনাফা ও ডিপিএসে সঞ্চয়কৃত টাকা ৫ বছরে দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার লোভ দেখিয়ে অন্তত ২০ হাজার মানুষের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেন। পরে ২০২৩ সালের ডিসেম্বরে সপরিবারে ভারতে পালিয়ে আসেন তিনি।
এসটিএফ বলছে, আগে থেকেই নিজের ও পরিবারের সদস্যদের ভুয়া ভারতীয় নথি তৈরি করে রেখেছিলেন প্রাণনাথ। গ্রাহকদের আত্মসাৎ করা টাকায় কলকাতার নিউটাউনে কয়েক কোটি টাকার বাড়িও কিনেছিলেন তিনি। সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগরের সীমান্ত হয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেন প্রাণনাথ ও তাঁর পরিবার। পরে নিউটাউনের সেই বাড়িতে ওঠেন।
এসটিএফের দাবি, রোববার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন প্রাণনাথ। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানায়নি এসটিএফ। প্রাণনাথ বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম কেন্দ্রীয় কারাগারে বন্দী।
ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, তাঁর দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, পোলিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি ওই ঘোষণা দেন। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প
৭ ঘণ্টা আগেবাশার আল-আসাদের পতন হলে সিরিয়ায় নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সিএনএন জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে।
৮ ঘণ্টা আগেইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেজলবায়ুবিজ্ঞানী জ্যাক হাউসফাদার একটি নতুন গ্রাফিক ভিজুয়ালাইজেশন তৈরি করেছেন। দেখলে মনে হয়. যেন এটি বসন্তে ফোটা কোনো ফুল। তবে এটি রং নীল থেকে লাল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি উদ্বেগজনক বার্তাও দিচ্ছে। এর মানে হলো, পৃথিবী ক্রমাগত এবং দ্রুত উষ্ণ হয়ে উঠছে!
৯ ঘণ্টা আগে