অনলাইন ডেস্ক
ঢাকা: ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এরই মধ্যে সংক্রমণ শনাক্ত দুই লাখের নিচে নেমেছে। কমেছে মৃতের সংখ্যাও। তবে ব্ল্যাক ফাঙ্গাস এখনো বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি আজ মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনার রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। যা গতকাল সোমবারের তুলনায় প্রায় ২৬ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।
গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। আর মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে।
আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। এতে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা কমেছে প্রায় এক হাজার।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৬৬১ জন। আর মারা গেছেন ৩৪ লাখ ৮৭ হাজার ৪৮০ জন।
ঢাকা: ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এরই মধ্যে সংক্রমণ শনাক্ত দুই লাখের নিচে নেমেছে। কমেছে মৃতের সংখ্যাও। তবে ব্ল্যাক ফাঙ্গাস এখনো বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি আজ মঙ্গলবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনার রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। যা গতকাল সোমবারের তুলনায় প্রায় ২৬ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪ জনে।
গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। আর মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে।
আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৫১১ জন। এতে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭ হাজার ২৩১ জনে। এর আগে সোমবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৪৫৪ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ মঙ্গলবার দেশটিতে মৃতের সংখ্যা কমেছে প্রায় এক হাজার।
উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭৯ লাখ ৯৬ হাজার ৬৬১ জন। আর মারা গেছেন ৩৪ লাখ ৮৭ হাজার ৪৮০ জন।
বুধবার মধ্যরাতে অভিযান শেষ করার পর পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ৩৩ জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে এবং যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে এই হামলায় অন্তত ২৫ জন যাত্রী নিহত হয়েছেন।
১৪ মিনিট আগেসেনাবাহিনী অভিযান চালিয়ে পাকিস্তানে চার শতাধিক আরোহীসহ বেলুচ বিদ্রোহীদের হাতে জিম্মি ট্রেনকে মুক্ত করেছে। জিম্মিদশা থেকে ট্রেনকে মুক্ত করতে বড় প্রাণহানি ঘটেছে। ৩০ ঘণ্টার অভিযান শেষে বিদ্রোহী ও বেসামরিক ব্যক্তিরাসহ অন্তত ৫৮ জন নিহত হয়েছেন।
৪২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের অনুরোধে লিথুয়ানিয়ার নাগরিক আলেক্সেই বেসচিয়োকভকে গ্রেপ্তার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বেসচিয়োকভ ৯৬ বিলিয়ন ডলারের একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ পরিচালনার দায়ে অভিযুক্ত। এই এক্সচেঞ্জ সন্ত্রাসী সংগঠন, মাদক পাচারকারী ও সাইবার অপরাধীদের অর্থ পাচারের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগেফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তাঁর প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধের’ সম্পূর্ণ দায় তিনি গ্রহণ করছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আইনি লড়াইয়ের প্রস্তুতি হিসেবে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে