Ajker Patrika

ভারতের এক সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ নবজাতকসহ ২৪ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০২: ০২
ভারতের এক সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ নবজাতকসহ ২৪ রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে সোমবার সন্ধ্যা পর্যন্ত (২ অক্টোবর) ২৪ ঘণ্টায় ১২টি নবজাতক ও একই সংখ্যক প্রাপ্তবয়স্কের মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও কর্মীর অভাবে এমনটা হয়েছে বলে দাবি হাসপাতালের ডিনের। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, শংকর রাও চৌহান সরকারি হাসপাতালের ডিন বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ প্রাপ্তবয়স্কের মধ্যে সাপে কাটাসহ বিভিন্ন রোগী ছিলেন। 

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ছয়টি ছেলেশিশু এবং ছয়টি কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন রোগ ও সাপের কামড়ে ১২ জন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। বিভিন্ন বিভাগের কর্মীদের বদলির কারণে আমাদের এখানে কিছু জটিলতা তৈরি হয়েছে।’ 

সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমরা একটি তৃতীয় শ্রেণির চিকিৎসাসেবা কেন্দ্র এবং ৭০–৮০ কিলোমিটারের মধ্যে এটিই একমাত্র হাসপাতাল। কোনো কোনো দিন রোগীর সংখ্যা বেড়ে গেলে তা আমাদের বাজেটে সংকট তৈরি করে।’ 

ডিন বলেন, ‘আমাদের হাফকিন নামের একটি প্রতিষ্ঠান থেকে ওষুধ কেনার কথা, কিন্তু তা হয়নি। তবুও আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনেছি এবং রোগীদের দিয়েছি।’ 

এ মৃত্যুগুলোকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে কী হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে।’ 

মহারাষ্ট্রের বিরোধী দল এ ঘটনার জন্য একনাথ শিন্দে প্রশাসনকে দায়ী করে বলছে, তিন দলীয় জোটকে (বিজেপি, একনাথ শিন্দের শিব সেনা ও এনসিপির অজিত পাওয়ারের দল) এ ঘটনার দায় নিতে হবে।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের বর্ষীয়ান রাজনীতিক অশোক চৌহান সোমবার হাসপাতাল পরিদর্শন করে বলেন, ‘২৪টি প্রাণ গেছে। ৭০ জন গুরুতর অবস্থায় আছে। হাসপাতালে চিকিৎসা সুবিধা ও কর্মীর অভাব রয়েছে। অনেক যন্ত্রপাতি কাজ করছে না। হাসপাতালের ধারণক্ষমতা ৫০০, কিন্তু ভর্তি আছে ১ হাজার ২০০ রোগী। আমি এ বিষয়ে অজিত পাওয়ারের সঙ্গে কথা বলব। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।’

শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে বলেন, ‘এ ২৪ নিষ্পাপ মানুষের মৃত্যুর জন্য তিন দলীয় জোট সরকার দায়ী।’

শারদ পাওয়ারের এনসিপির মুখপাত্র বিকাশ লাওয়ান্দে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন, ‘ওষুধ সরবরাহ সংকটের কারণে নান্দেদের সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার ভেতরে ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সরকারের প্রতি ধিক্কার, যারা শুধু উৎসব আর বিজ্ঞাপনের পেছনেই পয়সা খরচ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত