অনলাইন ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যে নতুন বছরের প্রথম দিনই সহিংস ঘটনা ঘটেছে। চারজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে রাজ্যটির পাঁচ জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। মণিপুরের থোউবাল জেলার স্থানীয়রা বলছেন, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি চাঁদাবাজির জন্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আসে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, থোউবালের লিলংয়ে চাঁদাবাজির সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক ভিডিও বার্তায় এ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিরপরাধ মানুষকে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা পুলিশকে অপরাধীদের ধরার জন্য নির্দেশ দিয়েছি। আমি হাতজোড় করে লিলংবাসীদের (ঘটনাস্থল) অনুরোধ করছি, অপরাধীদের ধরিয়ে দিতে সরকারকে সহযোগিতা করুন। আমি কথা দিচ্ছি, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকার সাধ্যমতো সব করবে।’
এ ছাড়া মন্ত্রী ও ক্ষমতাসীন দলের এমএলএদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ সহিংসতার জন্য মণিপুর রাজ্যের থোউবাল, পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত বছরের ৩ মে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়লে মণিপুর দেশে–বিদেশে বেশ আলোচনায় এসেছিল। এ সহিংসতায় ১৮০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।
ভারতের মণিপুর রাজ্যে নতুন বছরের প্রথম দিনই সহিংস ঘটনা ঘটেছে। চারজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর জেরে রাজ্যটির পাঁচ জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। মণিপুরের থোউবাল জেলার স্থানীয়রা বলছেন, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি চাঁদাবাজির জন্য স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আসে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, থোউবালের লিলংয়ে চাঁদাবাজির সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এক ভিডিও বার্তায় এ সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নিরপরাধ মানুষকে হত্যার ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা পুলিশকে অপরাধীদের ধরার জন্য নির্দেশ দিয়েছি। আমি হাতজোড় করে লিলংবাসীদের (ঘটনাস্থল) অনুরোধ করছি, অপরাধীদের ধরিয়ে দিতে সরকারকে সহযোগিতা করুন। আমি কথা দিচ্ছি, অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকার সাধ্যমতো সব করবে।’
এ ছাড়া মন্ত্রী ও ক্ষমতাসীন দলের এমএলএদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ সহিংসতার জন্য মণিপুর রাজ্যের থোউবাল, পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল, কাকচিং ও বিষ্ণুপুর জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত বছরের ৩ মে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়লে মণিপুর দেশে–বিদেশে বেশ আলোচনায় এসেছিল। এ সহিংসতায় ১৮০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে কাতারে কয়েকটি দেশের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভাও চুক্তির অনুমোদন দিয়েছে। কিন্তু তবুও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২৩ জন। আর এতে নিহতের সংখ্যা বেড়ে প্রায়...
৬ মিনিট আগেদীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসন অবশেষে শেষ হতে যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধবিরতি আজ রোববার স্থানীয় সময় সকাল
২৩ মিনিট আগেযুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা...
৮ ঘণ্টা আগেএকজন বন্দুকধারী সুপ্রিম কোর্টে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই বিচারক নিহত হন। এ সময় আদালতের একজন নিরাপত্তা কর্মী আহত হন। বন্দুকধারী পালানোর সময় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে মিজান।
৮ ঘণ্টা আগে