অনলাইন ডেস্ক
কর্ণাটকের একটি হোটেলে এক বাস্তু বিশারদকে সবার সামনে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। চন্দ্রশেখর গুরুজি নামে পরিচিত ওই বাস্তু বিশারদকে রাজ্যের হুব্বালি জেলার একটি হোটেলে ছুরিকাঘাত করে দুই ব্যক্তি। হত্যাকারীদের ধরতে বিশেষ পুলিশ টিম গঠন করে তাদের গ্রেপ্তারও করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চন্দ্রশেখর কর্ণাটকের বাগালকোট জেলার বাসিন্দা। সম্প্রতি তিনি ব্যক্তিগত সফরে হুব্বলি জেলায় এসেছিলেন।
হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, হোটেলটির অভ্যর্থনা কক্ষে ওই দুই হত্যাকারী ‘সরল বাস্তু’ বিশারদ চন্দ্রশেখর আঙ্গাদির জন্য অপেক্ষা করছিলেন। পরে, চন্দ্রশেখর সেখানে এসে একটি চেয়ারে বসে পড়েন। হত্যাকারীদের একজন তাঁর পা ছুঁয়ে সালাম করেন। ঠিক তখনই অপর ব্যক্তি ওই বাস্তু বিশারদকে ছুরিকাঘাত করতে থাকেন। পরে অপর ব্যক্তিটিও ওঠে চন্দ্রশেখরকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে হোটেলের নারী রিসেপশনিস্ট দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে, হোটেলের কর্মীরা চন্দ্রশেখরকে বাঁচাতে এগিয়ে আসলেও হত্যাকারীরা তাদের দিকে ছুরি তাক করে তাদেরও খুন করার হুমকি দেয়।
ঘটনা ঘটতে মাত্র এক মিনিটের মতো সময় লেগেছিল। বাস্তু বিশারদকে হত্যার পর হত্যাকারীরা ছুরি হাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কর্ণাটকের একটি হোটেলে এক বাস্তু বিশারদকে সবার সামনে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। চন্দ্রশেখর গুরুজি নামে পরিচিত ওই বাস্তু বিশারদকে রাজ্যের হুব্বালি জেলার একটি হোটেলে ছুরিকাঘাত করে দুই ব্যক্তি। হত্যাকারীদের ধরতে বিশেষ পুলিশ টিম গঠন করে তাদের গ্রেপ্তারও করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চন্দ্রশেখর কর্ণাটকের বাগালকোট জেলার বাসিন্দা। সম্প্রতি তিনি ব্যক্তিগত সফরে হুব্বলি জেলায় এসেছিলেন।
হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, হোটেলটির অভ্যর্থনা কক্ষে ওই দুই হত্যাকারী ‘সরল বাস্তু’ বিশারদ চন্দ্রশেখর আঙ্গাদির জন্য অপেক্ষা করছিলেন। পরে, চন্দ্রশেখর সেখানে এসে একটি চেয়ারে বসে পড়েন। হত্যাকারীদের একজন তাঁর পা ছুঁয়ে সালাম করেন। ঠিক তখনই অপর ব্যক্তি ওই বাস্তু বিশারদকে ছুরিকাঘাত করতে থাকেন। পরে অপর ব্যক্তিটিও ওঠে চন্দ্রশেখরকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে হোটেলের নারী রিসেপশনিস্ট দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে, হোটেলের কর্মীরা চন্দ্রশেখরকে বাঁচাতে এগিয়ে আসলেও হত্যাকারীরা তাদের দিকে ছুরি তাক করে তাদেরও খুন করার হুমকি দেয়।
ঘটনা ঘটতে মাত্র এক মিনিটের মতো সময় লেগেছিল। বাস্তু বিশারদকে হত্যার পর হত্যাকারীরা ছুরি হাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
৮ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
৮ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত পুলিশকে চিত্রকর্ম দুটি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত চিত্রকর্ম দুটি হিন্দু দেবতাদের নগ্ন রূপে চিত্রিত করেছে। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে