কংগ্রেস শেষ হয়ে গেছে, কেউই তোয়াক্কা করে না: কেজরিওয়াল

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮: ০০
Thumbnail image

দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কেউই তোয়াক্কা করে না।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনীত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলাপকালে তাঁকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন। 

একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এএপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে। এটি সত্য কি না? জবাবে কেজরিওয়াল বলেন, ‘কে এই অভিযোগ তুলেছে?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারা করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না।’ 

সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টিই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই। 

কেজরিওয়াল গুজরাটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী এএপি বিষয়টি উল্লেখ করে দলীয় এক আলোচনায় বলেছিলেন, ‘এই রাজ্যে এমনও ভোটার রয়েছেন, যাঁরা বিজেপির শাসন দেখতে চান না এবং তাঁরা কংগ্রেসকেও ভোট দিতে চান না। আমাদের তাঁদের ভোটই পেতে হবে এবং আমরাই রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী।’ 

বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত