অনলাইন ডেস্ক
দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কেউই তোয়াক্কা করে না।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনীত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলাপকালে তাঁকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এএপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে। এটি সত্য কি না? জবাবে কেজরিওয়াল বলেন, ‘কে এই অভিযোগ তুলেছে?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারা করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না।’
সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টিই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই।
কেজরিওয়াল গুজরাটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী এএপি বিষয়টি উল্লেখ করে দলীয় এক আলোচনায় বলেছিলেন, ‘এই রাজ্যে এমনও ভোটার রয়েছেন, যাঁরা বিজেপির শাসন দেখতে চান না এবং তাঁরা কংগ্রেসকেও ভোট দিতে চান না। আমাদের তাঁদের ভোটই পেতে হবে এবং আমরাই রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী।’
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কেউই তোয়াক্কা করে না।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনীত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলাপকালে তাঁকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এএপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে। এটি সত্য কি না? জবাবে কেজরিওয়াল বলেন, ‘কে এই অভিযোগ তুলেছে?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারা করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না।’
সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টিই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই।
কেজরিওয়াল গুজরাটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী এএপি বিষয়টি উল্লেখ করে দলীয় এক আলোচনায় বলেছিলেন, ‘এই রাজ্যে এমনও ভোটার রয়েছেন, যাঁরা বিজেপির শাসন দেখতে চান না এবং তাঁরা কংগ্রেসকেও ভোট দিতে চান না। আমাদের তাঁদের ভোটই পেতে হবে এবং আমরাই রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী।’
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১০ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১১ ঘণ্টা আগে