অনলাইন ডেস্ক
লোগোতে লালের বদলে গেরুয়া রং দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সম্প্রচারমাধ্যম দূরদর্শন। গত ১৬ এপ্রিল থেকে নতুন এই লোগো কার্যকর করেছে নিউজ চ্যানেল ডিডি নিউজ।
উল্লেখ্য, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় রং গেরুয়া। নরেন্দ্র মোদির নেতৃত্বে এই দল ক্ষমতায় আসার পর অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা গেরুয়াকরণের অভিযোগ রয়েছে।
ডিডি নিউজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে বলা হয়েছে, তাদের মূল্যবোধ এখনো আগের মতোই রয়েছে এবং এখন তাদের নতুন অবতারে দেখতে পাওয়া যাবে।
পোস্টে বলা হয়, ‘নতুনভাবে সংবাদ উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে পড়ুন...এখন ডিডি নিউজ পাচ্ছেন একদম নতুন রূপে। আমাদের সবার আগে সংবাদ দেওয়ার পরিবর্তে সঠিক সংবাদ দেওয়ার, দাবির পরিবর্তে তথ্য প্রকাশের, চাঞ্চল্যকর সংবাদের পরিবর্তে সত্য প্রকাশের সাহস আছে। সংবাদ যদি হয় ডিডি নিউজের তবে তাই সত্য।’
দূরদর্শনের ইতিহাস
১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর জন পরিষেবার জন্য পরীক্ষামূলকভাবে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়। ১৯৬৫ সালে নয়াদিল্লির ভেতরে ও বাইরে সবার ঘরে ঘরে টেলিভিশনে এই চ্যানেল পৌঁছে যাওয়ার পর এটিকে জন পরিষেবায় রূপ দেওয়া হয়। ১৯৭৫ সাল নাগাদ মুম্বাই, অমৃতসর ও অন্য সাতটি শহরে এই চ্যানেলের কার্যক্রম শুরু করা হয়। ১৯৭৬ সালের ১ এপ্রিল এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগের অধীনে চলে যায়। ১৯৮২ সালে দূরদর্শন রাষ্ট্রীয় চ্যানেলে পরিণত হয়।
১৯৮২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বাধীনতা দিবসের ভাষণের সরাসরি সম্প্রচারের মাধ্যমে দূরদর্শনের রঙিন সংস্করণ শুরু হয়। এরপরেই দিল্লিতে ১৯৮২ এশিয়ান গেমসের রঙিন সম্প্রচার হয়।
বর্তমানে দূরদর্শন ৬টি রাষ্ট্রীয় চ্যানেল ও ১৭টি আঞ্চলিক চ্যানেল পরিচালনা করে। রাষ্ট্রীয় চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডিডি ন্যাশনাল, ডিডি ইন্ডিয়া, ডিডি কিষান, ডিডি স্পোর্টস, ডিডি উর্দু ও ডিডি ভারতী।
এর আঞ্চলিক চ্যানেলগুলো হলো—ডিডি অরুণপ্রভা, ডিডি বাংলা, ডিডি বিহার, ডিডি চন্দনা, ডিডি গিরনার, ডিডি মধ্যপ্রদেশ, ডিডি মালায়ালাম, ডিডি নর্থইস্ট, ডিডি ওড়িয়া, ডিডি পোঢ়িগাই, ডিডি পাঞ্জাবি, ডিডি রাজস্থান, ডিডি সাহিয়াগিরি, ডিডি সপ্তগিরি, ডিডি উত্তরপ্রদেশ, ডিডি যাদগিরি ও ডিডি কাশির।
লোগোতে লালের বদলে গেরুয়া রং দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সম্প্রচারমাধ্যম দূরদর্শন। গত ১৬ এপ্রিল থেকে নতুন এই লোগো কার্যকর করেছে নিউজ চ্যানেল ডিডি নিউজ।
উল্লেখ্য, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় রং গেরুয়া। নরেন্দ্র মোদির নেতৃত্বে এই দল ক্ষমতায় আসার পর অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনা গেরুয়াকরণের অভিযোগ রয়েছে।
ডিডি নিউজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে বলা হয়েছে, তাদের মূল্যবোধ এখনো আগের মতোই রয়েছে এবং এখন তাদের নতুন অবতারে দেখতে পাওয়া যাবে।
পোস্টে বলা হয়, ‘নতুনভাবে সংবাদ উপভোগ করার জন্য প্রস্তুত হয়ে পড়ুন...এখন ডিডি নিউজ পাচ্ছেন একদম নতুন রূপে। আমাদের সবার আগে সংবাদ দেওয়ার পরিবর্তে সঠিক সংবাদ দেওয়ার, দাবির পরিবর্তে তথ্য প্রকাশের, চাঞ্চল্যকর সংবাদের পরিবর্তে সত্য প্রকাশের সাহস আছে। সংবাদ যদি হয় ডিডি নিউজের তবে তাই সত্য।’
দূরদর্শনের ইতিহাস
১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর জন পরিষেবার জন্য পরীক্ষামূলকভাবে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়। ১৯৬৫ সালে নয়াদিল্লির ভেতরে ও বাইরে সবার ঘরে ঘরে টেলিভিশনে এই চ্যানেল পৌঁছে যাওয়ার পর এটিকে জন পরিষেবায় রূপ দেওয়া হয়। ১৯৭৫ সাল নাগাদ মুম্বাই, অমৃতসর ও অন্য সাতটি শহরে এই চ্যানেলের কার্যক্রম শুরু করা হয়। ১৯৭৬ সালের ১ এপ্রিল এটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগের অধীনে চলে যায়। ১৯৮২ সালে দূরদর্শন রাষ্ট্রীয় চ্যানেলে পরিণত হয়।
১৯৮২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বাধীনতা দিবসের ভাষণের সরাসরি সম্প্রচারের মাধ্যমে দূরদর্শনের রঙিন সংস্করণ শুরু হয়। এরপরেই দিল্লিতে ১৯৮২ এশিয়ান গেমসের রঙিন সম্প্রচার হয়।
বর্তমানে দূরদর্শন ৬টি রাষ্ট্রীয় চ্যানেল ও ১৭টি আঞ্চলিক চ্যানেল পরিচালনা করে। রাষ্ট্রীয় চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডিডি ন্যাশনাল, ডিডি ইন্ডিয়া, ডিডি কিষান, ডিডি স্পোর্টস, ডিডি উর্দু ও ডিডি ভারতী।
এর আঞ্চলিক চ্যানেলগুলো হলো—ডিডি অরুণপ্রভা, ডিডি বাংলা, ডিডি বিহার, ডিডি চন্দনা, ডিডি গিরনার, ডিডি মধ্যপ্রদেশ, ডিডি মালায়ালাম, ডিডি নর্থইস্ট, ডিডি ওড়িয়া, ডিডি পোঢ়িগাই, ডিডি পাঞ্জাবি, ডিডি রাজস্থান, ডিডি সাহিয়াগিরি, ডিডি সপ্তগিরি, ডিডি উত্তরপ্রদেশ, ডিডি যাদগিরি ও ডিডি কাশির।
মাত্র সাত বছরে যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি ব্যবহারকারী পেয়েছিল টিকটক। কিন্তু শেষ পর্যন্ত এই প্ল্যাটফর্মটিকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মুছে ফেলা হয়েছে মার্কিন ব্যবহারকারীদের অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকেও।
১১ মিনিট আগেযুক্তরাষ্ট্র তাদের প্রধান থার্মো-নিউক্লিয়ার বা তাপ-পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের কাজ শেষ করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রশাসক জিল হ্রুবি জানিয়েছেন, বি৬১-১২ মডেলের নতুন সংস্করণের পারমাণবিক বোমা ইউরোপের সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে। ন্যাটোর সঙ্গে পারমাণবিক অস
৪ ঘণ্টা আগেবলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টা এবং হামলার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করে ভারতীয় পুলিশ। পুলিশ দাবি করছে, সন্দেহভাজনের নাম শরিফুল ইসলাম শেহজাদ। তিনি বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন। ভারতে বিজয় দাস নামে বসবাস করছিলেন।
৪ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। আজ রোববার গাজার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চুক্তি কার্যকর হয়। এ ঘোষণার পরই ইসরায়েলে নেতানিয়াহুর জোট সরকার থেকে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজির
৫ ঘণ্টা আগে