Ajker Patrika

মোদির সংসারে নতুন অতিথি 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫৫
মোদির সংসারে নতুন অতিথি 

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে লোককল্যাণ মার্গে জন্ম নিয়েছে একটি বাছুর। আর সেই বাছুরের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চুমু খেয়েছেন কপালে, দিয়েছেন আদর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাছুর নিয়ে কাটানো সময়ের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বাছুরকে জড়িয়ে ধরে প্রধানমন্ত্রীর স্নেহচুম্বনের ছবি এখন ভাইরাল। বাছুরের নাম দেওয়া হয়েছে ‘দীপজ্যোতি’। 

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গে বাসভবন চত্বরে একটি বাছুরের জন্ম দিয়েছে একটি গরু। এর পাশাপাশি একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রীকে দীপজ্যোতির সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

এক্স হ্যান্ডেলের পোস্টে হিন্দিতে মোদি লেখেন, ‘লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে শুভবার্তা নিয়ে এসেছে এক নতুন সদস্য। প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন এক বাছুরের জন্ম হয়েছে, যার কপালে আলোর চিহ্ন। সেই জন্য, আমি ওর নাম রেখেছি দীপজ্যোতি।’সদ্যই জন্ম নেওয়া বাছুর ‘দীপজ্যোতি’র সঙ্গে খেলাধুলা ও আনন্দে মেতেছেন নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত  সদ্যই জন্ম নেওয়া বাছুর ‘দীপজ্যোতি’র সঙ্গে খেলাধুলা ও আনন্দে মেতেছেন নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত