অনলাইন ডেস্ক
ঢাকা: ভারতে দেখা দিয়েছে করোনার টিকা সংকট। এই অজুহাতে দেশটি থেকে সব করোনা টিকা রপ্তানি বন্ধ রয়েছে। কিন্তু ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত মাসে দেশটির সরকারি হাসপাতালগুলোর কাছে ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হলেও প্রয়োগ হয়েছে মাত্র ২২ লাখ ডোজ।
বিশেষজ্ঞরা মনে করছেন, বেসরকারি পর্যায়ের ভ্যাকসিনের চড়া মূল্যের কারণে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন কম প্রয়োগ হয়েছে।
গত ৪ জুন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো ভারতে ৭ কোটি ৪ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ১ কোটি ৮৫ লাখ ডোজ ভ্যাকসিন বরাদ্দ ছিল ভারতের বেসরকারি সরকারি হাসপাতালগুলোর জন্য। এর মধ্যে বেসরকারি হাসপাতালগুলো ১ কোটি ২৯ লাখ ভ্যাকসিন সংগ্রহ করে। যার মধ্যে মাত্র ২২ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে।
এই মাসের শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর জন্য ভ্যাকসিনের দাম বেঁধে দেয় ভারত সরকার। ওই দাম অনুযায়ী, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ৭৮০ রুপি, রাশিয়া স্পুতনিক ভ্যাকসিনের প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ১১৪৫ রুপি এবং দেশে তৈরি কোভ্যাকসিনের প্রতি ডোজের দাম ১৪১০ রুপি। আর বেসরকারি হাসপাতালে প্রত্যেক ডোজ ভ্যাকসিন দিতে একজন গ্রাহককে সার্ভিস চার্জ ১৫০ রুপি দিতে হবে বলে জানান ভারত সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিছু হাসপাতালে ভারতে তৈরি কোভিশিল্ডের একটি ডোজের দাম রাখা হচ্ছে ১ হাজার ৮০০ রুপি।
করোনার টিকা নিয়ে নতুন নীতি ঘোষণা করেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। যা এই মাসের ২১ জুন থেকে কার্যকর হবে। এই নীতি অনুযায়ী, দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশই কিনবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ যাবে বেসরকারি খাতে। মানুষ চাইলে টাকা দিয়েও বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন টিকা।
সম্প্রতি করোনা সংক্রমণ কমে আসায় ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে এই সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এই জন্য টিকা প্রয়োগ কর্মসূচি আরও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
ঢাকা: ভারতে দেখা দিয়েছে করোনার টিকা সংকট। এই অজুহাতে দেশটি থেকে সব করোনা টিকা রপ্তানি বন্ধ রয়েছে। কিন্তু ভারত সরকারের তথ্য অনুযায়ী, গত মাসে দেশটির সরকারি হাসপাতালগুলোর কাছে ১ কোটি ৩০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া হলেও প্রয়োগ হয়েছে মাত্র ২২ লাখ ডোজ।
বিশেষজ্ঞরা মনে করছেন, বেসরকারি পর্যায়ের ভ্যাকসিনের চড়া মূল্যের কারণে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন কম প্রয়োগ হয়েছে।
গত ৪ জুন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো ভারতে ৭ কোটি ৪ লাখ ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ১ কোটি ৮৫ লাখ ডোজ ভ্যাকসিন বরাদ্দ ছিল ভারতের বেসরকারি সরকারি হাসপাতালগুলোর জন্য। এর মধ্যে বেসরকারি হাসপাতালগুলো ১ কোটি ২৯ লাখ ভ্যাকসিন সংগ্রহ করে। যার মধ্যে মাত্র ২২ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে।
এই মাসের শুরুতে ভারতের বেসরকারি হাসপাতালগুলোর জন্য ভ্যাকসিনের দাম বেঁধে দেয় ভারত সরকার। ওই দাম অনুযায়ী, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ৭৮০ রুপি, রাশিয়া স্পুতনিক ভ্যাকসিনের প্রতি ডোজের দাম নির্ধারণ করা হয় ১১৪৫ রুপি এবং দেশে তৈরি কোভ্যাকসিনের প্রতি ডোজের দাম ১৪১০ রুপি। আর বেসরকারি হাসপাতালে প্রত্যেক ডোজ ভ্যাকসিন দিতে একজন গ্রাহককে সার্ভিস চার্জ ১৫০ রুপি দিতে হবে বলে জানান ভারত সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কিছু হাসপাতালে ভারতে তৈরি কোভিশিল্ডের একটি ডোজের দাম রাখা হচ্ছে ১ হাজার ৮০০ রুপি।
করোনার টিকা নিয়ে নতুন নীতি ঘোষণা করেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। যা এই মাসের ২১ জুন থেকে কার্যকর হবে। এই নীতি অনুযায়ী, দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশই কিনবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ যাবে বেসরকারি খাতে। মানুষ চাইলে টাকা দিয়েও বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন টিকা।
সম্প্রতি করোনা সংক্রমণ কমে আসায় ভারতের বিভিন্ন রাজ্যে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে এই সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। এই জন্য টিকা প্রয়োগ কর্মসূচি আরও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
কিছুদিন পরপরই পুলিশের তল্লাশিতে আতঙ্কিত অবস্থা পার করছে দিল্লির নিম্নবিত্তদের এলাকাগুলোর মানুষ। তাঁদের অভিযোগ, ‘কয়েক দিন পরপর পুলিশ আসে, একই নথি পরীক্ষা করে।’ বস্তিতে বসবাসকারী অধিকাংশ নারী গৃহপরিচারিকা হিসেবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন আর পুরুষেরা আবর্জনা সংগ্রহের কাজ করেন।
৮ মিনিট আগেশেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের ভিসা প্রদান প্রায় ৮ গুণ কমিয়ে দিয়েছে ভারত। বর্তমানে শুধু মেডিকেল ট্যুরিস্টদের ভিসা দিচ্ছে দেশটি। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কেও প্রভাব পড়ছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকেরা।
২৬ মিনিট আগেব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বাংলাদেশ, ইউক্রেন এবং কমনওয়েলথ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে।
২ ঘণ্টা আগেলাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
৩ ঘণ্টা আগে