অনলাইন ডেস্ক
ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় খাবি খাচ্ছে ভারত। রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। শুধু অক্সিজেন সঙ্কটে মারা গেছেন বহু কোভিড রোগী। অনেক রাজ্যে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। এমন পরিস্থিতিতে ভারতে এতিম শিশুর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে।
ছয় বছর বয়সী তৃপ্তি এবং পরি (ছদ্মনাম)। জমজ এই দুই ভাই–বোনের বাব-মা দুজনই করোনায় মারা গেছেন। এখন তারা মামা রমেশ সিংয়ের (ছদ্মনাম) কাছেই থাকছে। রমেশ সিং বলেন, আমি তাদেরকে বলেই যাচ্ছি যে, বাবা-মা শিগগিরই ফিরবে। এখনই তাদের সত্যিটা জানাতে চাই না। ওরা এখনো অনেক ছোট।
এ নিয়ে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ভারতীয় প্রধান ইয়াসমিন হক বলেন, এ শিশুরা শুধু যে একটা মানসিক ট্রমার মধ্যে জীবনযাপন করছে তা নয়, তাদের অবহেলা, অপব্যবহার এবং শোষণের ঝুঁকিও থাকছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার মায়ের লাশের পাশে ৪৮ ঘণ্টা বসে ছিল। সংক্রমণের ভয়ে কেউ শিশুটির কাছে যায়নি।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় মৃত্যু সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি।
সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আকঞ্চ শ্রীবাস্তব ভারতের এতিম শিশুদের জন্য একটি হেল্পলাইন চালু করেছেন। তিনি বলেন, আমরা জানি না ঠিক কত মানুষ মারা গেছেন। আর কত শিশু এতিম হয়েছে।
ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এতিম শিশুদের জন্য দুধ এবং শিশুখাদ্যের জন্য সাহায্য চাওয়া হচ্ছে। অনেকে অবৈধভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই শিশু দত্তক নিচ্ছেন।
শ্রীবাস্তব জানায়, তাঁর হেল্পলাইনে প্রতিদিন ৩০০টির মতো ফোন আসে। এই পরিস্থিতিতে শিশু পাচার খুবই সহজ বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে মহামারিতে এতিম শিশুদের শিক্ষার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছে ভারতের দিল্লি সরকার। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে যেসব শিশু তাদের মা-বাবাকে হারিয়েছে তাদের প্রত্যেককে ২৫ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত প্রতিমাসে ২ হাজার ৫০০ রুপি করে দেওয়া হবে।
এতিম শিশুদের দত্তক নেওয়ার বিষয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, আমাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে অবৈধ দত্তক নেওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি হোয়াটস অ্যাপে শিশু দত্তক নেওয়ার একটি বার্তা পেয়েছে। যেখানে দুই বছরের একটি কন্যাশিশু এবং দুই মাসের একটি ছেলেশিশু দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়। ওই বার্তায় বলা হয়, শিশুগুলো ব্রাহ্মণ পরিবারের। ব্রাহ্মণ হলো সবচেয়ে উঁচু বর্ণের হিন্দু।
ভারতের বেসরকারি সংস্থা প্রত্যাশন ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, তৃপ্তি এবং পরির মামা রমেশ সিং চান কেউ তার ভাগিনা–ভাগিনীকে দত্তক নিক। তবে অবশ্যই আনুষ্ঠানিকভাবে এটি করতে চান তিনি। এ নিয়ে রমেশ সিং বলেন, তাদের বাবা–মা খুব ভালো মানুষ ছিলেন। আমার ইচ্ছা, আমি যেন এই দুই শিশুর স্বপ্নগুলো পূরণ করতে পারি।
ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় খাবি খাচ্ছে ভারত। রোগীর চাপে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। শুধু অক্সিজেন সঙ্কটে মারা গেছেন বহু কোভিড রোগী। অনেক রাজ্যে এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি। এমন পরিস্থিতিতে ভারতে এতিম শিশুর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে।
ছয় বছর বয়সী তৃপ্তি এবং পরি (ছদ্মনাম)। জমজ এই দুই ভাই–বোনের বাব-মা দুজনই করোনায় মারা গেছেন। এখন তারা মামা রমেশ সিংয়ের (ছদ্মনাম) কাছেই থাকছে। রমেশ সিং বলেন, আমি তাদেরকে বলেই যাচ্ছি যে, বাবা-মা শিগগিরই ফিরবে। এখনই তাদের সত্যিটা জানাতে চাই না। ওরা এখনো অনেক ছোট।
এ নিয়ে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ভারতীয় প্রধান ইয়াসমিন হক বলেন, এ শিশুরা শুধু যে একটা মানসিক ট্রমার মধ্যে জীবনযাপন করছে তা নয়, তাদের অবহেলা, অপব্যবহার এবং শোষণের ঝুঁকিও থাকছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার মায়ের লাশের পাশে ৪৮ ঘণ্টা বসে ছিল। সংক্রমণের ভয়ে কেউ শিশুটির কাছে যায়নি।
ভারত সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় মৃত্যু সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি।
সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আকঞ্চ শ্রীবাস্তব ভারতের এতিম শিশুদের জন্য একটি হেল্পলাইন চালু করেছেন। তিনি বলেন, আমরা জানি না ঠিক কত মানুষ মারা গেছেন। আর কত শিশু এতিম হয়েছে।
ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এতিম শিশুদের জন্য দুধ এবং শিশুখাদ্যের জন্য সাহায্য চাওয়া হচ্ছে। অনেকে অবৈধভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই শিশু দত্তক নিচ্ছেন।
শ্রীবাস্তব জানায়, তাঁর হেল্পলাইনে প্রতিদিন ৩০০টির মতো ফোন আসে। এই পরিস্থিতিতে শিশু পাচার খুবই সহজ বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে মহামারিতে এতিম শিশুদের শিক্ষার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছে ভারতের দিল্লি সরকার। দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে যেসব শিশু তাদের মা-বাবাকে হারিয়েছে তাদের প্রত্যেককে ২৫ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত প্রতিমাসে ২ হাজার ৫০০ রুপি করে দেওয়া হবে।
এতিম শিশুদের দত্তক নেওয়ার বিষয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, আমাদের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে অবৈধ দত্তক নেওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা এএফপি হোয়াটস অ্যাপে শিশু দত্তক নেওয়ার একটি বার্তা পেয়েছে। যেখানে দুই বছরের একটি কন্যাশিশু এবং দুই মাসের একটি ছেলেশিশু দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়। ওই বার্তায় বলা হয়, শিশুগুলো ব্রাহ্মণ পরিবারের। ব্রাহ্মণ হলো সবচেয়ে উঁচু বর্ণের হিন্দু।
ভারতের বেসরকারি সংস্থা প্রত্যাশন ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, তৃপ্তি এবং পরির মামা রমেশ সিং চান কেউ তার ভাগিনা–ভাগিনীকে দত্তক নিক। তবে অবশ্যই আনুষ্ঠানিকভাবে এটি করতে চান তিনি। এ নিয়ে রমেশ সিং বলেন, তাদের বাবা–মা খুব ভালো মানুষ ছিলেন। আমার ইচ্ছা, আমি যেন এই দুই শিশুর স্বপ্নগুলো পূরণ করতে পারি।
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২৩ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
২৯ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে