Ajker Patrika

বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : বেঙ্গালুরুতে গ্রেপ্তার ১২ 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৩: ৫২
বাংলাদেশি তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : বেঙ্গালুরুতে গ্রেপ্তার ১২ 

ভারতে বাংলাদেশের এক তরুণীকে যৌন নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরুর পুলিশ। গতকাল বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশি। আর দুজন নারী রয়েছেন। 

বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ এ বিষয়ে গতকাল টুইট করেছেন। টুইটে তিনি বলেন, মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হয়েছে। আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে। 

তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করায় তদন্তকারী দলের প্রশংসা করেছেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ। তদন্তকারী দলের জন্য ১ লাখ রুপি পুরস্কার অনুমোদন দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

গত মে মাসে বাংলাদেশের ওই তরুণীকে ভারতের বেঙ্গালুরুতে শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত