অনলাইন ডেস্ক
রিকশাচালককে নিজের সব সম্পত্তি লিখে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার কট্টকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী মিনতি পাটনায়েক কট্টকের সুতাহাট এলাকার বাসিন্দা। তিনি তাঁর তিনতলা ভবন, সোনার গয়না ও তাঁর সমস্ত সম্পদ একজন রিকশাচালককে দিয়ে গেছেন, যার মূল্য এক কোটি রুপির বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৫ লাখ টাকা)।
মিনতি গত বছর তাঁর স্বামীকে হারান। পরে মেয়ের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর ছয় মাস পর মেয়ে কোমলেরও মৃত্যু হয়। এরপরই পুরোপুরি একা হয়ে পড়েন মিনতি। এরপর মিনতির দেখভাল শুরু করেন রিকশাচালক বুধা সামাল। এতে খুশি হয়ে মিনতি তাঁর সব সম্পদ বুধাকে লিখে দিয়েছেন।
মিনতি বলেন, `আমার সমস্ত আত্মীয়র যথেষ্ট সম্পত্তি আছে এবং আমি সব সময় একটি দরিদ্র পরিবারকে আমার সম্পদ দান করতে চেয়েছিলাম। আমার মৃত্যুর পর যাতে কেউ তাদের হয়রানি না করে, সে জন্য আমি বৈধভাবে বুধা ও তার পরিবারকে সবকিছু দান করার সিদ্ধান্ত নিয়েছি।'
তবে বুধাকে সব সম্পত্তি দেওয়ার বিরোধিতা করেছেন মিনতির বোন। এ সম্পর্কে মিনতি বলেন, `আমার মেয়ের মৃত্যুর পর কেউ এগিয়ে আসেনি। গত ২৫ বছর ধরে বুধা ও তার পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।'
মিনতি জানান, বুধা তাঁর মেয়েকে স্কুল-কলেজে নিয়ে যেতেন।
সম্পদ পাওয়ার বিষয়ে বুধা বলেন, `আমি কখনো এই সম্পদের স্বপ্ন দেখিনি। কিন্তু আমি সব সময় মিনতির দেখাশোনা করেছি। তাঁর মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা তাঁর পাশে থাকব।'
রিকশাচালককে নিজের সব সম্পত্তি লিখে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৬৩ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশার কট্টকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী মিনতি পাটনায়েক কট্টকের সুতাহাট এলাকার বাসিন্দা। তিনি তাঁর তিনতলা ভবন, সোনার গয়না ও তাঁর সমস্ত সম্পদ একজন রিকশাচালককে দিয়ে গেছেন, যার মূল্য এক কোটি রুপির বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৫ লাখ টাকা)।
মিনতি গত বছর তাঁর স্বামীকে হারান। পরে মেয়ের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু স্বামীর মৃত্যুর ছয় মাস পর মেয়ে কোমলেরও মৃত্যু হয়। এরপরই পুরোপুরি একা হয়ে পড়েন মিনতি। এরপর মিনতির দেখভাল শুরু করেন রিকশাচালক বুধা সামাল। এতে খুশি হয়ে মিনতি তাঁর সব সম্পদ বুধাকে লিখে দিয়েছেন।
মিনতি বলেন, `আমার সমস্ত আত্মীয়র যথেষ্ট সম্পত্তি আছে এবং আমি সব সময় একটি দরিদ্র পরিবারকে আমার সম্পদ দান করতে চেয়েছিলাম। আমার মৃত্যুর পর যাতে কেউ তাদের হয়রানি না করে, সে জন্য আমি বৈধভাবে বুধা ও তার পরিবারকে সবকিছু দান করার সিদ্ধান্ত নিয়েছি।'
তবে বুধাকে সব সম্পত্তি দেওয়ার বিরোধিতা করেছেন মিনতির বোন। এ সম্পর্কে মিনতি বলেন, `আমার মেয়ের মৃত্যুর পর কেউ এগিয়ে আসেনি। গত ২৫ বছর ধরে বুধা ও তার পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।'
মিনতি জানান, বুধা তাঁর মেয়েকে স্কুল-কলেজে নিয়ে যেতেন।
সম্পদ পাওয়ার বিষয়ে বুধা বলেন, `আমি কখনো এই সম্পদের স্বপ্ন দেখিনি। কিন্তু আমি সব সময় মিনতির দেখাশোনা করেছি। তাঁর মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা তাঁর পাশে থাকব।'
ইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ইরান থেকে পালিয়েছিলেন ২৭ বছর বয়সী নারী আর্টেমিস ঘাসেমজাদেহ। পরে তিনি দেশ থেকে পালিয়ে আশ্রয়ের আশায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছান। কিন্তু আশ্রয় পাওয়ার পরিবর্তে আর্টেমিসকে হাতকড়া পরিয়ে পানামায় পাঠিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে
২৭ মিনিট আগে২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
২ ঘণ্টা আগেএকটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সৈন্য মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কও।
২ ঘণ্টা আগেইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে