তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১১: ৪০
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১১: ৪৯
হায়দরাবাদ পুলিশের কয়েকজন সদস্য। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানায় যৌনপল্লি চালানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের একটি দল গতকাল শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

হায়দরাবাদ পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গতকাল শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের নিকটবর্তী এলাকা লাকড়ি কা পুল থেকে তাদের গ্রেপ্তার করে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ স্থানীয় হোটেল অক্ষয়ে অভিযান চালিয়ে ২৭ বছর বয়সী এক খদ্দেরকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ২০,২১ ও ২২ বছর বয়সী তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। তাদের আদি নিবাস যথাক্রমে পশ্চিমবঙ্গ, আসাম ও হায়দরাবাদ।

পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক সেলিম মণ্ডল (৩৬) এবং তাঁর স্ত্রী মারিয়া ইমচেন হায়দরাবাদের নরসিংগির এলাকার একটি অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে থাকতেন এবং সেখানে থেকেই হোটেলের ১০৪ এবং ২০৪ নম্বর কামরা দেহব্যবসার একটি চক্র পরিচালনা করতেন।

পুলিশ আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে নারী পাচারকারী নেটওয়ার্কের মূল হোতা সুমন কুমার গুরু ওরফে রবি কুমারকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযানে অল্প পরিমাণ গাঁজা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সাইফাবাদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত