অনলাইন ডেস্ক
অ্যাথলেট-কোচদের বের করে খালি স্টেডিয়ামে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরে বেড়ান দিল্লির রাজস্ব দপ্তরের মুখ্যসচিব সঞ্জীব খিরওয়ার। গত কয়েক মাস ধরেই তিনি এমনটি করছেন বলে অভিযোগ করেছেন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুশীলন করা অ্যাথলেট ও তাঁদের কোচরা।
ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়, ২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য ত্যাগরাজ স্টেডিয়ামটি নির্মিত হয়। অ্যাথলেটরা এখানে নিয়মিত অনুশীলন করেন। কিন্তু দিল্লির এক সরকারি কর্মকর্তা সন্ধ্যা সাড়ে ৭টায় কুকুর নিয়ে স্টেডিয়ামে ঘুরতে আসেন। তাই অ্যাথলেট-কোচদের সন্ধ্যা ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটে। এ বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমিদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
এক কোচ বলেন, ‘আগে আমরা রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করতাম। কিন্তু এখন ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটছে।’
অ্যাথলেট সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
অভিযোগ প্রসঙ্গে সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘স্টেডিয়াম খালি করার যে অভিযোগ সেটি সত্য নয়। তবে ওই মাঠে মাঝে মাঝে কুকুর নিয়ে যাওয়া হয়।’
এদিকে সরকারের অধীনস্থ সকল স্টেডিয়াম রাত দশটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
অ্যাথলেট-কোচদের বের করে খালি স্টেডিয়ামে নিজের পোষ্য কুকুর নিয়ে ঘুরে বেড়ান দিল্লির রাজস্ব দপ্তরের মুখ্যসচিব সঞ্জীব খিরওয়ার। গত কয়েক মাস ধরেই তিনি এমনটি করছেন বলে অভিযোগ করেছেন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুশীলন করা অ্যাথলেট ও তাঁদের কোচরা।
ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়, ২০১০ সালের কমনওয়েলথ গেমসের জন্য ত্যাগরাজ স্টেডিয়ামটি নির্মিত হয়। অ্যাথলেটরা এখানে নিয়মিত অনুশীলন করেন। কিন্তু দিল্লির এক সরকারি কর্মকর্তা সন্ধ্যা সাড়ে ৭টায় কুকুর নিয়ে স্টেডিয়ামে ঘুরতে আসেন। তাই অ্যাথলেট-কোচদের সন্ধ্যা ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটে। এ বিষয়টি নিয়ে ক্রীড়াপ্রেমিদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
এক কোচ বলেন, ‘আগে আমরা রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত স্টেডিয়ামে অনুশীলন করতাম। কিন্তু এখন ৭টা বাজতেই বের হয়ে যেতে হয়। এতে অনুশীলনের ব্যাঘাত ঘটছে।’
অ্যাথলেট সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
অভিযোগ প্রসঙ্গে সরকারি ওই কর্মকর্তা বলেন, ‘স্টেডিয়াম খালি করার যে অভিযোগ সেটি সত্য নয়। তবে ওই মাঠে মাঝে মাঝে কুকুর নিয়ে যাওয়া হয়।’
এদিকে সরকারের অধীনস্থ সকল স্টেডিয়াম রাত দশটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৭ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৭ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৭ ঘণ্টা আগে