কলকাতা প্রতিনিধি
বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের বিবৃতির লড়াই। ৩০ অক্টোবর রাজ্যের ৪ আসনে উপনির্বাচনেও ইস্যু হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কারণ হিসেবে তিনি শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করছেন। কুণালের অভিযোগ, 'শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের ঘটনায় বিজেপির ভোটে লাভ হবে। তার মানে এই কুৎসিত ঘটনার সুবিধাভোগী বিজেপি। তাহলে সুবিধা নেওয়ার জন্য কাদের কী ভূমিকা ছিল, তদন্ত হোক।'
অন্যদিকে, শুভেন্দু সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে। নইলে বনগাঁ সীমান্ত অবরোধের ঘোষণা দেন তিনি।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে কলকাতায় আজ হিন্দুত্ববাদীদের মিছিলের অনুমতিই দিল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ-প্রশাসন। ফলে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে ব্যর্থ হন তাঁরা।
মঙ্গলবার বিজেপি, ভিএইচপি, আরএসএস-সহ কয়েকটি সংগঠনের কর্মীরা কলকাতার রাসমনি রোডে জমায়েত হন। তাঁরা চেয়েছিলেন, মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করবেন। তবে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পরে পুলিশের অনুমতি ছাড়াই সেনাবাহিনীর এলাকায় জমায়েত করে মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ।
বৃষ্টির মধ্যেই বহু হিন্দুত্ববাদী জড়ো হয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে রাসমনি এলাকায়। ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, নারী নেত্রী অগ্নিমিত্রা পাল ও ডা. অর্চনা মজুমদার, বিধায়ক অশোক দিন্দা প্রমুখ।
ডা. অর্চনা মজুমদার জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নিন্দনীয় হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সর্বত্রই আন্দোলন চলছে। এদিন হামলা বন্ধ করতে বাংলাদেশ সরকারের কার্যকরী ভূমিকার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
তিনি আরও বলেন পুলিশ সম্পূর্ণ অসহযোগিতা করছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরপরও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বিশ্ব হিন্দু পরিষদ নেতা অমিয় সরকারের নেতৃত্বে দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের বিবৃতির লড়াই। ৩০ অক্টোবর রাজ্যের ৪ আসনে উপনির্বাচনেও ইস্যু হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কারণ হিসেবে তিনি শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করছেন। কুণালের অভিযোগ, 'শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের ঘটনায় বিজেপির ভোটে লাভ হবে। তার মানে এই কুৎসিত ঘটনার সুবিধাভোগী বিজেপি। তাহলে সুবিধা নেওয়ার জন্য কাদের কী ভূমিকা ছিল, তদন্ত হোক।'
অন্যদিকে, শুভেন্দু সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে। নইলে বনগাঁ সীমান্ত অবরোধের ঘোষণা দেন তিনি।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে কলকাতায় আজ হিন্দুত্ববাদীদের মিছিলের অনুমতিই দিল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ-প্রশাসন। ফলে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে ব্যর্থ হন তাঁরা।
মঙ্গলবার বিজেপি, ভিএইচপি, আরএসএস-সহ কয়েকটি সংগঠনের কর্মীরা কলকাতার রাসমনি রোডে জমায়েত হন। তাঁরা চেয়েছিলেন, মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করবেন। তবে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পরে পুলিশের অনুমতি ছাড়াই সেনাবাহিনীর এলাকায় জমায়েত করে মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ।
বৃষ্টির মধ্যেই বহু হিন্দুত্ববাদী জড়ো হয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে রাসমনি এলাকায়। ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, নারী নেত্রী অগ্নিমিত্রা পাল ও ডা. অর্চনা মজুমদার, বিধায়ক অশোক দিন্দা প্রমুখ।
ডা. অর্চনা মজুমদার জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নিন্দনীয় হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সর্বত্রই আন্দোলন চলছে। এদিন হামলা বন্ধ করতে বাংলাদেশ সরকারের কার্যকরী ভূমিকার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
তিনি আরও বলেন পুলিশ সম্পূর্ণ অসহযোগিতা করছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরপরও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বিশ্ব হিন্দু পরিষদ নেতা অমিয় সরকারের নেতৃত্বে দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ হলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। গতকাল শুক্রবার মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রুটে বলেন, ‘যুদ্ধ শেষ হলে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ধীরে ধীরে পুনঃস্থাপন করা
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেছেন, ইউক্রেনকে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার পরও কীভাবে রুশ বাহিনী কীভাবে এত বিপুলসংখ্যক ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলতে সক্ষম হলো, তা ‘অবিশ্বাস্য।’ পাশাপাশি তিনি ইউক্রেনকে উদ্দেশ্য করে বলেছেন, এমন কারও সঙ্গে পাঙ্গা...
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ব আফ্রিকার তিনটি দেশের সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়ে আলোচনা করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসে (এপি) প্রতিবেদন থেকে জানা গেছে, দেশ তিনটি হলো—সুদান, সোমালিয়া এবং এর বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ড।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনার’ জীবন বাঁচানোর অনুরোধ করেছেন। ট্রাম্পের এই অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন...
১১ ঘণ্টা আগে