কলকাতা সংবাদদাতা
ভারতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে ভারতে গেছেন টানা তিনবারের এই সংসদ সদস্য। ১৫ মে থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন। এ ঘটনায় কলকাতার উত্তর শহরতলির বরাহনগর থানায় ডায়েরি করেছেন তাঁর বন্ধু গোপাল বিশ্বাস।
জানা যায়, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট।
আনোয়ারুল আজিম কলকাতার উত্তর শহরতলির উত্তর চব্বিশ পরগনা জেলার বরাহনগরে তাঁর বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। ১৫ মে ওই বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। ১৬ মে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
ডায়েরি থেকে জানা যায়, ১৩ মে ভারতীয় সময় বেলা পৌনে ১টায় ডাক্তার দেখানোর উদ্দেশে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান আনোয়ারুল আজিম আনার।
যাওয়ার সময় তিনি বলে যান, দুপুরে খাবেন না। সন্ধ্যায় ফিরবেন। নিজেই গাড়ি ডেকে বিধান পার্ক এলাকায় ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠে চলে যান। সন্ধ্যায় না ফিরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানান, তিনি দিল্লি চলে যাচ্ছেন। দিল্লিতে গিয়ে তিনিই ফোন করবেন।
ডায়েরিতে লেখা আছে, ১৫ মে ভারতীয় সময় বেলা ১১টার কিছু পর হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান, তিনি দিল্লি পৌঁছে গেছেন। তাঁর সাথে বেশ কিছু ভিআইপি ব্যক্তি রয়েছে, তাই তাকে ফোন করার দরকার নেই। দরকারে তিনিই ফোন করবেন।
১৭ মে আনোয়ারুল আজিমের কন্যা গোপাল বিশ্বাসকে ফোন করে জানান, তিনিও তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ওই ঘটনার পর থেকেই গোপাল বিশ্বাসও বন্ধু আনোয়ারুল আজিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি।
বিষয়টি নিয়ে গোপাল বিশ্বাসকে তাঁর মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর বাড়ি গেলে একজন জানান, গোপাল বাড়িতে নেই।
ডায়েরি করার পর ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন।
ব্যারাকপুর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা একটি অভিযোগ পেয়েছে। তদন্ত শুরু হয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি।
শনিবার আনোয়ারুল আজিমের পরিবারের তিনজন সদস্য কলকাতায় এসে পৌঁছেছেন।
ভারতে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে ভারতে গেছেন টানা তিনবারের এই সংসদ সদস্য। ১৫ মে থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন। এ ঘটনায় কলকাতার উত্তর শহরতলির বরাহনগর থানায় ডায়েরি করেছেন তাঁর বন্ধু গোপাল বিশ্বাস।
জানা যায়, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট।
আনোয়ারুল আজিম কলকাতার উত্তর শহরতলির উত্তর চব্বিশ পরগনা জেলার বরাহনগরে তাঁর বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। ১৫ মে ওই বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন। ১৬ মে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
ডায়েরি থেকে জানা যায়, ১৩ মে ভারতীয় সময় বেলা পৌনে ১টায় ডাক্তার দেখানোর উদ্দেশে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যান আনোয়ারুল আজিম আনার।
যাওয়ার সময় তিনি বলে যান, দুপুরে খাবেন না। সন্ধ্যায় ফিরবেন। নিজেই গাড়ি ডেকে বিধান পার্ক এলাকায় ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে উঠে চলে যান। সন্ধ্যায় না ফিরে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে জানান, তিনি দিল্লি চলে যাচ্ছেন। দিল্লিতে গিয়ে তিনিই ফোন করবেন।
ডায়েরিতে লেখা আছে, ১৫ মে ভারতীয় সময় বেলা ১১টার কিছু পর হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান, তিনি দিল্লি পৌঁছে গেছেন। তাঁর সাথে বেশ কিছু ভিআইপি ব্যক্তি রয়েছে, তাই তাকে ফোন করার দরকার নেই। দরকারে তিনিই ফোন করবেন।
১৭ মে আনোয়ারুল আজিমের কন্যা গোপাল বিশ্বাসকে ফোন করে জানান, তিনিও তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ওই ঘটনার পর থেকেই গোপাল বিশ্বাসও বন্ধু আনোয়ারুল আজিমের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারেননি।
বিষয়টি নিয়ে গোপাল বিশ্বাসকে তাঁর মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর বাড়ি গেলে একজন জানান, গোপাল বাড়িতে নেই।
ডায়েরি করার পর ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সাউথ জোন) অনুপম সিং তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন।
ব্যারাকপুর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা একটি অভিযোগ পেয়েছে। তদন্ত শুরু হয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি।
শনিবার আনোয়ারুল আজিমের পরিবারের তিনজন সদস্য কলকাতায় এসে পৌঁছেছেন।
এপ্রিলের শুরুতেই এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ের আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসীদের সুরক্ষায় এই অস্থায়ী আইনি মর্যাদা অনুমোদন করেন। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধ শুরু হওয়ার আগে থেকেই...
৭ মিনিট আগেযুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থা ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যালেরি জালুঝনি। আজ বৃহস্পতিবার লন্ডনের চ্যাথাম হাউসে এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, নতুন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির ধরন পশ্চিমা বিশ্বের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। আমেরিকা, যুক্তরাষ্ট্র,
১ ঘণ্টা আগেইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
২ ঘণ্টা আগেরপ্তানি আয় চীনের অর্থনীতির একমাত্র উৎস। তাই এই শুল্ক দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। যেহেতু চীনের রপ্তানি আয় দেশটির মোট আয়ের এক-পঞ্চমাংশ সেহেতু, ২০ শতাংশ শুল্ক আরোপ হলে তাদের পণ্যের ওপর বিদেশের চাহিদা কমে যেতে পারে এবং এতে বাণিজ্য উদ্বৃত্
২ ঘণ্টা আগে