অনলাইন ডেস্ক
শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের জেরে ১০ অক্টোবরের মধ্যে অন্তত ৪০ কানাডীয় কূটনীতিককে দিল্লি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ভারত সরকার। এই সপ্তাহের শুরুর দিকে দেওয়া এ নির্দেশের পর নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশির ভাগ কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নিয়েছে কানাডা।
আজ শুক্রবার কানাডার বেসরকারি সংবাদমাধ্যম সিটিভির এক প্রতিবেদনের বরাত এ খবর জানিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, তাঁদের দেশের নাগরিক শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের এজেন্টরা জড়িত থাকতে পারেন। তাঁর এ বক্তব্যের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
ভারত এই অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে। এ ঘটনায় একজন ভারতীয় কর্মকর্তাকে অটোয়া থেকে বহিষ্কারের প্রতিবাদে কানাডার একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করে দিল্লি।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সিটিভি নিউজ জানিয়েছে, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যার সমান করার জন্য ১০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।
এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা ৪১ করতে হবে। তবে সিটিভি নিউজের সূত্রগুলো বলেছে, কূটনীতিকদের সংখ্যা সমান করতে বলা হয়েছে।
সিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশির ভাগ কানাডিয়ান কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নেওয়া হয়েছে।
কানাডার কূটনৈতিক এবং কনস্যুলার বিভাগ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা আগেও বলেছিল, ‘কিছু কূটনীতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুমকি পেয়েছেন। এটি ভারতে কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে ভাবছে অটোয়া। ফলে আমরা ভারত থেকে সাময়িকভাবে কিছু কূটনৈতিককে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য ভারত সরকারকে অভিযুক্ত করার কয়েক দিন পর বিভাগটি এমনটি জানিয়েছিল।
গতকাল বৃহস্পতিবার ভারত দিল্লিতে কানাডীয় কূটনৈতিক হ্রাস করতে অটোয়াকে নির্দেশ দেয়। একই সঙ্গে দিল্লি অভিযোগ তোলে, কিছু কানাডীয় কূটনৈতিক নয়াদিল্লির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে জড়িত, যা দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, নয়াদিল্লিতে দুই দেশের কূটনৈতিকদের উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। তবে ভারত এই বিষয়ে তাঁর অবস্থান পুনর্বিবেচনা করবে না স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।
অরিন্দম বাগচি বলেন, ‘কানাডায় অবস্থানরত ভারতীয় কূটনৈতিকদের চেয়ে ভারতে কানাডীয় কূটনৈতিকদের উপস্থিতি অনেক বেশি। তাই ধারণা করা হচ্ছে, এই সংখ্যা হ্রাস পাবে। আমাদের ফোকাস কূটনৈতিক শক্তিতে সমতা নিশ্চিত করার দিকে।’
তবে এই মুখপাত্র অটোয়াকে ১০ অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে করা প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, ‘আমি কূটনৈতিক আলাপের গভীরে যেতে চাই না।’
জানা গেছে, ভারতে কানাডিয়ান কূটনীতিকের সংখ্যা প্রায় ৬০ এবং নয়াদিল্লি অটোয়াকে কমপক্ষে তিন ডজন কূটনীতিক কমিয়ে আনতে চায়।
কানাডা ভারতের সঙ্গে হরদীপ হত্যাসংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ আদান-প্রদান করেছে কি না জানতে চাইলে বাগচি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, যদি কোনো নির্দিষ্ট বা প্রাসঙ্গিক তথ্য নয়াদিল্লির সঙ্গে আদান-প্রদান করা হয়, তবে তা উন্মুক্ত।
শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের জেরে ১০ অক্টোবরের মধ্যে অন্তত ৪০ কানাডীয় কূটনীতিককে দিল্লি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ভারত সরকার। এই সপ্তাহের শুরুর দিকে দেওয়া এ নির্দেশের পর নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশির ভাগ কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নিয়েছে কানাডা।
আজ শুক্রবার কানাডার বেসরকারি সংবাদমাধ্যম সিটিভির এক প্রতিবেদনের বরাত এ খবর জানিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি পার্লামেন্টে এক বিবৃতিতে বলেন, তাঁদের দেশের নাগরিক শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের এজেন্টরা জড়িত থাকতে পারেন। তাঁর এ বক্তব্যের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
ভারত এই অভিযোগকে ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে। এ ঘটনায় একজন ভারতীয় কর্মকর্তাকে অটোয়া থেকে বহিষ্কারের প্রতিবাদে কানাডার একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করে দিল্লি।
নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সিটিভি নিউজ জানিয়েছে, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যার সমান করার জন্য ১০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।
এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে কানাডীয় কূটনীতিকদের সংখ্যা ৪১ করতে হবে। তবে সিটিভি নিউজের সূত্রগুলো বলেছে, কূটনীতিকদের সংখ্যা সমান করতে বলা হয়েছে।
সিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশির ভাগ কানাডিয়ান কূটনীতিককে কুয়ালালামপুর বা সিঙ্গাপুরে সরিয়ে নেওয়া হয়েছে।
কানাডার কূটনৈতিক এবং কনস্যুলার বিভাগ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা আগেও বলেছিল, ‘কিছু কূটনীতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুমকি পেয়েছেন। এটি ভারতে কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে ভাবছে অটোয়া। ফলে আমরা ভারত থেকে সাময়িকভাবে কিছু কূটনৈতিককে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য ভারত সরকারকে অভিযুক্ত করার কয়েক দিন পর বিভাগটি এমনটি জানিয়েছিল।
গতকাল বৃহস্পতিবার ভারত দিল্লিতে কানাডীয় কূটনৈতিক হ্রাস করতে অটোয়াকে নির্দেশ দেয়। একই সঙ্গে দিল্লি অভিযোগ তোলে, কিছু কানাডীয় কূটনৈতিক নয়াদিল্লির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে জড়িত, যা দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে নিয়ে যাবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, নয়াদিল্লিতে দুই দেশের কূটনৈতিকদের উপস্থিতি নিয়ে আলোচনা চলছে। তবে ভারত এই বিষয়ে তাঁর অবস্থান পুনর্বিবেচনা করবে না স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।
অরিন্দম বাগচি বলেন, ‘কানাডায় অবস্থানরত ভারতীয় কূটনৈতিকদের চেয়ে ভারতে কানাডীয় কূটনৈতিকদের উপস্থিতি অনেক বেশি। তাই ধারণা করা হচ্ছে, এই সংখ্যা হ্রাস পাবে। আমাদের ফোকাস কূটনৈতিক শক্তিতে সমতা নিশ্চিত করার দিকে।’
তবে এই মুখপাত্র অটোয়াকে ১০ অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমা নিয়ে করা প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, ‘আমি কূটনৈতিক আলাপের গভীরে যেতে চাই না।’
জানা গেছে, ভারতে কানাডিয়ান কূটনীতিকের সংখ্যা প্রায় ৬০ এবং নয়াদিল্লি অটোয়াকে কমপক্ষে তিন ডজন কূটনীতিক কমিয়ে আনতে চায়।
কানাডা ভারতের সঙ্গে হরদীপ হত্যাসংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ আদান-প্রদান করেছে কি না জানতে চাইলে বাগচি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, যদি কোনো নির্দিষ্ট বা প্রাসঙ্গিক তথ্য নয়াদিল্লির সঙ্গে আদান-প্রদান করা হয়, তবে তা উন্মুক্ত।
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৩৩ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
৩৯ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে