অনলাইন ডেস্ক
যুক্তরাজ্য ভিত্তিক এনজিও অক্সফামের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই। বিদেশি তহবিল বিধির বিধান লঙ্ঘনের অভিযোগে সংস্থাটি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাও করেছে সিবিআই। অক্সফামের কর্মকর্তারা বুধবার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অভিযোগ অনুসারে, অক্সফাম ইন্ডিয়া ২০১৩ এবং ২০১৬ সালের মধ্যে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে তাদের বৈদেশিক অনুদান ব্যবহারের অ্যাকাউন্টে সরাসরি প্রায় দেড় কোটি রুপি পেয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অক্সফাম ইন্ডিয়া ১৭ দশমিক ৭১ লাখ রুপি পাচার করেছে। ২০১৯–২০ অর্থবছরে সেন্টার ফর পলিসি রিসার্চে (সিপিআর) এই অর্থ পাঠিয়েছে তারা। এটি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ), ২০১০–এর লঙ্ঘন।
সিবিআই বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতেই তারা কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অক্সফাম ইন্ডিয়ার এফসিআরএ লাইসেন্স স্থগিত করে সরকার।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়া অন্যান্য অ্যাসোসিয়েশন বা লাভজনক পরামর্শদাতা সংস্থাগুলোতে তহবিল স্থানান্তর করে এফসিআরএকে বাইপাস করার পরিকল্পনা করছে। সিবিআই জানিয়েছে, তারা গত বছর অভিযানের সময় অক্সফাম কার্যালয় থেকে বেশ কয়েকটি ই–মেইল বাজেয়াপ্ত করেছে।
অক্সফাম ইন্ডিয়া মূলত অক্সফামের বৈশ্বিক কার্যক্রমের একটি অংশ। এই সংস্থা দারিদ্র্য, অসমতা, লৈঙ্গিক ন্যায়বিচার এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কাজ করে।
বেসরকারি সংস্থাটি তহবিল নিয়ে ভারতে কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের বিষয়ে তাঁরা কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন।
অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই এমন এক সময় মামলা করল যখন বেশ কয়েকটি এনজিও তাদের বিদেশি তহবিল এবং কার্যকলাপের জন্য তদন্তের মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে নিবর্তনমূলক পদক্ষেপের শিকার হয়েছে। সরকার বলছে, যারা বিদেশি তহবিলের অপব্যবহার করে বা আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিরোধী ভিন্নমতের পক্ষগুলোকে হয়রানি এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ নাগরিক সমাজের।
যুক্তরাজ্য ভিত্তিক এনজিও অক্সফামের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই। বিদেশি তহবিল বিধির বিধান লঙ্ঘনের অভিযোগে সংস্থাটি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলাও করেছে সিবিআই। অক্সফামের কর্মকর্তারা বুধবার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া অভিযোগ অনুসারে, অক্সফাম ইন্ডিয়া ২০১৩ এবং ২০১৬ সালের মধ্যে নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তে তাদের বৈদেশিক অনুদান ব্যবহারের অ্যাকাউন্টে সরাসরি প্রায় দেড় কোটি রুপি পেয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অক্সফাম ইন্ডিয়া ১৭ দশমিক ৭১ লাখ রুপি পাচার করেছে। ২০১৯–২০ অর্থবছরে সেন্টার ফর পলিসি রিসার্চে (সিপিআর) এই অর্থ পাঠিয়েছে তারা। এটি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ), ২০১০–এর লঙ্ঘন।
সিবিআই বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতেই তারা কাজ করছে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে অক্সফাম ইন্ডিয়ার এফসিআরএ লাইসেন্স স্থগিত করে সরকার।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অক্সফাম ইন্ডিয়া অন্যান্য অ্যাসোসিয়েশন বা লাভজনক পরামর্শদাতা সংস্থাগুলোতে তহবিল স্থানান্তর করে এফসিআরএকে বাইপাস করার পরিকল্পনা করছে। সিবিআই জানিয়েছে, তারা গত বছর অভিযানের সময় অক্সফাম কার্যালয় থেকে বেশ কয়েকটি ই–মেইল বাজেয়াপ্ত করেছে।
অক্সফাম ইন্ডিয়া মূলত অক্সফামের বৈশ্বিক কার্যক্রমের একটি অংশ। এই সংস্থা দারিদ্র্য, অসমতা, লৈঙ্গিক ন্যায়বিচার এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কাজ করে।
বেসরকারি সংস্থাটি তহবিল নিয়ে ভারতে কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের বিষয়ে তাঁরা কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন।
অক্সফাম ইন্ডিয়ার বিরুদ্ধে সিবিআই এমন এক সময় মামলা করল যখন বেশ কয়েকটি এনজিও তাদের বিদেশি তহবিল এবং কার্যকলাপের জন্য তদন্তের মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে নিবর্তনমূলক পদক্ষেপের শিকার হয়েছে। সরকার বলছে, যারা বিদেশি তহবিলের অপব্যবহার করে বা আইন লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিরোধী ভিন্নমতের পক্ষগুলোকে হয়রানি এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ নাগরিক সমাজের।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৪ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে