ছোবল খেয়ে সাপকেও কামড়ে দিলেন বিহারের লোক

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ২১: ৩১
Thumbnail image

ভারতের বিহারে সাপের ছোবল খেয়ে সাপকেও কামড়ে দিলেন এক ব্যক্তি। সন্তোষ লোহার নামের ওই ব্যক্তি রাজ্যটির নাভাদা এলাকার বাসিন্দা। সারা দিন রেললাইন বসানোর কাজ শেষে তিনি যখন তাঁর বেসক্যাম্পে ঘুমিয়ে ছিলেন, তখনই সাপের ছোবলের শিকার হন। 

শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাপের ছোবল খেয়ে সাপকেও কামড়ে দেওয়ার কাণ্ডটি একটি কুসংস্কার থেকে করেছেন সন্তোষ। অনেকে বিশ্বাস করেন, যে সাপ ছোবল দিয়েছে, তাকে কামড় দিলে আক্রান্ত ব্যক্তি বিষের যন্ত্রণা থেকে মুক্তি পান। ‘বিষে বিষক্ষয়’ বাগধারাটিই এমন বিশ্বাসের পেছনে যুক্তি হিসেবে কাজ করেছে। সাপের ছোবল খাওয়ার পর ৩৫ বছরের সন্তোষ তাই সাপটি ধরে পরপর দুবার কামড় দিয়েছিলেন। 

সন্তোষের কামড় থেকে ঘটনাস্থলেই মারা যায় সাপটি। আর বেঁচে গেছেন সন্তোষ। তবে সাপকে কামড় দেওয়ার জন্যই তিনি বেঁচেছেন, বিষয়টি এমন নয়। ঘটনাটির পর তাঁর সহকর্মীরা তাঁকে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকেরা তাঁকে সাপে কাটার চিকিৎসা দিয়েছিলেন। সন্তোষ দ্রুত সুস্থ হয়ে পরদিনই হাসপাতাল ছেড়েছেন। 

এদিকে কিছুদিন আগেই ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর এলাকায় এক ব্যক্তি মাত্র দুই মাসের মধ্যে পাঁচবার সাপের ছোবল খেয়ে দিব্যি সুস্থ আছেন। তাঁর এমন সুস্থ থাকা চিকিৎসকদেরও বিস্মিত করেছে। 

কাউকে সাপে ছোবল দিলে তাকে দ্রুত আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রুত চিকিৎসা দিলে সাপে কাটা রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া ছাড়াও প্রাথমিক এবং দীর্ঘমেয়াদি জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত