অনলাইন ডেস্ক
ভারতের বিহারে সাপের ছোবল খেয়ে সাপকেও কামড়ে দিলেন এক ব্যক্তি। সন্তোষ লোহার নামের ওই ব্যক্তি রাজ্যটির নাভাদা এলাকার বাসিন্দা। সারা দিন রেললাইন বসানোর কাজ শেষে তিনি যখন তাঁর বেসক্যাম্পে ঘুমিয়ে ছিলেন, তখনই সাপের ছোবলের শিকার হন।
শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাপের ছোবল খেয়ে সাপকেও কামড়ে দেওয়ার কাণ্ডটি একটি কুসংস্কার থেকে করেছেন সন্তোষ। অনেকে বিশ্বাস করেন, যে সাপ ছোবল দিয়েছে, তাকে কামড় দিলে আক্রান্ত ব্যক্তি বিষের যন্ত্রণা থেকে মুক্তি পান। ‘বিষে বিষক্ষয়’ বাগধারাটিই এমন বিশ্বাসের পেছনে যুক্তি হিসেবে কাজ করেছে। সাপের ছোবল খাওয়ার পর ৩৫ বছরের সন্তোষ তাই সাপটি ধরে পরপর দুবার কামড় দিয়েছিলেন।
সন্তোষের কামড় থেকে ঘটনাস্থলেই মারা যায় সাপটি। আর বেঁচে গেছেন সন্তোষ। তবে সাপকে কামড় দেওয়ার জন্যই তিনি বেঁচেছেন, বিষয়টি এমন নয়। ঘটনাটির পর তাঁর সহকর্মীরা তাঁকে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকেরা তাঁকে সাপে কাটার চিকিৎসা দিয়েছিলেন। সন্তোষ দ্রুত সুস্থ হয়ে পরদিনই হাসপাতাল ছেড়েছেন।
এদিকে কিছুদিন আগেই ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর এলাকায় এক ব্যক্তি মাত্র দুই মাসের মধ্যে পাঁচবার সাপের ছোবল খেয়ে দিব্যি সুস্থ আছেন। তাঁর এমন সুস্থ থাকা চিকিৎসকদেরও বিস্মিত করেছে।
কাউকে সাপে ছোবল দিলে তাকে দ্রুত আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রুত চিকিৎসা দিলে সাপে কাটা রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া ছাড়াও প্রাথমিক এবং দীর্ঘমেয়াদি জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারে।
ভারতের বিহারে সাপের ছোবল খেয়ে সাপকেও কামড়ে দিলেন এক ব্যক্তি। সন্তোষ লোহার নামের ওই ব্যক্তি রাজ্যটির নাভাদা এলাকার বাসিন্দা। সারা দিন রেললাইন বসানোর কাজ শেষে তিনি যখন তাঁর বেসক্যাম্পে ঘুমিয়ে ছিলেন, তখনই সাপের ছোবলের শিকার হন।
শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাপের ছোবল খেয়ে সাপকেও কামড়ে দেওয়ার কাণ্ডটি একটি কুসংস্কার থেকে করেছেন সন্তোষ। অনেকে বিশ্বাস করেন, যে সাপ ছোবল দিয়েছে, তাকে কামড় দিলে আক্রান্ত ব্যক্তি বিষের যন্ত্রণা থেকে মুক্তি পান। ‘বিষে বিষক্ষয়’ বাগধারাটিই এমন বিশ্বাসের পেছনে যুক্তি হিসেবে কাজ করেছে। সাপের ছোবল খাওয়ার পর ৩৫ বছরের সন্তোষ তাই সাপটি ধরে পরপর দুবার কামড় দিয়েছিলেন।
সন্তোষের কামড় থেকে ঘটনাস্থলেই মারা যায় সাপটি। আর বেঁচে গেছেন সন্তোষ। তবে সাপকে কামড় দেওয়ার জন্যই তিনি বেঁচেছেন, বিষয়টি এমন নয়। ঘটনাটির পর তাঁর সহকর্মীরা তাঁকে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকেরা তাঁকে সাপে কাটার চিকিৎসা দিয়েছিলেন। সন্তোষ দ্রুত সুস্থ হয়ে পরদিনই হাসপাতাল ছেড়েছেন।
এদিকে কিছুদিন আগেই ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর এলাকায় এক ব্যক্তি মাত্র দুই মাসের মধ্যে পাঁচবার সাপের ছোবল খেয়ে দিব্যি সুস্থ আছেন। তাঁর এমন সুস্থ থাকা চিকিৎসকদেরও বিস্মিত করেছে।
কাউকে সাপে ছোবল দিলে তাকে দ্রুত আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রুত চিকিৎসা দিলে সাপে কাটা রোগী মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া ছাড়াও প্রাথমিক এবং দীর্ঘমেয়াদি জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
১১ মিনিট আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
১৩ মিনিট আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
১৬ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
২৪ মিনিট আগে