অনলাইন ডেস্ক
ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় ১৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা বোনের শিরশ্ছেদ করেছে এক কিশোর। গতকাল রোববার মায়ের সহযোগিতায় এই লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটানো হয়। আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েই সে ক্ষান্ত হয়নি, বিচ্ছিন্ন মাথা নিয়ে প্রতিবেশীদের সামনে সেলফিও তুলেছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় অন্তঃসত্ত্বা ওই নারীর স্বামী বাড়িতেই অবস্থান করছিলেন। তাঁর ওপরেও হামলার চেষ্টা করা হয়। তবে তিনি পালিয়ে বাঁচেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ড ঘটানোর পর বিচ্ছিন্ন মাথা নিয়ে বারান্দায় নিয়ে ঝুলিয়ে প্রতিবেশীদের দেখানো হয়। হত্যাকারী নিজেই বীরগাঁও পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
হত্যার শিকার ওই তরুণীর নাম কীর্তি থোর। গত জুনে তিনি বাসা থেকে পালিয়ে বিয়ে করেন। এরপর থেকে স্বামীর সঙ্গে থাকছিলেন। কীর্তি থোরের মা ও ভাই গতকাল রোববার তাঁর বাসায় বেড়াতে আসেন। কীর্তি থোরের স্বামী অন্য একটি কক্ষে ছিলেন। কীর্তি তাঁর মা ও ভাইয়ের জন্য চা বানাচ্ছিলেন। সে সময় পেছন থেকে কীর্তিকে আঘাত করা হয়। তাঁর মা পা ধরে রাখেন আর ভাই কাস্তে দিয়ে মাথা বিচ্ছিন্ন করে।
মহারাষ্ট্রের ভাইজাপুর এলাকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কৈলাশ প্রজাপতি বলেন, এ হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে মেয়ে কীর্তির বাড়ি ঘুরে যান মা। এরপর গতকাল ছেলেকে নিয়ে আবারও আসেন। হত্যাকাণ্ডের শিকার কীর্তি তাঁর শাশুড়ির সঙ্গে মাঠে কাজ করছিলেন। মা এবং ভাইকে দেখে তিনি ছুটে আসেন। দুজনকে পানি এগিয়ে দিয়ে চা বানাতে রান্নাঘরে ঢোকেন। এমন সময় পেছন থেকে আঘাত করে তাঁর শিরশ্ছেদ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কীর্তির অসুস্থ স্বামী অন্য একটি ঘরে ছিলেন। তিনি শব্দ শুনে জেগে ওঠেন। তাঁকেও আঘাতের চেষ্টা চালানো হয়। তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় ১৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা বোনের শিরশ্ছেদ করেছে এক কিশোর। গতকাল রোববার মায়ের সহযোগিতায় এই লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটানো হয়। আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েই সে ক্ষান্ত হয়নি, বিচ্ছিন্ন মাথা নিয়ে প্রতিবেশীদের সামনে সেলফিও তুলেছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সময় অন্তঃসত্ত্বা ওই নারীর স্বামী বাড়িতেই অবস্থান করছিলেন। তাঁর ওপরেও হামলার চেষ্টা করা হয়। তবে তিনি পালিয়ে বাঁচেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ড ঘটানোর পর বিচ্ছিন্ন মাথা নিয়ে বারান্দায় নিয়ে ঝুলিয়ে প্রতিবেশীদের দেখানো হয়। হত্যাকারী নিজেই বীরগাঁও পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
হত্যার শিকার ওই তরুণীর নাম কীর্তি থোর। গত জুনে তিনি বাসা থেকে পালিয়ে বিয়ে করেন। এরপর থেকে স্বামীর সঙ্গে থাকছিলেন। কীর্তি থোরের মা ও ভাই গতকাল রোববার তাঁর বাসায় বেড়াতে আসেন। কীর্তি থোরের স্বামী অন্য একটি কক্ষে ছিলেন। কীর্তি তাঁর মা ও ভাইয়ের জন্য চা বানাচ্ছিলেন। সে সময় পেছন থেকে কীর্তিকে আঘাত করা হয়। তাঁর মা পা ধরে রাখেন আর ভাই কাস্তে দিয়ে মাথা বিচ্ছিন্ন করে।
মহারাষ্ট্রের ভাইজাপুর এলাকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কৈলাশ প্রজাপতি বলেন, এ হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে মেয়ে কীর্তির বাড়ি ঘুরে যান মা। এরপর গতকাল ছেলেকে নিয়ে আবারও আসেন। হত্যাকাণ্ডের শিকার কীর্তি তাঁর শাশুড়ির সঙ্গে মাঠে কাজ করছিলেন। মা এবং ভাইকে দেখে তিনি ছুটে আসেন। দুজনকে পানি এগিয়ে দিয়ে চা বানাতে রান্নাঘরে ঢোকেন। এমন সময় পেছন থেকে আঘাত করে তাঁর শিরশ্ছেদ করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কীর্তির অসুস্থ স্বামী অন্য একটি ঘরে ছিলেন। তিনি শব্দ শুনে জেগে ওঠেন। তাঁকেও আঘাতের চেষ্টা চালানো হয়। তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
২৫ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
২ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৪ ঘণ্টা আগে