অনলাইন ডেস্ক
সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন এক ব্যক্তি। আশপাশে খোঁজ করে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না। পরে গাড়ি বা অ্যাম্বুলেন্স না পেয়ে আহত ওই ব্যক্তিকে একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’ একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়েছিলেন এক ব্যক্তি। আশপাশে খোঁজ করে তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, কোনো গাড়িও পাওয়া যাচ্ছিল না। পরে গাড়ি বা অ্যাম্বুলেন্স না পেয়ে আহত ওই ব্যক্তিকে একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’ একটি বুলডোজারের সামনের ব্লেডের ভেতরে শুইয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
ঘটনা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কাতনির। বিজেপি শাসিত এই রাজ্যটিতে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দও বেশ। ফলে, অ্যাম্বুলেন্সের অভাবে রোগীকে বুলডোজারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে রাজ্যজুড়ে। এমনকি ভারতেও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার পরপরই আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর আহত মহেশ বর্মা নামের ওই ব্যক্তি প্রায় আধঘণ্টারও বেশি সময় মাটিতে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা মহেশের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাঁরা আর অপেক্ষা না করে বুলডোজারে করেই হাসপাতালে নিয়ে যান।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ বর্মা কাতনির নিকটবর্তী গাইরতালার বাসিন্দা। তিনি মোটর বাইকে করে যাওয়ার সময় অপর আরেকটি মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই রক্তক্ষরণ শুরু হয় তাঁর। পরে স্থানীয়রা ৩০ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা নামে এক বুলডোজারচালক তাঁর বুলডোজারে করেই মহেশকে নিয়ে হাসপাতালে যান।
পুষ্পেন্দ্রা বিশ্বকর্মা জানান, দুর্ঘটনাটি তাঁর দোকানের সামনেই ঘটে। দীর্ঘসময় অপেক্ষা করেও অ্যাম্বুলেন্স না আসায় তিনিই তাঁকে বুলডোজারে করে হাসপাতালে পৌঁছান। তিনি বলেন, ‘বর্মার একটি পা ভেঙে গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
২ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৩ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৪ ঘণ্টা আগে