বিজেপির জন্য হতাশা, ধীরগতিতে ‘ইন্ডিয়া’র বিস্ময়কর উন্নতি 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৫: ০২
আপডেট : ০৪ জুন ২০২৪, ১৬: ৫২

দীর্ঘ নির্বাচন প্রক্রিয়ার পর আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ভারতের নির্বাচনের ভোট গণনা। সকাল থেকে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট এগিয়ে। তবে একেবারে পিছিয়েও নেই ‘ইন্ডিয়া’ জোট। লড়াই করে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’। যদিও বুথফেরত জরিপে ছিল ভিন্ন কথা।

বুথফেরত জরিপে ‘এনডিএ’কে ৪০০ আসনের কাছাকাছি রাখা হয়েছিল। অন্যদিকে ‘ইন্ডিয়া’কে ১৫০-১৬১ আসনে দেখছিল অনেকে। তবে বুথফেরত জরিপ ভুল প্রমাণিত হতে যাচ্ছে। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত (২টা ৪৫ মিনিট) পর্যন্ত ‘এনডিএ’ এগিয়ে ২৮৬ আসনে, অন্যদিকে ‘ইন্ডিয়া’ এগিয়ে ২৩৬ আসনে।

সকালের পরিস্থিতির অনেকটা ভিন্নতা দেখা যাচ্ছে। কে জিতবে, তার জন্য অপেক্ষা করতে হবে ভোট গণনার শেষ অবধি পর্যন্ত।

উত্তর প্রদেশে এখনো এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট। ভারতের রাজনীতিতে একটি কথা আছে, ‘উত্তর প্রদেশ যার, দিল্লির মসনদ তারই’। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ৪২ আসনে। উত্তর প্রদেশকে এখন বিজেপি’র ঘাঁটিও বলা হয়। সেখানে এমন পরিস্থিতি হবে তা কেউ ধারণা করেনি।

একমাত্র অন্ধ্র প্রদেশ ছাড়া বিজেপি ও তার শরিকেরা ততটা ভালো ফল করতে পারেনি অন্য পাঁচ ‘ব্যাটেল গ্রাউন্ড’ প্রদেশে। কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গে আশানুরূপ ফল আসেনি বিজেপির। 

এদিকে, বুথফেরত জরিপে বিজেপির জয়ের খবর দেওয়ার পর শেয়ারবাজার চাঙা হলেও ভোট গণনা শুরু হতেই পড়তে শুরু করেছে। এরই মধ্যে সেনসেক্সের সূচক ৬০০০ পয়েন্ট কমেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

সোমবার শেয়ারবাজার উঠেছিল নজিরবিহীনভাবে। ৭৬ হাজারের ঘরে শেষ করেছিল দৌড়। নিফটিও নজির গড়ে ২৩ হাজারে পা রেখেছিল। উঠেছে ৭৩৩। দুই সূচকই তিন বছরের মধ্যে এক দিনে সব থেকে বেশি উত্থান দেখেছে। শেয়ারবাজারে অর্থলগ্নিকারীরা ঘরে তুলেছেন ১৪ লাখ কোটি টাকার শেয়ার সম্পদ।

লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও খবর পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত