অনলাইন ডেস্ক
মানুষকে প্রভাবিত করে ধর্মান্তরিত করা দাতব্য কর্মকাণ্ডের উদ্দেশ্য হওয়া উচিত নয় বলে জোর দিয়ে বলেছেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত জোর করে ধর্মান্তর করাকে ‘সংবিধানের লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ভয়ভীতি প্রদর্শন, হুমকি, প্রতারণামূলক উপহার ও আর্থিক সুবিধার মাধ্যমে প্রলুব্ধ করে ধর্মান্তরকরণ নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্যগুলোর কাছে নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন অ্যাডভোকেট অশ্বিনী কুমার উপাধ্যায়। তাঁর আবেদনের শুনানির সময় গতকাল সোমবার বিচারপতি এম আর শাহ এবং সিটি রবি কুমারের বেঞ্চ থেকে এসব মন্তব্য আসে।
শুনানির সময় কেন্দ্র আদালতকে বলেছে, তারা এ ধরনের ধর্মান্তরকরণের বিষয়ে রাজ্যগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আদালতের কাছে এক সপ্তাহ সময় চেয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তাঁর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ভারতের উচ্চ আদালত বলেছেন, ‘দাতব্য উদ্দেশ্যে ধর্মান্তরিত হওয়া উচিত নয়। লোভ বিপজ্জনক এবং জোরপূর্বক ধর্মান্তরকরণ অত্যন্ত গুরুতর বিষয়।’ আইনজীবীর এক প্রশ্নের জবাবে বেঞ্চ বলেন, ‘যদি দাতব্য উদ্দেশ্য ভালো হয়, তবে তা সাধুবাদযোগ্য। কিন্তু আমাদের বিবেচনা করতে হবে, এর উদ্দেশ্য কী। এটি অত্যন্ত গুরুতর বিষয়। শেষ পর্যন্ত বিষয়টি আমাদের সংবিধানবিরোধী।’
আদালত আগামী ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
মানুষকে প্রভাবিত করে ধর্মান্তরিত করা দাতব্য কর্মকাণ্ডের উদ্দেশ্য হওয়া উচিত নয় বলে জোর দিয়ে বলেছেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত জোর করে ধর্মান্তর করাকে ‘সংবিধানের লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ভয়ভীতি প্রদর্শন, হুমকি, প্রতারণামূলক উপহার ও আর্থিক সুবিধার মাধ্যমে প্রলুব্ধ করে ধর্মান্তরকরণ নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্যগুলোর কাছে নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন অ্যাডভোকেট অশ্বিনী কুমার উপাধ্যায়। তাঁর আবেদনের শুনানির সময় গতকাল সোমবার বিচারপতি এম আর শাহ এবং সিটি রবি কুমারের বেঞ্চ থেকে এসব মন্তব্য আসে।
শুনানির সময় কেন্দ্র আদালতকে বলেছে, তারা এ ধরনের ধর্মান্তরকরণের বিষয়ে রাজ্যগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আদালতের কাছে এক সপ্তাহ সময় চেয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তাঁর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
ভারতের উচ্চ আদালত বলেছেন, ‘দাতব্য উদ্দেশ্যে ধর্মান্তরিত হওয়া উচিত নয়। লোভ বিপজ্জনক এবং জোরপূর্বক ধর্মান্তরকরণ অত্যন্ত গুরুতর বিষয়।’ আইনজীবীর এক প্রশ্নের জবাবে বেঞ্চ বলেন, ‘যদি দাতব্য উদ্দেশ্য ভালো হয়, তবে তা সাধুবাদযোগ্য। কিন্তু আমাদের বিবেচনা করতে হবে, এর উদ্দেশ্য কী। এটি অত্যন্ত গুরুতর বিষয়। শেষ পর্যন্ত বিষয়টি আমাদের সংবিধানবিরোধী।’
আদালত আগামী ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুকে তুরুপের তাস করেছিল। কিন্তু বিজেপির সেই কৌশল কাজে দেয়নি। রাজ্যটির সাঁওতাল পরগনা অঞ্চলে আদিবাসী ভোটারদের সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপির এই প্রচারণ
৪ মিনিট আগেপাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে একটি ব্যাপক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন। গত ১৩ নভেম্বর তিনি তাঁর সমর্থকদের শেষবারের মতো প্রতিবাদে অংশ নেওয়ার ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি দাবি করেন, ২৬ তম সংশোধনী
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে রাজধানী ইসলামাবাদের পথে রওনা হয়ে গেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকেরা। আদালত ইমরান খানের ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ বলে ঘোষণা করলেও রাস্তায় বেরিয়ে পড়েছেন পিটিআই সমর্থকেরা। তবে সরকার এই সমাবেশ পণ্ড করতে নানা প্রচেষ্টা
২ ঘণ্টা আগেচাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতের ওডিশায় এক কিশোরীকে পাচার করা হয়েছিল। পরে তাঁকে স্থানীয় একটি ম্যাসাজ পারলারে কাজ করতে বাধ্য করা হয়। মাসের পর মাস বিনা বেতনে কাজ করার পর ওই কিশোরী পালিয়ে ওডিশার কটকের মধুপাটনার লিংক রোড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে মধুপাটনা..
৪ ঘণ্টা আগে