অনলাইন ডেস্ক
তীব্র গরম থেকে একটু তৃপ্তির আমেজ পেতে অনলাইনে একটি আইসক্রিমের অর্ডার দিয়েছিলেন মুম্বাইয়ের ডাক্তার ওরলেম ব্র্যান্ডন সেরাও। কিন্তু সেই আইস্ক্রিমই যে তাঁর জীবনকে তমসাচ্ছন্ন করে তুলবে, তা কে জানত!
গতকাল বুধবার (১২ জুন) অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বাইয়ের মালাদ শহরতলিতে বসবাসকারী ওই চিকিৎসক। সেই আইসক্রিমের মধ্যে মিলেছে একটি মানুষের হাতের আঙুল।
ডা. সেরাও জানান, অনলাইনে মুদিখানার দোকান থেকে কিছু জিনিসের অর্ডার দিচ্ছিলেন তাঁর বোন। প্রচণ্ড গরম থাকায় তিনি তাঁর বোনকে আইসক্রিম অর্ডার করতে বলেন। অর্ডার বাড়িতে পৌঁছালে আইসক্রিম খেতে গিয়েই বাধে বিপত্তি।
আইসক্রিমটি খাওয়ার একপর্যায়ে তিনি বাদাম জাতীয় কিছুর অস্তিত্ব অনুভব করেন। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন যে আইসক্রিমের মধ্যে বাদাম নয়, মানুষের হাতের একটি আঙুল রয়েছে! এমন ঘটনায় আঁতকে ওঠেন তিনি।
ওরলেম ব্র্যান্ডন বিষয়টিকে অন্তত দুঃখজনক বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে। তিনি বলেন, আমি একটি অ্যাপ থেকে তিনটি কোনো আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল ইয়াম্মো ব্র্যান্ডের বাটার স্কচ। সেটির অর্ধেক খাওয়ার পর, আমি আমার মুখে শক্ত কিছু একটা অনুভব করতে পারি। ভেবেছিলাম, বাদাম কিংবা চকলেটের টুকরো হতে পারে।
ডাক্তার ওরলেম ব্র্যান্ডন আরও বলেন, ‘কিন্তু ভালো করে দেখতে গিয়ে যা পাই, তা আমাকে হতবাক করে দেয়। আমি একজন চিকিৎসক, তাই আমি জানি শরীরের কোনো অঙ্গ কেমন দেখতে। যখন আমি সাবধানে পরীক্ষা করে দেখলাম, আমি ওই শক্ত পদার্থের সঙ্গে নখ ও আঙুলের ছাপ লক্ষ করি, যা হাতের বুড়ো আঙুলের মতো ছিল।’
ওরলেম ব্র্যান্ডন দ্রুত আঙুলটিকে একটি বরফের প্যাকেটে রাখেন, যাতে সেটিকে অক্ষত অবস্থায় পুলিশকে দেখাতে পারেন। পরে তিনি আঙুলটি নিয়ে মালাদ থানায় যান ও আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্তের জন্য আইসক্রিম ও আঙুলটি ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। তা ছাড়া খাদ্যপণ্যে শরীরের একটি অংশের উপস্থিতি, একটি বড় অপরাধের সন্দেহও জাগিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
তীব্র গরম থেকে একটু তৃপ্তির আমেজ পেতে অনলাইনে একটি আইসক্রিমের অর্ডার দিয়েছিলেন মুম্বাইয়ের ডাক্তার ওরলেম ব্র্যান্ডন সেরাও। কিন্তু সেই আইস্ক্রিমই যে তাঁর জীবনকে তমসাচ্ছন্ন করে তুলবে, তা কে জানত!
গতকাল বুধবার (১২ জুন) অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বাইয়ের মালাদ শহরতলিতে বসবাসকারী ওই চিকিৎসক। সেই আইসক্রিমের মধ্যে মিলেছে একটি মানুষের হাতের আঙুল।
ডা. সেরাও জানান, অনলাইনে মুদিখানার দোকান থেকে কিছু জিনিসের অর্ডার দিচ্ছিলেন তাঁর বোন। প্রচণ্ড গরম থাকায় তিনি তাঁর বোনকে আইসক্রিম অর্ডার করতে বলেন। অর্ডার বাড়িতে পৌঁছালে আইসক্রিম খেতে গিয়েই বাধে বিপত্তি।
আইসক্রিমটি খাওয়ার একপর্যায়ে তিনি বাদাম জাতীয় কিছুর অস্তিত্ব অনুভব করেন। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন যে আইসক্রিমের মধ্যে বাদাম নয়, মানুষের হাতের একটি আঙুল রয়েছে! এমন ঘটনায় আঁতকে ওঠেন তিনি।
ওরলেম ব্র্যান্ডন বিষয়টিকে অন্তত দুঃখজনক বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে। তিনি বলেন, আমি একটি অ্যাপ থেকে তিনটি কোনো আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল ইয়াম্মো ব্র্যান্ডের বাটার স্কচ। সেটির অর্ধেক খাওয়ার পর, আমি আমার মুখে শক্ত কিছু একটা অনুভব করতে পারি। ভেবেছিলাম, বাদাম কিংবা চকলেটের টুকরো হতে পারে।
ডাক্তার ওরলেম ব্র্যান্ডন আরও বলেন, ‘কিন্তু ভালো করে দেখতে গিয়ে যা পাই, তা আমাকে হতবাক করে দেয়। আমি একজন চিকিৎসক, তাই আমি জানি শরীরের কোনো অঙ্গ কেমন দেখতে। যখন আমি সাবধানে পরীক্ষা করে দেখলাম, আমি ওই শক্ত পদার্থের সঙ্গে নখ ও আঙুলের ছাপ লক্ষ করি, যা হাতের বুড়ো আঙুলের মতো ছিল।’
ওরলেম ব্র্যান্ডন দ্রুত আঙুলটিকে একটি বরফের প্যাকেটে রাখেন, যাতে সেটিকে অক্ষত অবস্থায় পুলিশকে দেখাতে পারেন। পরে তিনি আঙুলটি নিয়ে মালাদ থানায় যান ও আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্তের জন্য আইসক্রিম ও আঙুলটি ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। তা ছাড়া খাদ্যপণ্যে শরীরের একটি অংশের উপস্থিতি, একটি বড় অপরাধের সন্দেহও জাগিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। তাদের হত্যা শেষে নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২৪ নভেম্বর) ইস্তাম্বুলের কাছের একটি এলাকায় এই ঘটনা ঘটে।
৮ মিনিট আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৫ বছর আগে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১৭ বছর বয়সী এসথার গনজালেস। একটি ডিএনএ পরীক্ষার সূত্র ধরে, দীর্ঘ বছর পর এবার সেই মামলার সমাধান হয়েছে। পরিবারের জন্য এই সমাধান একদিকে যেমন স্বস্তি এনে দিয়েছে, অন্যদিকে তা গভীর বেদনার কারণ হয়েছে।
১ ঘণ্টা আগেজার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
৩ ঘণ্টা আগে