কলকাতা প্রতিনিধি
ভারতে আবারও দ্রুত গতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজারেরও বেশি মানুষ নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। এ নিয়ে দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৩ হাজার ৮৪৬ জনে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
নতুন করে মারা যাওয়া ২৪ জনের মধ্যে কেরালার ৯ জন, মহারাষ্ট্রের ৬ জন, দিল্লির ৫ জন এবং পশ্চিমবঙ্গের ৩ জন। এ নিয়ে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ২২৩ জনে। এর মধ্যে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যটিতে করোনাভাইরাস সংক্রমণের মারা যাওয়া লোকের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৯৪০ জন। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ২১ হাজার ২২৫ জন।
এদিকে, নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাজধানী দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। না পরলেই আদায় করা হচ্ছে ৫০০ রুপি জরিমানা।
ভারতীয় রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরাতেও সংক্রমণ আবারও শুরু হয়েছে।
এই অবস্থায় বিশেষজ্ঞরা মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চালার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সেই সঙ্গে সব নাগরিককে টিকার আওতায় আনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতে এ পর্যন্ত ১৯১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৪ কোটিরও বেশি নাগরিক করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ পেয়েছেন।
ভারতে আবারও দ্রুত গতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজারেরও বেশি মানুষ নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। এ নিয়ে দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৩ হাজার ৮৪৬ জনে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
নতুন করে মারা যাওয়া ২৪ জনের মধ্যে কেরালার ৯ জন, মহারাষ্ট্রের ৬ জন, দিল্লির ৫ জন এবং পশ্চিমবঙ্গের ৩ জন। এ নিয়ে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ২২৩ জনে। এর মধ্যে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যটিতে করোনাভাইরাস সংক্রমণের মারা যাওয়া লোকের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৯৪০ জন। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ২১ হাজার ২২৫ জন।
এদিকে, নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাজধানী দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। না পরলেই আদায় করা হচ্ছে ৫০০ রুপি জরিমানা।
ভারতীয় রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরাতেও সংক্রমণ আবারও শুরু হয়েছে।
এই অবস্থায় বিশেষজ্ঞরা মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চালার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সেই সঙ্গে সব নাগরিককে টিকার আওতায় আনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতে এ পর্যন্ত ১৯১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৪ কোটিরও বেশি নাগরিক করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ পেয়েছেন।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
২ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
৩ ঘণ্টা আগে