Ajker Patrika

নদীর পানি নিয়ে ভারতের দুই রাজ্যের মধ্যে টানটান উত্তেজনা

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ জুলাই ২০২১, ২২: ০৩
নদীর পানি নিয়ে ভারতের দুই রাজ্যের মধ্যে টানটান উত্তেজনা

কৃষ্ণ নদের পানি নিয়ে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বেআইনি সেচ প্রকল্প ও জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে এই বিরোধ। উভয় পক্ষ কৃষ্ণ নদে জলবিদ্যুৎ কেন্দ্রের নিজ নিজ অংশে কয়েক শ পুলিশ সদস্য মোতায়েন করেছে।

উত্তেজনার শুরু মূলত গত বুধবার। এদিন তেলেঙ্গানা রাজ্য সরকার পুলিচিন্তলা, শ্রীসাইলাম ও নাগার্জুন সাগরের প্রকল্পে বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। প্রকল্প এলাকায় সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এরপর দুই রাজ্যই নিরাপত্তার কথা বলে নিজ নিজ সীমানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। নিজেদের কর্মী ছাড়া রাজ্যের বাইরের কাউকে এলাকায় ঢুকতে দিচ্ছে না তেলেঙ্গানার পুলিশ। তারা নাগার্জুন সাগর সেতুতে কঠোর পাহারা বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে। পুলিশের দেড় শতাধিক কর্মীকে নাগার্জুন সাগরে মোতায়েন করা হয়েছে। পুলিচিন্তলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত শতাধিক পুলিশ। অন্ধ্র প্রদেশও তাদের সীমানায় শতাধিক পুলিশ মোতায়েন করেছে।

তেলেঙ্গানা পুলিশ অন্ধ্র প্রদেশের কয়েকজন কর্মকর্তাকে প্রবেশেও বাধা দেয়। অন্ধ্র প্রদেশের গান্টুরের রাজস্ব এবং সেচ কর্মকর্তাদের সীমান্তবর্তী মাচেরলাতে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাঁরা পুলিচিন্তলা ও নাগার্জুন সাগরে জলবিদ্যুৎ ইউনিট বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠি দিতে তেলেঙ্গানার গেনকো যাওয়ার অনুমতি চেয়েছিলেন। পরে কড়া নিরাপত্তার মধ্যে অন্ধ্র প্রদেশের পুলিচিন্তলার প্রধান প্রকৌশলী রমেশ বাবু ওপারে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে আসেন।

কৃষ্ণ নদের পানির অধিকার নিয়ে এই দুই রাজ্যের বিরোধ বেশ পুরোনো। এ নিয়ে তৃতীয়বারের মতো দুই রাজ্যের মধ্যে বিরোধ তীব্র হলো। এর আগে ২০১৫ ও ২০১৭ সালেও নদের পানি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষ পুলিশ মোতায়েন করেছিল। ২০১৭ সালে দুই রাজ্যই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল। 

অন্ধ্র প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা এক চিঠিতে বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তেলেঙ্গানা বেআইনিভাবে কৃষ্ণ নদের পানি দখলে নিতে চাইছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত