Ajker Patrika

ভোটের আগে মন্দিরের দরজা খুললেন মোদি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯: ৪৪
ভোটের আগে মন্দিরের দরজা খুললেন মোদি

বাবরি মসজিদ ভেঙে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় যে রামমন্দির নির্মাণ করা হয়েছে, গতকাল সোমবার তার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছর লোকসভার ভোট অনুষ্ঠিত হবে। ঠিক তার কয়েক মাস আগে অযোধ্যায় মন্দিরের দরজা খুললেন মোদি। বিরোধী দলগুলোর অভিযোগ, রাজনৈতিক ফায়দা হাসিলেই মন্দির উদ্বোধন করেছেন মোদি। 

উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেছে বলিউড, দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদেরও। ছিলেন ব্যবসায়ীরাও। তবে মন্দির উদ্বোধনের দিনে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামমন্দির নির্মাণের অর্থ খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই দিনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে রাবণ সম্বোধন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। 

ভারতের গণমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে ‘প্রাণ প্রতিষ্ঠার’ আয়োজন শুরু হয় গতকাল দুপুর ১২টা ২০ মিনিটে। ৭ হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। মোদি তাঁর ভাষণে বলেন, ‘আজ আমাদের রাম এসেছেন। দীর্ঘ অপেক্ষার পর আমাদের রাম এসেছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের রাম লাল্লা (শিশু রাম) আর জীর্ণ ঘরে থাকবেন না। আমাদের রাম লাল্লা এখন জাঁকালো এই মন্দিরে থাকবেন।’ 

গতকাল রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বলিউড অভিনেতা অনুপম খের, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, রণবীর কাপুর, আয়ুষ্মান খোরানা। এ ছাড়া অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, কঙ্গনা রনৌত, হেমা মালিনীকেও দেখা যায় সেখানে। দেখা যায় অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি, রাজকুমার হিরানি, সংগীত পরিচালক শংকর মহাদেবন, আনু মালিক, হরিহরণকেও। 

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা রজনীকান্ত, রামচরণও হাজির হয়েছিলেন অযোধ্যার রামমন্দিরে। শিল্পপতি মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায় বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। 

মোদির সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদিকে ভারতের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে সম্বোধন করে যোগী তাঁর আমলে অযোধ্যার কী কী উন্নতি হয়েছে সেই ফিরিস্তিও তুলে ধরেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রামমন্দির উদ্বোধনে যোগ দেননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আসামে ভারত জোড়ো ‘ন্যায় যাত্রায়’ অংশ নিচ্ছেন। এ নিয়ে রাজ্যের মুখমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে প্রশ্ন করা হলে তিনি রাহুলকে ‘রাবণ’ বলে সম্বোধন করেন। হিমন্ত বলেন, ‘কেন রাবণকে নিয়ে কথা বলছেন? আজকের দিনে অন্তত রামকে নিয়ে কথা বলুন।’ 

মোদির মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে কালীঘাটের মন্দিরে গিয়ে পূজা করেন তিনি। পরে একে একে গুরুদুয়ারা, মসজিদ ও গির্জায় গিয়ে প্রার্থনা করেন। মিছিলে তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। বিজেপির উদ্দেশে মমতা বলেন, ‘এরা খাবারের পয়সা দেয় না। রাস্তার পয়সা দেয় না। আর আজ দেখুন, সব জায়গায় এলইডি স্ক্রিন লাগিয়ে, সাজিয়ে-গুছিয়ে কী করেছে! আমি বলব, গরিবদের বলি দিয়ে ধর্ম করবেন না।’ 

এনডিটিভি জানিয়েছে, বিগত এক দশক ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণের বিষয়টি। প্রধান বিরোধী দল কংগ্রেস, বাম, তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টিসহ বেশির ভাগ বিরোধী দলই এই মন্দির উদ্বোধনের বিষয়টি নিয়ে শীতল প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের অভিযোগ, বিজেপি নির্বাচনের বছরে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা লাভের চেষ্টা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত