জন্মদিনে রেস্তোরাঁকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত তরুণ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৪
Thumbnail image

ভারতের দিল্লিতে নিজের জন্মদিন পালনে বন্ধুদের সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন যতীন নামে ২৩ বছরের এক তরুণ। কিন্তু সেই আনন্দোৎসব শিগগিরই পরিণত হয়ে বিষাদে। কারণ, রেস্তোরাঁর এক কর্মীর ছুরিকাঘাতে নিহত হন তিনি। পরে পুলিশ ওই রেস্তোরাঁ কর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির শহরতলির পিতমপুরা এলাকায় গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে এবং রেস্তোরাঁর মালিকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। 
 
পুলিশ বলেছে, যতীন ও তাঁর বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত। সেই ঘটনার সূত্র ধরে রেস্তোরাঁটির এক কর্মী যতীনের বুকে ছুরিকাঘাত করে। এ সময় যতীনকে বাঁচাতে গিয়ে তাঁর দুই বন্ধু বারাদ ও প্রাসনও আহত হয়। 

পুলিশ আরও জানিয়েছে, তারা গত বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বিএম হাসপাতাল থেকে একটি জরুরি ফোনকল পান। তাদের জানানো হয়, সেই হাসপাতালে বুকে তিনটি ছুরিকাঘাতের ক্ষত নিয়ে একজন ভর্তি হয়েছেন। কল পাওয়ার পরপরই মঙ্গলপুরি পুলিশ স্টেশনের এসিপির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, এটি খুবই সাদামাটা একটি দুর্ঘটনা। কিন্তু পরে জানা যায়, এটি আসলে ঝগড়ার ফলাফল। 

এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, তারা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাক্ষীদের জবানবন্দিও নেওয়া হবে শিগগির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত