অনলাইন ডেস্ক
ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের ময়ূর তারাপারা। এক রাতে বন্ধুর বাসায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান ফেরার পর দেখেন, তাঁর বাম হাতের চার আঙুল নেই। কেউ শত্রুতা করে বা জাদুটোনায় এমন হয়েছে—পুলিশকে এমনটিই বলেন। তবে সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। এরপর যে সত্য বেরিয়ে আসে, তা বেশ অদ্ভুত এবং অকল্পনীয়!
পুলিশকে ময়ূর তারাপারা বলেছিলেন, গত ৮ ডিসেম্বর রাতে মোটরসাইকেলে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় আমরোলির বেদান্ত সার্কেলের কাছে রিং রোডে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। কিছু সময় পর জ্ঞান ফিরে এলে ময়ূর দেখেন, তাঁর বাম হাতের চারটি আঙুল কাটা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল যে আঙুলগুলো সম্ভবত কালো জাদুর উদ্দেশ্যে কেটে নেওয়া হয়েছে।
পরে আমরোলি পুলিশ স্টেশনে একটি মামলা হয়। সেই মামলা যায় সুরাট ক্রাইম ব্রাঞ্চে। তদন্ত কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং অন্যান্য তদন্ত শেষে দেখেন ময়ূর যা বলছেন, তা সত্য নয়। তাঁর হাতের আঙুল রাস্তায় পড়ে যাওয়ার পর কেটে যায়নি। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ময়ূর ছুরি দিয়ে নিজের বাম হাতের চার আঙুল নিজেই কেটে ফেলেছেন।
এরপর জিজ্ঞাসাবাদে ময়ূর স্বীকার করেন, তিনি আমরোলি রিং রোডে মোটরসাইকেল পার্ক করে নিজের হাতের আঙুল নিজেই কেটে ফেলেন। রক্তপ্রবাহ বন্ধ করতে কনুইয়ের কাছে শক্ত করে দড়ি বাঁধেন। এরপর তিনি ছুরি এবং আঙুলগুলো একটি ব্যাগে ভরে ফেলে দেন। ময়ূরের এক বন্ধু তাঁকে হাসপাতালে নিয়ে যান। একটি ব্যাগ থেকে তিনটি আঙুল উদ্ধার করা হয়েছে আর ছুরি আরেকটি ব্যাগে পাওয়া গেছে।
আনাভ জেমস নামে এক হিরা ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন ৩২ বছর বয়সী ময়ূর। একটা সময় তাঁর আর চাকরি করতে ভালো লাগছিল না। কিন্তু আত্মীয়ের প্রতিষ্ঠান হওয়ায় বলতেও পারছিলেন না। চাকরি ছাড়ার আর কোনো উপায় না পেয়ে, নিজেকে চাকরির অযোগ্য প্রমাণ করতে নিজের হাতের আঙুল কেটে ফেলেন ময়ূর!
ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের ময়ূর তারাপারা। এক রাতে বন্ধুর বাসায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান ফেরার পর দেখেন, তাঁর বাম হাতের চার আঙুল নেই। কেউ শত্রুতা করে বা জাদুটোনায় এমন হয়েছে—পুলিশকে এমনটিই বলেন। তবে সন্দেহ হওয়ায় তদন্ত শুরু করে পুলিশ। এরপর যে সত্য বেরিয়ে আসে, তা বেশ অদ্ভুত এবং অকল্পনীয়!
পুলিশকে ময়ূর তারাপারা বলেছিলেন, গত ৮ ডিসেম্বর রাতে মোটরসাইকেলে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। এ সময় আমরোলির বেদান্ত সার্কেলের কাছে রিং রোডে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। কিছু সময় পর জ্ঞান ফিরে এলে ময়ূর দেখেন, তাঁর বাম হাতের চারটি আঙুল কাটা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল যে আঙুলগুলো সম্ভবত কালো জাদুর উদ্দেশ্যে কেটে নেওয়া হয়েছে।
পরে আমরোলি পুলিশ স্টেশনে একটি মামলা হয়। সেই মামলা যায় সুরাট ক্রাইম ব্রাঞ্চে। তদন্ত কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এবং অন্যান্য তদন্ত শেষে দেখেন ময়ূর যা বলছেন, তা সত্য নয়। তাঁর হাতের আঙুল রাস্তায় পড়ে যাওয়ার পর কেটে যায়নি। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ময়ূর ছুরি দিয়ে নিজের বাম হাতের চার আঙুল নিজেই কেটে ফেলেছেন।
এরপর জিজ্ঞাসাবাদে ময়ূর স্বীকার করেন, তিনি আমরোলি রিং রোডে মোটরসাইকেল পার্ক করে নিজের হাতের আঙুল নিজেই কেটে ফেলেন। রক্তপ্রবাহ বন্ধ করতে কনুইয়ের কাছে শক্ত করে দড়ি বাঁধেন। এরপর তিনি ছুরি এবং আঙুলগুলো একটি ব্যাগে ভরে ফেলে দেন। ময়ূরের এক বন্ধু তাঁকে হাসপাতালে নিয়ে যান। একটি ব্যাগ থেকে তিনটি আঙুল উদ্ধার করা হয়েছে আর ছুরি আরেকটি ব্যাগে পাওয়া গেছে।
আনাভ জেমস নামে এক হিরা ব্যবসা প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন ৩২ বছর বয়সী ময়ূর। একটা সময় তাঁর আর চাকরি করতে ভালো লাগছিল না। কিন্তু আত্মীয়ের প্রতিষ্ঠান হওয়ায় বলতেও পারছিলেন না। চাকরি ছাড়ার আর কোনো উপায় না পেয়ে, নিজেকে চাকরির অযোগ্য প্রমাণ করতে নিজের হাতের আঙুল কেটে ফেলেন ময়ূর!
টানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
১ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেটিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে অথবা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। , , যোগাযোগমাধ্যম, সুপ্রিম কোর্ট, আদা
১৩ ঘণ্টা আগে