Ajker Patrika

হরদীপের ঘনিষ্ঠ সহযোগী পান্নুনের সম্পত্তি জব্দ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৩৬
হরদীপের ঘনিষ্ঠ সহযোগী পান্নুনের সম্পত্তি জব্দ

খালিস্তান আন্দোলনের নেতা শিখ ধর্মাবলম্বী হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে ভারত-কানাডা সম্পর্কে চলছে টানাপোড়েন। এরই মধ্যে হরদীপের ঘনিষ্ঠ সহযোগী শীর্ষ আরেক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার সম্পত্তি জব্দ করেছে ভারতের শীর্ষ তদন্ত সংস্থা। খবর ডনের। 

ওই শিখ নেতার নাম গুরুপতবন্ত সিং পান্নুন। তাঁকে কানাডাভিত্তিক একজন আইনজীবী মনে করা হয়। ২০২০ সালে ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে ‘সন্ত্রাসী’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে এবং সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় রাখা হয়েছিল। 
পান্নুন যুক্তরাষ্ট্রভিত্তিক শিখস ফর জাস্টিসেরও (এসএফজে) প্রতিষ্ঠাতা, যার কানাডা অধ্যায়ের নেতৃত্বে ছিলেন নিজ্জার।

ভারতে নিষিদ্ধ এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তান নামে শিখদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার।

চলতি সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ্জার হত্যাকাণ্ডে ‘ভারত সরকারের এজেন্ট জড়িত থাকার বিশ্বাসযোগ্য কারণ আছে’ বলে দাবি করলে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিতর্ক ও উত্তেজনা চরমে পৌঁছায়।

ট্রুডোর অভিযোগকে অবশ্য ‘ভিত্তিহীন বলে খারিজ করে দেয় নয়াদিল্লি। পান্নুন দুই দেশের এই টানাপোড়েনে নিজেকে জড়ান এবং এক ভিডিও প্রকাশ করেন, যেখানে কানাডায় বসবাসরত হিন্দুদের ‘ভারতে ফিরে যেতে’ বলেন। একই সঙ্গে দাবি করেন, তারা (হিন্দুরা) নয়াদিল্লির পাশে থাকার মাধ্যমে একটি কট্টর ‘জাতিগত কৌশল’ গ্রহণ করেছে।

ভারতীয় একটি সংবাদ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পান্নুন দাবি করেন, নিজ্জার তাঁর ‘ঘনিষ্ঠ সহযোগী’ এবং কাছের ‘ছোট ভাই’ ছিলেন। তিনি নিজ্জার হত্যার জন্য ভারতকে সরাসরি দায়ী করেন। এরই প্রতিক্রিয়ায় মূলত তাঁর সম্পত্তি জব্দ করা হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত