ভারতের বিভিন্ন প্রদেশে খুলছে স্কুল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১০: ০০

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে ভারত। দৈনিক শনাক্ত ৪০ হাজারের কাছাকাছি নেমে এসেছে দেশটিতে। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় এরই মধ্যে বিভিন্ন প্রদেশ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার স্কুলে গেছে পাঞ্জাব ও ছত্তিশগড়ের শিক্ষার্থীরা। এর আগে মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয় স্কুল।

করোনার কারণে গত বছরের মার্চ থেকেই বন্ধ করে দেওয়া হয় ভারতের সব শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইনে চলে শিক্ষা কার্যক্রম। চলতি বছরের প্রথম দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কয়েকটি প্রদেশে ৫০ শতাংশ শিক্ষার্থীর শারীরিক উপস্থিতিতে শুরু হয় ক্লাস। কিন্তু দ্বিতীয় ঢেউ দেখা দিলে আবারও বন্ধ করে ফেলতে হয় স্কুল।

এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্কুল খুলে দেওয়া হয়েছে। ১৬ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে চলবে উত্তর প্রদেশ ও অন্ধ্র প্রদেশের স্কুল। তবে ৫০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত