ছিল প্রধানমন্ত্রীত্বের আকাঙ্ক্ষা, ডায়েরিতে সোনিয়া–রাহুল সম্পর্কে যা লিখেছেন প্রণব মুখার্জী

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০০: ২৫
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১: ৩৯

২০০৪ সালে শর্মিষ্ঠা মুখার্জী তাঁর বাবা প্রণব মুখার্জীর কাছে জানতে চেয়েছিলেন—তাঁর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কি–না। এক রহস্যময় প্রতিক্রিয়া দেখিয়ে প্রণবের জবাব ছিল—‘না, তিনি আমাকে প্রধানমন্ত্রী বানাবেন না।’ 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে বাবাকে নিয়ে লেখা শর্মিষ্ঠা মুখার্জীর স্মৃতিচারণমূলক বই ‘ইন প্রণব, মাই ফাদার: এ ডটার রিমেম্বার্স’। বইটি নিয়ে এরই মধ্যেই একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে এনডিটিভিতে। মূলত ২০০৪ সালের নির্বাচনে কংগ্রেস বিজয়ী হলে এবং প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত থেকে সোনিয়া গান্ধী সরে দাঁড়ালে শীর্ষ এই পদের অন্যতম দাবিদার প্রণব মুখার্জীর মানসিক অবস্থার চিত্র পাওয়া যাবে বইটিতে। 

এক সময় কংগ্রসের মুখপাত্র ছিলেন শর্মিষ্ঠা মুখার্জী। যদিও ২০২১ সালে তিনি রাজনীতি ছেড়ে দেন। নতুন বইয়ে তিনি তাঁর বাবার বর্ণাঢ্য জীবনের একটি আভাস দিয়েছেন এবং বলেছেন—তাঁকে প্রধানমন্ত্রী না করার কারণে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে তাঁর কোনো ক্ষোভ ছিল না। সেই সময় প্রধানমন্ত্রী হওয়া মনমোহন সিংয়ের প্রতিও তাঁর কোনো ঈর্ষা ছিল না। 

বইটিতে বাবা প্রণব মুখার্জীর লেখা ডায়েরি, পিতা–কন্যার একান্ত আলাপচারিতা এবং গবেষণায় উদ্‌ঘাটিত প্রণবের রাজনৈতিক জীবনের অজানা দিকগুলো উন্মোচনের চেষ্টা করেছেন শর্মিষ্ঠা। 

প্রণব মুখার্জী একসময় ভারতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীকালে পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন। সর্বশেষ তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন। ২০২০ সালের ৩১ আগস্ট ৮৪ বছর বয়সে তিনি মারা যান। 

প্রণব কন্যা শর্মিষ্ঠার বইয়ে উঠে এসেছে—২০০৪ সালের লোকসভা নির্বাচনে একক গরিষ্ঠতা পাওয়া দল কংগ্রেসের সভাপতি হিসেবে সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তে কংগ্রেস ছাড়াও অংশীদার দলগুলোর সম্পূর্ণ সমর্থন ছিল। কিন্তু সোনিয়া এই পদে আসীন হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাঁর এই সিদ্ধান্ত দল মত নির্বিশেষে ভারতের সর্বস্তরের মানুষকে হতবাক করে দিয়েছিল। 

বইটিতে ‘দ্য পিএম ইন্ডিয়া নেভার হ্যাড’ শিরোনামের অধ্যায়ে শর্মিষ্ঠা লিখেছেন, ‘প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে সোনিয়ার সিদ্ধান্তের পর গণমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা–কল্পনা শুরু হয়।’ 

আরও লিখেছেন, ‘ড. মনমোহন সিং এবং প্রণবের নাম এই পদের জন্য শীর্ষ প্রতিযোগী হিসেবে আলোচনায় ছিল। বাবা ভয়ংকর ব্যস্ত থাকায় কয়েক দিন তাঁর সঙ্গে আমার দেখা করার সুযোগ হয়নি। কিন্তু আমি তাঁর সঙ্গে ফোনে কথা বলেছি। উচ্ছ্বসিতভাবে তাঁকে জিজ্ঞাসা করেছি—তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কি–না। তাঁর ভোঁতা জবাব ছিল—না, তিনি আমাকে প্রধানমন্ত্রী করবেন না। মনমোহন সিং হবেন।’ 

সে সময় কে হচ্ছেন প্রধানমন্ত্রী—সোনিয়ার ঘোষণার অপেক্ষায় থাকা ঔৎসুক্য ফুটে উঠেছিল প্রণবের কণ্ঠে। এ বিষয়ে শর্মিষ্ঠাকে  তিনি বলেছিলেন, ‘কিন্তু তাঁর (সোনিয়া) দ্রুত ঘোষণা করা উচিত। এই অনিশ্চয়তা দেশের জন্য ভালো নয়।’ 

লেখক বইটিতে মত দিয়েছেন—তাঁর বাবা প্রণব মুখার্জী যদি প্রধানমন্ত্রী না হতে পেরে হতাশ হয়ে থাকেন তবে সেই বিষয়টি তাঁর ডায়েরিতে প্রতিফলিত হয়নি। তিনি এক সাংবাদিককে বলেছিলেন, সোনিয়া গান্ধীর কাছে প্রধানমন্ত্রী হওয়ার কোনো প্রত্যাশা ছিল না তাঁর।’

 ‘১৯ মে প্রায় হাঁফ ছেড়ে বাঁচার মতো জট খুলে গেছে। সমস্যার সমাধান হয়েছে। মনমোহন সিং প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। মনমোহন এবং সোনিয়া জি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং রাষ্ট্রপতি মনমোহন সিংকে সরকার গঠনের আদেশ দিতে পেরে খুশি হয়েছেন।’ 

শর্মিষ্ঠা মুখোপাধ্যায় উল্লেখ করেছেন, যদিও সেই সময়ে তাঁর বাবা আর কিছু লেখেননি, ৩১ ডিসেম্বর বছরের বড় ঘটনাগুলো বর্ণনা করার সময়, তিনি লিখেছেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক ছিল প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করতে অস্বীকার করে সোনিয়া গান্ধীর আত্মত্যাগ। দলের ভেতরে এবং বাইরের চাপ সত্ত্বেও তিনি রাজি হননি। তার সিদ্ধান্ত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তিক্ত সংঘাত থেকে দেশকে বাঁচিয়েছে।’ 

তিনি আরও লিখেছেন, তাঁর বাবা সোনিয়া গান্ধীকে দেখতেন ‘বুদ্ধিমতি, পরিশ্রমী এবং শিখতে আগ্রহী’ একজন ব্যক্তি হিসেবে। একবার তিনি আমাকে বলেছিলেন যে অনেক রাজনৈতিক নেতার বিপরীতে, তাঁর সবচেয়ে বড় শক্তি হলো তিনি তার দুর্বলতাগুলো জানতেন এবং সেগুলো কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক ছিলেন। তিনি জানতেন যে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার অভাব ছিল। ভারতীয় রাজনীতি ও সমাজের জটিলতাগুলো বোঝার তিনি কঠোর পরিশ্রম করেছে।’ 

রাহুল গান্ধী সম্পর্কে ডায়েরির প্রথম দিকের একটি উল্লেখ রয়েছে ২০০৯ সালের ২৯ জানুয়ারি। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সে বছর আসন্ন লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা প্রসঙ্গে লিখেছেন প্রণব মুখার্জী। 

এরপরে, রাহুল গান্ধীর তাঁর বাসভবনে এসে সাক্ষাৎ করার বিষয়ও ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি।

প্রণব মুখার্জী রাহুল গান্ধীকে ‘খুবই বিনয়ী’ এবং ‘জিজ্ঞাসু’ বলে বর্ণনা করেছেন। তিনি রাহুলের এ আচরণকে শেখার আকাঙ্ক্ষার চিহ্ন বলে মনে করতেন। কিন্তু তিনি এও অনুভব করেছিলেন যে, রাহুল ‘এখনও রাজনৈতিকভাবে অপরিপক্ব’। 

বইয়ে শর্মিষ্ঠা লিখেছেন, রাহুল রাষ্ট্রপতি ভবনে প্রণবের সঙ্গে দেখা করতে যেতেন, যদিও খুব ঘন ঘন নয়। প্রণব তাঁকে মন্ত্রিসভায় যুক্ত হতে এবং সরকার পরিচালনায় হাতেকলমে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দিতেন। রাহুল স্পষ্টতই উপদেশে কান দেননি, যেমনটি আমরা সবাই জানি।— লিখেছেন শর্মিষ্ঠা।

আগামী ১১ ডিসেম্বর প্রণব মুখার্জীর জন্মবার্ষিকী উপলক্ষে বইটি প্রকাশিত হবে। বইটিতে বলা হয়েছে—‘যদি কোনো প্রত্যাশা না থাকে তবে হতাশারও কিছু নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত