অনলাইন ডেস্ক
ভারতে ৭৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এ মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন ৪৩ জন। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন কংগ্রেস থেকে ১৬ মাস আগে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত বছরের মার্চে তিনি কংগ্রেস ছেড়েছিলেন।
কংগ্রেস ছাড়ার সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন, মধ্য প্রদেশে কংগ্রেসের ১৫ মাসের শাসনামলে দুর্নীতির ছড়াছড়ি ছিল। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখা হয়নি।
গুঞ্জন শোনা গেছে, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোয়ালিয়রের রাজ পরিবারের শেষ মহারাজা জীবজীরাও সিন্ধিয়ার নাতি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ২০০২ সালের ফেব্রুয়ারিতে গুনা জেলা থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। ২০০৪ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি রাজ্যের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ভারতের মন্ত্রিসভায় বড় রদবদল নিয়ে সারা দিনই আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা ঢেলে সাজানোর কথা বলেছিলেন। দপ্তর বদল থেকে শুরু করে মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ যুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী নিজেদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ মাথায় নিয়েই পদত্যাগ করেছেন। পরে এর সঙ্গে যোগ দেন আরও ১০ মন্ত্রী–প্রতিমন্ত্রী। তাঁদের সবার পদত্যাগপত্র ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াসহ নানা কারণেই মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিয়েছিল মোদি সরকার। সেই ঘোষণা মেনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন। এর মধ্যে সবাই অবশ্য নতুন নন। কেউ কেউ পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। একেবারে নতুন সদস্য হিসেবে মন্ত্রিসভায় ৩৬ জন যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ভারতে ৭৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এ মন্ত্রিসভায় সদস্য হিসেবে রয়েছেন ৪৩ জন। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন কংগ্রেস থেকে ১৬ মাস আগে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গত বছরের মার্চে তিনি কংগ্রেস ছেড়েছিলেন।
কংগ্রেস ছাড়ার সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন, মধ্য প্রদেশে কংগ্রেসের ১৫ মাসের শাসনামলে দুর্নীতির ছড়াছড়ি ছিল। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখা হয়নি।
গুঞ্জন শোনা গেছে, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোয়ালিয়রের রাজ পরিবারের শেষ মহারাজা জীবজীরাও সিন্ধিয়ার নাতি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ২০০২ সালের ফেব্রুয়ারিতে গুনা জেলা থেকে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন। ২০০৪ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। ২০০৯ সালে তিনি রাজ্যের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ভারতের মন্ত্রিসভায় বড় রদবদল নিয়ে সারা দিনই আলোচনা চলছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভা ঢেলে সাজানোর কথা বলেছিলেন। দপ্তর বদল থেকে শুরু করে মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ যুক্ত হওয়ার বিষয়ে নানা আলোচনা শুরু হয়। এর মধ্যেই স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী নিজেদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ মাথায় নিয়েই পদত্যাগ করেছেন। পরে এর সঙ্গে যোগ দেন আরও ১০ মন্ত্রী–প্রতিমন্ত্রী। তাঁদের সবার পদত্যাগপত্র ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ গ্রহণ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়াসহ নানা কারণেই মন্ত্রিসভা রদবদলের ঘোষণা দিয়েছিল মোদি সরকার। সেই ঘোষণা মেনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেন। এর মধ্যে সবাই অবশ্য নতুন নন। কেউ কেউ পদোন্নতি পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। একেবারে নতুন সদস্য হিসেবে মন্ত্রিসভায় ৩৬ জন যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।
জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়ার সঙ্গে তাঁর করা গ্যাস চুক্তিগুলো জার্মানির ব্যবসা এবং মস্কোর সঙ্গে শান্তি রক্ষার উদ্দেশ্যে করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ২০০৮ সালে ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে বাধা না দিলে, যুদ্ধ আরও অনেক আগেই শু
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়া একটি গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরির কারখানা সম্প্রসারণ করছে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার বিশেষজ্ঞরা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এই কারখানায় এমন একটি স্বল্প-পাল্লার মিসাইল তৈরি হয় যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করছে।
২ ঘণ্টা আগেগত ৮ থেকে ১১ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান হাওয়াইয়ের মাওয়ি দ্বীপের ৩০ বছর বয়সী অভিযাত্রী হান্নাহ কোবায়াশি। এবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে হান্নাহর বাবাকে।
৩ ঘণ্টা আগেগত জুলাইয়ে নিরঙ্কুশ জয় নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। কনজারভেটিভ পার্টির ঋষি সুনাকের ব্যর্থতার পর পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব কাঁধে নেন স্টারমার।
৪ ঘণ্টা আগে