কলকাতা প্রতিনিধি
রাজনীতিতে চিরস্থায়ী শত্রুতা বা বন্ধুত্ব বলে কিছু নেই। নেই আদর্শগত স্থায়িত্ব বলেও কোনো কিছু। বিহারের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে এই সত্যই আবারও প্রমাণিত হলো নতুন করে। বুধবার অষ্টমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নেতা ৭২ বছর বয়সী নিতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নেতা তেজস্বী যাদব।
এই শপথ গ্রহণের মধ্যে দিয়েই শুরু হলো ভারতীয় রাজনীতির নয়া সমীকরণ। বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েই বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাংবাদিকদের নিতীশ বলেছেন, ‘প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আমি নেই। তবে ২০১৪ সালে উনি (নরেন্দ্র মোদী) জিতলেও ২০২৪ সালে জিতবেন তো?’ তবে, বিজেপির অভিযোগ, ‘নিতীশ কুমার বিহারের জনগণ ও বিজেপির সঙ্গে প্রতারণা করেছেন। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।
এর আগে, ২০১৫ সালেও নিতীশ ও লালু প্রাসাদ যাদবের ছেলে তেজস্বী মিলে জোট গঠন করে সরকার গঠন করেছিলেন। কিন্তু বেশি দিন টেকেনি জেডিইউ ও আরজেডির আঁতাত। সেই জোট ভেঙে ২০১৭ সালে বিজেপির সঙ্গে জোট বাঁধেন নিতীশ। সর্বশেষ, ২০২২ সালে আবার বিজেপি ছেড়ে বিহারের রাজনীতিতে অসাম্প্রদায়িক শক্তি হিসাবে পরিচিত আরজেডি, বাম ও কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন নিতীশ।
বারবার জোট বদলের এই ঘটনায় বিহারের রাজনীতিতে নিতীশকে ‘সুবিধাবাদী বা ক্ষমতালোভী’ বলে কটাক্ষ হজম করতে হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ভারতের রাজনীতিতে দল বা জোট বদল বহুদিন ধরেই খুবই স্বাভাবিক। আদর্শের চেয়েও এখানে ক্ষমতার স্বাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে। বিজেপির সঙ্গে জোট করে শিবসেনা নির্বাচনে জিতলেও পরে তাদের ছেড়ে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট করে সরকার গঠন করেছিলেন উদ্ধব ঠাকরে। তবে সম্প্রতি শিবসেনা দলটাকেই ভেঙে মহারাষ্ট্রে ক্ষমতায় প্রত্যাবর্তন করে জয়ের হাসি হাসে বিজেপি।
সেই হাসির রেশ থাকতে থাকতেই বিজেপিকে শক্ত একটি ধাক্কা দিল বিহার। রাজ্য বিজেপির সভাপতি সঞ্জয় জাসওয়াল অবশ্য মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টানতে নারাজ। তাঁর মতে, মহারাষ্ট্রে শিবসেনা বেইমানি করেছিল, তাই সবক শিখিয়েছেন তাঁরা। আর বিহারে জেডিইউ ভাঙার কোনো চেষ্টাই নাকি বিজেপি করেনি।
দীর্ঘদিন গণমাধ্যমের সামনে নীরব থাকলেও সঞ্জয়ের পাল্টা জবাব দিয়েছেন নিতীশ। তিনিও মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টানতে নারাজ। তাঁর ইঙ্গিত, বিজেপি গত বিধানসভা নির্বাচনের সময় থেকে জেডিইউকে দুর্বল করার চেষ্টা করেছে। তাই দলের বিধায়কদের পরামর্শেই জোট বদল। আরজেডি, সিপিএম, সিপিআইএমএল, কংগ্রেসসহ সাতটি দলের এই মহাজোট দীর্ঘস্থায়ী হবে বলেও দাবি করেছেন তিনি। নিতীশের মতে, তেজস্বী এখন অনেকটাই সমঝদার। ফলে সরকার চালাতে খুব অসুবিধা হবে না। নতুন মন্ত্রিসভা শিগগিরই সম্প্রসারিত হবে। সেই মন্ত্রিসভায় কংগ্রেসও যাতে যোগ দেয় তার চেষ্টাও চলছে।
বিহারের এই রাজনৈতিক পালাবদলের ছায়া জাতীয় রাজনীতিতেও পড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে বিজেপির প্রত্যাবর্তনে বিরোধীরা কোণঠাসা হয়ে পড়লেও এবার তাঁরা বাড়তি অক্সিজেন পেলেন। কেবল তাই নয়, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় নিতীশদের ৫ সদস্যের সমর্থন হারিয়ে সংখ্যালঘু হয়ে পড়ল শাসক জোট। বিজেপিতে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির উত্থানের পর এনডিএ জোট ছাড়ার তালিকাও দীর্ঘতর হচ্ছে। শিবসেনা, শিরোমণি আকালি দল, টিডিপি, ওয়াইএসআরসি আগেই তাঁদের সঙ্গ ত্যাগ করেছে। এবার সেই দলে নাম লেখাল জেডিইউ।
এ প্রসঙ্গে বর্ষীয়ান এনসিপি নেতা শারদ পাওয়ার মন্তব্য করেছেন, শরিক দলকে ধ্বংস করাকেই অগ্রাধিকার দেয় বিজেপি। তাই বিজেপির সঙ্গে যে দলই জোট করুক না কেন জোটধর্ম না মেনে সেই দলেরই ক্ষতি করায় বেশি মনোযোগী হন বিজেপি নেতারা।
রাজনীতিতে চিরস্থায়ী শত্রুতা বা বন্ধুত্ব বলে কিছু নেই। নেই আদর্শগত স্থায়িত্ব বলেও কোনো কিছু। বিহারের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে এই সত্যই আবারও প্রমাণিত হলো নতুন করে। বুধবার অষ্টমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নেতা ৭২ বছর বয়সী নিতীশ কুমার। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নেতা তেজস্বী যাদব।
এই শপথ গ্রহণের মধ্যে দিয়েই শুরু হলো ভারতীয় রাজনীতির নয়া সমীকরণ। বিজেপির সঙ্গে জোট ভেঙে বিরোধীদের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হয়েই বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাংবাদিকদের নিতীশ বলেছেন, ‘প্রধানমন্ত্রিত্বের দৌড়ে আমি নেই। তবে ২০১৪ সালে উনি (নরেন্দ্র মোদী) জিতলেও ২০২৪ সালে জিতবেন তো?’ তবে, বিজেপির অভিযোগ, ‘নিতীশ কুমার বিহারের জনগণ ও বিজেপির সঙ্গে প্রতারণা করেছেন। জনগণই এর উপযুক্ত জবাব দেবে।
এর আগে, ২০১৫ সালেও নিতীশ ও লালু প্রাসাদ যাদবের ছেলে তেজস্বী মিলে জোট গঠন করে সরকার গঠন করেছিলেন। কিন্তু বেশি দিন টেকেনি জেডিইউ ও আরজেডির আঁতাত। সেই জোট ভেঙে ২০১৭ সালে বিজেপির সঙ্গে জোট বাঁধেন নিতীশ। সর্বশেষ, ২০২২ সালে আবার বিজেপি ছেড়ে বিহারের রাজনীতিতে অসাম্প্রদায়িক শক্তি হিসাবে পরিচিত আরজেডি, বাম ও কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন নিতীশ।
বারবার জোট বদলের এই ঘটনায় বিহারের রাজনীতিতে নিতীশকে ‘সুবিধাবাদী বা ক্ষমতালোভী’ বলে কটাক্ষ হজম করতে হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ভারতের রাজনীতিতে দল বা জোট বদল বহুদিন ধরেই খুবই স্বাভাবিক। আদর্শের চেয়েও এখানে ক্ষমতার স্বাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে মহারাষ্ট্রেও একই ঘটনা ঘটেছে। বিজেপির সঙ্গে জোট করে শিবসেনা নির্বাচনে জিতলেও পরে তাদের ছেড়ে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট করে সরকার গঠন করেছিলেন উদ্ধব ঠাকরে। তবে সম্প্রতি শিবসেনা দলটাকেই ভেঙে মহারাষ্ট্রে ক্ষমতায় প্রত্যাবর্তন করে জয়ের হাসি হাসে বিজেপি।
সেই হাসির রেশ থাকতে থাকতেই বিজেপিকে শক্ত একটি ধাক্কা দিল বিহার। রাজ্য বিজেপির সভাপতি সঞ্জয় জাসওয়াল অবশ্য মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টানতে নারাজ। তাঁর মতে, মহারাষ্ট্রে শিবসেনা বেইমানি করেছিল, তাই সবক শিখিয়েছেন তাঁরা। আর বিহারে জেডিইউ ভাঙার কোনো চেষ্টাই নাকি বিজেপি করেনি।
দীর্ঘদিন গণমাধ্যমের সামনে নীরব থাকলেও সঞ্জয়ের পাল্টা জবাব দিয়েছেন নিতীশ। তিনিও মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টানতে নারাজ। তাঁর ইঙ্গিত, বিজেপি গত বিধানসভা নির্বাচনের সময় থেকে জেডিইউকে দুর্বল করার চেষ্টা করেছে। তাই দলের বিধায়কদের পরামর্শেই জোট বদল। আরজেডি, সিপিএম, সিপিআইএমএল, কংগ্রেসসহ সাতটি দলের এই মহাজোট দীর্ঘস্থায়ী হবে বলেও দাবি করেছেন তিনি। নিতীশের মতে, তেজস্বী এখন অনেকটাই সমঝদার। ফলে সরকার চালাতে খুব অসুবিধা হবে না। নতুন মন্ত্রিসভা শিগগিরই সম্প্রসারিত হবে। সেই মন্ত্রিসভায় কংগ্রেসও যাতে যোগ দেয় তার চেষ্টাও চলছে।
বিহারের এই রাজনৈতিক পালাবদলের ছায়া জাতীয় রাজনীতিতেও পড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে বিজেপির প্রত্যাবর্তনে বিরোধীরা কোণঠাসা হয়ে পড়লেও এবার তাঁরা বাড়তি অক্সিজেন পেলেন। কেবল তাই নয়, ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় নিতীশদের ৫ সদস্যের সমর্থন হারিয়ে সংখ্যালঘু হয়ে পড়ল শাসক জোট। বিজেপিতে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির উত্থানের পর এনডিএ জোট ছাড়ার তালিকাও দীর্ঘতর হচ্ছে। শিবসেনা, শিরোমণি আকালি দল, টিডিপি, ওয়াইএসআরসি আগেই তাঁদের সঙ্গ ত্যাগ করেছে। এবার সেই দলে নাম লেখাল জেডিইউ।
এ প্রসঙ্গে বর্ষীয়ান এনসিপি নেতা শারদ পাওয়ার মন্তব্য করেছেন, শরিক দলকে ধ্বংস করাকেই অগ্রাধিকার দেয় বিজেপি। তাই বিজেপির সঙ্গে যে দলই জোট করুক না কেন জোটধর্ম না মেনে সেই দলেরই ক্ষতি করায় বেশি মনোযোগী হন বিজেপি নেতারা।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
৯ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১০ ঘণ্টা আগে