অনলাইন ডেস্ক
ভারতের গুজরাটে একটি যাত্রীবাহী বাস ও একটি এসইউভি গাড়ির (একধরনের স্পোর্টস কার) মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৯ জন। আজ শনিবার ভোরে গুজরাটের নবসারি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
নবসারির পুলিশ সুপার ঋশিকেশ উপাধ্যায় বলেছেন, ‘সুরাটের একটি অনুষ্ঠান থেকে একটি যাত্রীবাহী বাস নবসারি মহাসড়কের ৪৮ নম্বর রোড ধরে ভালসাদের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বাসটির চালকের হঠাৎ হার্ট অ্যাটাক হলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ফরচুনার গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা আটজন যাত্রী নিহত হন। অন্যদিকে বাসের মধ্যে থাকা ২৯ যাত্রী আহত হন। এদের মধ্যে ১১ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন।’
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ‘নবসারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য আমি ব্যথিত। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেওয়া হবে।’
পুলিশ সুপার বলেছেন, এসইউভি গাড়ির যাত্রীরা গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভালসাদ থেকে ফিরছিল।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘নবসারির দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের শোক সইবার শক্তি দিন। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ভারতের গুজরাটে একটি যাত্রীবাহী বাস ও একটি এসইউভি গাড়ির (একধরনের স্পোর্টস কার) মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৯ জন। আজ শনিবার ভোরে গুজরাটের নবসারি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
নবসারির পুলিশ সুপার ঋশিকেশ উপাধ্যায় বলেছেন, ‘সুরাটের একটি অনুষ্ঠান থেকে একটি যাত্রীবাহী বাস নবসারি মহাসড়কের ৪৮ নম্বর রোড ধরে ভালসাদের দিকে যাচ্ছিল। পথের মধ্যে বাসটির চালকের হঠাৎ হার্ট অ্যাটাক হলে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন বাসটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ফরচুনার গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা আটজন যাত্রী নিহত হন। অন্যদিকে বাসের মধ্যে থাকা ২৯ যাত্রী আহত হন। এদের মধ্যে ১১ জনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত বাসচালককে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন।’
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেছেন, ‘নবসারিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য আমি ব্যথিত। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর তহবিল থেকে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেওয়া হবে।’
পুলিশ সুপার বলেছেন, এসইউভি গাড়ির যাত্রীরা গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা বলে জানা গেছে। তারা ভালসাদ থেকে ফিরছিল।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘নবসারির দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের শোক সইবার শক্তি দিন। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১৪ মিনিট আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
২০ মিনিট আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
২ ঘণ্টা আগেনিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘মানবতার শত্রু’ বলে অবহিত করেছেন নেতানিয়াহু। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত, মানবতাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সেটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগে