অনলাইন ডেস্ক
হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের সিকিম রাজ্য বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের যোগাযোগব্যবস্থা। এই অবস্থায় রাজ্যটিতে ভ্রমণ স্থগিত করতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সরকার। ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগ পর্যটকদের জন্য একটি সতর্কবার্তা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ‘যেসব পর্যটক সিকিমে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তাঁদের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ভ্রমণ স্থগিত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।’ এই ঘোষণা এমন এক সময়ে এল, যার ঠিক আগে মুখ্যমন্ত্রী তামাং রাজ্যের পর্যটন বিভাগকে পর্যটকদের অনুমতি না দেওয়ার বিষয়ে অনুরোধ করেছেন।
মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সরকারের পর্যটন বিভাগের প্রতি নির্দেশ দেন, যেন আজ শুক্রবার থেকে সমগো হ্রদ, বাবা মন্দির এবং নাথুলা পাস এলাকায় পর্যটকদের ভ্রমণের কোনো অনুমতি না দেওয়া হয়। তাঁর নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে পর্যটনের অনুমতি দেওয়া বন্ধ করে দেয় রাজ্য পর্যটন বিভাগ।
সতর্কবার্তা প্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকার বন্যার কারণে আটকে পড়া পর্যটকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে। রাজ্যের পর্যটন বিভাগ জানিয়েছে, যেসব পর্যটক আটকে পড়েছেন, তাঁদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আজ শুক্রবার থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে তারা।
বন্যাকবলিত মানাং জেলায়ই কেবল ৩ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই এলাকা ছাড়াও লাচুং ও লাচিন এলাকায় যত পর্যটক আটকে পড়েছেন, তাঁদের শিগগিরই উদ্ধার করা হবে। এ বিষয়ে রাজ্যের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘লাচুং ও লাচিন এলাকায় যেসব পর্যটক আটকে পড়েছেন, তাঁদের কাছ থেকে খবর পেয়েছি, এখন পর্যন্ত খারাপ কিছু ঘটেনি।’
অন্য এক নির্দেশিকায় সিকিম সরকার তিস্তা অববাহিকায় অবস্থিত সব হোটেল, ট্রাভেল এজেন্ট, টুরিস্ট ট্যাক্সিচালক ও পর্যটন খাতের সঙ্গে যুক্ত অন্য অংশীদারদের আটকে পড়া পর্যটকদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের সিকিম রাজ্য বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের যোগাযোগব্যবস্থা। এই অবস্থায় রাজ্যটিতে ভ্রমণ স্থগিত করতে পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সরকার। ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগ পর্যটকদের জন্য একটি সতর্কবার্তা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ‘যেসব পর্যটক সিকিমে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তাঁদের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ভ্রমণ স্থগিত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।’ এই ঘোষণা এমন এক সময়ে এল, যার ঠিক আগে মুখ্যমন্ত্রী তামাং রাজ্যের পর্যটন বিভাগকে পর্যটকদের অনুমতি না দেওয়ার বিষয়ে অনুরোধ করেছেন।
মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সরকারের পর্যটন বিভাগের প্রতি নির্দেশ দেন, যেন আজ শুক্রবার থেকে সমগো হ্রদ, বাবা মন্দির এবং নাথুলা পাস এলাকায় পর্যটকদের ভ্রমণের কোনো অনুমতি না দেওয়া হয়। তাঁর নির্দেশের পর আনুষ্ঠানিকভাবে পর্যটনের অনুমতি দেওয়া বন্ধ করে দেয় রাজ্য পর্যটন বিভাগ।
সতর্কবার্তা প্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকার বন্যার কারণে আটকে পড়া পর্যটকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে। রাজ্যের পর্যটন বিভাগ জানিয়েছে, যেসব পর্যটক আটকে পড়েছেন, তাঁদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আজ শুক্রবার থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে তারা।
বন্যাকবলিত মানাং জেলায়ই কেবল ৩ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই এলাকা ছাড়াও লাচুং ও লাচিন এলাকায় যত পর্যটক আটকে পড়েছেন, তাঁদের শিগগিরই উদ্ধার করা হবে। এ বিষয়ে রাজ্যের পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘লাচুং ও লাচিন এলাকায় যেসব পর্যটক আটকে পড়েছেন, তাঁদের কাছ থেকে খবর পেয়েছি, এখন পর্যন্ত খারাপ কিছু ঘটেনি।’
অন্য এক নির্দেশিকায় সিকিম সরকার তিস্তা অববাহিকায় অবস্থিত সব হোটেল, ট্রাভেল এজেন্ট, টুরিস্ট ট্যাক্সিচালক ও পর্যটন খাতের সঙ্গে যুক্ত অন্য অংশীদারদের আটকে পড়া পর্যটকদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি আলোচনা শুরুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। আজ শনিবার ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অটল প্রতিরোধ গড়ে তোলার প্রমাণ। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা গ্রেপ্তার স্থানীয় পুলিশ স্বেচ্ছাসেবী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। আগামী সোমবার তাঁর সাজা ঘোষণা করা হবে। আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
৩ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
৪ ঘণ্টা আগে