Ajker Patrika

‘তালেবানকে সত্যিকারের শরিয়াহ আইন মেনে চলতে হবে’

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৪
‘তালেবানকে সত্যিকারের শরিয়াহ আইন মেনে চলতে হবে’

তালেবানকে সত্যিকারের শরিয়াহ আইন মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বুধবার তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

মুফতি বলেন, তালেবান যদি আফগানিস্তানের শাসন করতে চায়, তাহলে তাদের সত্যিকারের শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। তাদের কোরআনে নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের যে অধিকারের কথা বলা আছে, তা নিশ্চিত করতে হবে। যদি তালেবান মহানবী মুহাম্মাদ (স.)-এর মদিনা সরকারকে অনুসরণ করে, তাহলে তারা বিশ্বের বুকে উদাহরণ তৈরি করতে পারবে। 

তালেবানকে কট্টরপন্থী চিন্তাধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেন, সত্যিকারের শরিয়াহ আইন মেনে না চললে তাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাণিজ্য করা কঠিন হয়ে যাবে। যদি তাঁরা কট্টরপন্থী চিন্তা থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে আফগানিস্তানের জনগণের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। 

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। অভিযোগ রয়েছে, পাকিস্তান সাহায্য করছে আফগানিস্তানে বর্তমান এই শাসকগোষ্ঠীকে। তবে পাকিস্তান এটি অস্বীকার করেছে। এরই মধ্যে আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে আফগানিস্তানের একসময়ের বিদ্রোহী গোষ্ঠীটি। আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে যে কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার তাদের রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত