অনলাইন ডেস্ক
ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) অক্সিজেন সঙ্কটে ১১ জন করোনা রোগী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রায় ৪৫ মিনিটি ধরে হাসপাতালটিতে অক্সিজেন ছিল না।
জানা গেছে, অন্ধ্রপ্রদেশের ওই হাসপাতালটিতে এক হাজার করোনা রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ৭০০ জনই নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চিত্তুর জেলা কালেক্টর এম হরি নারায়ণন বলেন, সিলিন্ডারগুলো পুনরায় লোড করতে পাঁচ মিনিটের ব্যবধান ছিল । এই কারণে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে।
তিনি আরও বলেন, পাঁচ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সময় মেডিক্যাল স্টাফরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তামিল নাড়ুতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছানো দেরি হওয়ায় এই সঙ্কট দেখা দিয়েছিল।
অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। এর আগে গত রোববারও অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের একটি হাসপাতালে দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহ না থাকায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৬৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৫০ হাজার ২৫ জন।
ঢাকা: ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) অক্সিজেন সঙ্কটে ১১ জন করোনা রোগী মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রায় ৪৫ মিনিটি ধরে হাসপাতালটিতে অক্সিজেন ছিল না।
জানা গেছে, অন্ধ্রপ্রদেশের ওই হাসপাতালটিতে এক হাজার করোনা রোগী ভর্তি রয়েছে। যাদের মধ্যে ৭০০ জনই নিবিড় পরিচর্যা ইউনিটে(আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চিত্তুর জেলা কালেক্টর এম হরি নারায়ণন বলেন, সিলিন্ডারগুলো পুনরায় লোড করতে পাঁচ মিনিটের ব্যবধান ছিল । এই কারণে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটে।
তিনি আরও বলেন, পাঁচ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সময় মেডিক্যাল স্টাফরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তামিল নাড়ুতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছানো দেরি হওয়ায় এই সঙ্কট দেখা দিয়েছিল।
অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। এর আগে গত রোববারও অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদের একটি হাসপাতালে দুই ঘণ্টা অক্সিজেন সরবরাহ না থাকায় সাতজন করোনা রোগীর মৃত্যু হয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৬৬ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন দুই লাখ ৫০ হাজার ২৫ জন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার রাফাহ থেকে ফিলাডেলফি করিডরের দিকে তাদের অবস্থান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। হামাসের বরাত দিয়ে বেশ কয়েকটি স্থানীয় জানায় গণমাধ্যম রোববার ভোরে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে...
২০ মিনিট আগেনাইজেরিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ৭০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। গতকাল শনিবার দেশটির উত্তরাঞ্চলে সুলেজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে আজ রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
২৩ মিনিট আগেবলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার প্রধান আসামী মোহাম্মদ শরিফুল ইসলাম শেখজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্ভবত বাংলাদেশি নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী ও অন্যান্য প্রমাণ তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ইঙ্গিত দেয় বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকেই দেশটির ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তাঁর মিত্রদের দাবিকৃত ‘ডিপ স্টেট’ ভেঙে দেওয়ার পরিকল্পনায়ও তিনি দৃঢ়প্রতিজ্ঞ। জো বাইডেন প্রশাসনের কাছ থেকে ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে কাজ..
২ ঘণ্টা আগে