অনলাইন ডেস্ক
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার খালিস্তানপন্থীদের হত্যার অভিযোগ তোলেন দেশটির এক মন্ত্রী। এ দাবিকে ‘অসাড় ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককে তলব করেছে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত মঙ্গলবার কানাডার জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের উদ্দেশে বক্তব্যের সময় কানাডার উপপররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ডেভিড মরিসন এই অভিযোগ করেন।
আজ শনিবার (২ নভেম্বর) এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শুক্রবার কানাডার হাইকমিশনের এক প্রতিনিধিকে তলব করে একটি কূটনৈতিক চিঠি হস্তান্তর করা হয়েছে। চিঠিতে অমিত শাহের বিরুদ্ধে কানাডার ডেপুটি মন্ত্রীর ‘অসাড় ও ভিত্তিহীন’ মন্তব্যর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
তিনি আরও জানান, কানাডা স্বীকার করেছে, তাঁদের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টের কাছে সংবেদনশীল তথ্য দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের কাজ ভারত-কানাডা সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কানাডার উচ্চপদস্থ কর্মকর্তারা পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মিডিয়াতে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন ও অন্য দেশকে প্রভাবিত করতে চাচ্ছেন। এটি কানাডার বর্তমান সরকারের রাজনৈতিক অভিসন্ধি ও আচরণের বহিঃপ্রকাশ। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
তালিকা করে আঁড়িপাতা
কানাডা জাতীয় সাইবার হুমকির তালিকায় চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে ভারতকে ‘বৈরী দেশ’ হিসেবে তালিকাভুক্ত করার প্রসঙ্গে মুখপাত্র জয়সওয়াল বলেছেন, এটি প্রমাণবিহীন অভিযোগ। এটি ভারতের বিরুদ্ধে কানাডার আক্রমণাত্মক কৌশলের আরেকটি উদাহরণ।
মুখপাত্র আরও জানান, কিছু ভারতীয় কনস্যুলার কর্মকর্তাকে কানাডা সরকার জানিয়েছে, তাঁদের ওপর নজরদারি চালানো হয়েছে। তিনি এ ঘটনাকে কূটনৈতিক রীতিনীতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘কিছু ভারতীয় কনস্যুলার কর্মকর্তাকে কানাডা সরকার জানিয়েছে, তাঁদের ওপর অডিও ও ভিডিও মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। তাঁদের মোবাইল ফোনের ওপর আঁড়িপাতা হয়েছে। এ ধরনের কাজ কূটনৈতিক ও কনস্যুলার কনভেনশনের গুরুতর লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
দীপাবলি উদ্যাপন
কানাডায় দীপাবলি উদ্যাপন বাতিল করে দেন দেশটির বিরোধীদলীয় নেতা পিয়ের পোলিয়েভ। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে কিছু প্রতিবেদন আমরা দেখেছি। এটি দুঃখজনক যে, কানাডায় অসহিষ্ণুতা ও চরমপন্থার মাত্রা বেড়েছে।’
কানাডা সরকার ভারতীয় নাগরিকদের ভিসার সংখ্যা কমিয়ে দেওয়ার প্রসঙ্গে মুখপাত্র জানান, বর্তমানে কানাডায় অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও অস্থায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। তাঁদের পর্যবেক্ষণ করা হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছর অভিযোগ করেন, কানাডায় খালিস্তানিপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যায় ভারতীয় গুপ্তচরেরা জড়িত। তবে তিনি এর পক্ষে কোনো প্রমাণ দেননি। ভারত বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।
সর্বশেষ নিজ্জার হত্যাকাণ্ডে কানাডায় ভারতীয় হাইকমিশনারকে ‘সন্দেহভাজন’ বলে উল্লেখ করা হলে ভারত-কানাডা সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নেয়। ভারত এ নতুন অভিযোগকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে হাইকমিশনারসহ কয়েকজন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয়। পাশাপাশি কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস হুইলারসহ ছয়জন কূটনীতিককে দিল্লি ছাড়তে বাধ্য করে।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার খালিস্তানপন্থীদের হত্যার অভিযোগ তোলেন দেশটির এক মন্ত্রী। এ দাবিকে ‘অসাড় ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে দিল্লিতে নিযুক্ত কানাডার এক কূটনীতিককে তলব করেছে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত মঙ্গলবার কানাডার জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের উদ্দেশে বক্তব্যের সময় কানাডার উপপররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ডেভিড মরিসন এই অভিযোগ করেন।
আজ শনিবার (২ নভেম্বর) এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শুক্রবার কানাডার হাইকমিশনের এক প্রতিনিধিকে তলব করে একটি কূটনৈতিক চিঠি হস্তান্তর করা হয়েছে। চিঠিতে অমিত শাহের বিরুদ্ধে কানাডার ডেপুটি মন্ত্রীর ‘অসাড় ও ভিত্তিহীন’ মন্তব্যর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত।
তিনি আরও জানান, কানাডা স্বীকার করেছে, তাঁদের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টের কাছে সংবেদনশীল তথ্য দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের কাজ ভারত-কানাডা সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কানাডার উচ্চপদস্থ কর্মকর্তারা পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মিডিয়াতে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন ও অন্য দেশকে প্রভাবিত করতে চাচ্ছেন। এটি কানাডার বর্তমান সরকারের রাজনৈতিক অভিসন্ধি ও আচরণের বহিঃপ্রকাশ। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব পড়বে।
তালিকা করে আঁড়িপাতা
কানাডা জাতীয় সাইবার হুমকির তালিকায় চীন, উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে ভারতকে ‘বৈরী দেশ’ হিসেবে তালিকাভুক্ত করার প্রসঙ্গে মুখপাত্র জয়সওয়াল বলেছেন, এটি প্রমাণবিহীন অভিযোগ। এটি ভারতের বিরুদ্ধে কানাডার আক্রমণাত্মক কৌশলের আরেকটি উদাহরণ।
মুখপাত্র আরও জানান, কিছু ভারতীয় কনস্যুলার কর্মকর্তাকে কানাডা সরকার জানিয়েছে, তাঁদের ওপর নজরদারি চালানো হয়েছে। তিনি এ ঘটনাকে কূটনৈতিক রীতিনীতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘কিছু ভারতীয় কনস্যুলার কর্মকর্তাকে কানাডা সরকার জানিয়েছে, তাঁদের ওপর অডিও ও ভিডিও মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। তাঁদের মোবাইল ফোনের ওপর আঁড়িপাতা হয়েছে। এ ধরনের কাজ কূটনৈতিক ও কনস্যুলার কনভেনশনের গুরুতর লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
দীপাবলি উদ্যাপন
কানাডায় দীপাবলি উদ্যাপন বাতিল করে দেন দেশটির বিরোধীদলীয় নেতা পিয়ের পোলিয়েভ। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে কিছু প্রতিবেদন আমরা দেখেছি। এটি দুঃখজনক যে, কানাডায় অসহিষ্ণুতা ও চরমপন্থার মাত্রা বেড়েছে।’
কানাডা সরকার ভারতীয় নাগরিকদের ভিসার সংখ্যা কমিয়ে দেওয়ার প্রসঙ্গে মুখপাত্র জানান, বর্তমানে কানাডায় অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী ও অস্থায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। তাঁদের পর্যবেক্ষণ করা হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছর অভিযোগ করেন, কানাডায় খালিস্তানিপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যায় ভারতীয় গুপ্তচরেরা জড়িত। তবে তিনি এর পক্ষে কোনো প্রমাণ দেননি। ভারত বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।
সর্বশেষ নিজ্জার হত্যাকাণ্ডে কানাডায় ভারতীয় হাইকমিশনারকে ‘সন্দেহভাজন’ বলে উল্লেখ করা হলে ভারত-কানাডা সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নেয়। ভারত এ নতুন অভিযোগকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে হাইকমিশনারসহ কয়েকজন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয়। পাশাপাশি কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস হুইলারসহ ছয়জন কূটনীতিককে দিল্লি ছাড়তে বাধ্য করে।
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
১ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাসের তীব্রতা কমে দাবানল দুর্বল হয়ে আসায় স্বস্তি ফিরছে উপদ্রুত এলাকার বাসিন্দাদের মধ্যে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৪ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়া এই আগুনে কমপক্ষে ১২ হাজার অবকাঠামো ভস্মীভূত হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২৭টি মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা...
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে অবশেষে কার্যকর যুদ্ধবিরতি হতে চলেছে। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। আজ শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে