অনলাইন ডেস্ক
এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ৪০-৫০ খণ্ড করার অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। নারীকে হত্যার পর তাঁর দেহের খণ্ডিত অংশগুলো জঙ্গলে ফেলে আসেন পেশায় কসাই অভিযুক্ত নরেশ ভেংরা। ভারতের ঝাড়খণ্ডের খুন্তি জেলায় এ ঘটনা ঘটে।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, কয়েক বছর ধরে তামিলনাড়ুতে লিভ-ইন পার্টনার ছিলেন হত্যার শিকার নারী ও অভিযুক্ত নরেশ। কিছুদিন আগে ওই নারীকে না জানিয়ে তিনি ঝাড়খণ্ডে ফিরে অন্য নারীকে বিয়ে করেন। পরে স্ত্রীকে ছাড়াই ফিরে যান।
খুন্তির পুলিশ সুপার আমন কুমার জানান, গত ৮ নভেম্বর এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের শিকার ওই নারী তাঁকে নরেশের বাড়িতে নিয়ে যেতে জোর করেন । সে সময় ওই নারীকে ঝাড়খণ্ডের জারিয়াগড় থানার জরদাগ গ্রামে তাঁর বাড়ির কাছের একটি জঙ্গলে নিয়ে যান নরেশ। সেখানে হত্যা করে লাশ ৪০-৫০ খণ্ড করে ছড়িয়ে দেন। গত ২৪ নভেম্বর এই হত্যাকাণ্ডের প্রায় ১৫ দিন পর জরদাগ গ্রামের কাছে একটি সড়কে দেহের খণ্ডিত অংশ পাওয়া যায়। কুকুর জঙ্গল থেকে এটা টেনে নিয়ে এসেছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা অশোক সিং জানান, অভিযুক্ত ব্যক্তি তামিলনাড়ুর কসাইয়ের দোকানে কাজ করতেন। তিনি স্বীকার করেছেন, ওই নারীকে হত্যা করে তাঁর দেহ ৪০-৫০ খণ্ড করে বন্য প্রাণীদের খাওয়ার জন্য রেখে আসেন।
অশোক সিং আরও জানান, ওই নারী নরেশের বিয়ের কথা জানতেন না। তাই খুন্তিতে ফিরে গিয়ে তাঁকে বিয়ের করার জন্য জোর করেছিলেন। পরে তাঁরা নরেশের গ্রামের দিকে রওনা দেন। সেখানে যাওয়ার পর তাঁকে ধর্ষণের পর ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর দেহ খণ্ডিত করে জঙ্গলে ফেলে দিয়ে বাড়ি ফিরে যান তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী তাঁর মাকে নরেশের বাড়ি যাওয়ার কথা জানিয়েছিলেন। জঙ্গল থেকে উদ্ধার হওয়া ব্যাগে নিহতের আধার কার্ডসহ তাঁর জিনিসপত্র শনাক্ত করেন তিনি। মায়ের অভিযোগের পর নরেশকে আটক করা হলে হত্যার কথা স্বীকার করেন তিনি।
এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে ৪০-৫০ খণ্ড করার অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। নারীকে হত্যার পর তাঁর দেহের খণ্ডিত অংশগুলো জঙ্গলে ফেলে আসেন পেশায় কসাই অভিযুক্ত নরেশ ভেংরা। ভারতের ঝাড়খণ্ডের খুন্তি জেলায় এ ঘটনা ঘটে।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, কয়েক বছর ধরে তামিলনাড়ুতে লিভ-ইন পার্টনার ছিলেন হত্যার শিকার নারী ও অভিযুক্ত নরেশ। কিছুদিন আগে ওই নারীকে না জানিয়ে তিনি ঝাড়খণ্ডে ফিরে অন্য নারীকে বিয়ে করেন। পরে স্ত্রীকে ছাড়াই ফিরে যান।
খুন্তির পুলিশ সুপার আমন কুমার জানান, গত ৮ নভেম্বর এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের শিকার ওই নারী তাঁকে নরেশের বাড়িতে নিয়ে যেতে জোর করেন । সে সময় ওই নারীকে ঝাড়খণ্ডের জারিয়াগড় থানার জরদাগ গ্রামে তাঁর বাড়ির কাছের একটি জঙ্গলে নিয়ে যান নরেশ। সেখানে হত্যা করে লাশ ৪০-৫০ খণ্ড করে ছড়িয়ে দেন। গত ২৪ নভেম্বর এই হত্যাকাণ্ডের প্রায় ১৫ দিন পর জরদাগ গ্রামের কাছে একটি সড়কে দেহের খণ্ডিত অংশ পাওয়া যায়। কুকুর জঙ্গল থেকে এটা টেনে নিয়ে এসেছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা অশোক সিং জানান, অভিযুক্ত ব্যক্তি তামিলনাড়ুর কসাইয়ের দোকানে কাজ করতেন। তিনি স্বীকার করেছেন, ওই নারীকে হত্যা করে তাঁর দেহ ৪০-৫০ খণ্ড করে বন্য প্রাণীদের খাওয়ার জন্য রেখে আসেন।
অশোক সিং আরও জানান, ওই নারী নরেশের বিয়ের কথা জানতেন না। তাই খুন্তিতে ফিরে গিয়ে তাঁকে বিয়ের করার জন্য জোর করেছিলেন। পরে তাঁরা নরেশের গ্রামের দিকে রওনা দেন। সেখানে যাওয়ার পর তাঁকে ধর্ষণের পর ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর দেহ খণ্ডিত করে জঙ্গলে ফেলে দিয়ে বাড়ি ফিরে যান তিনি।
পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী তাঁর মাকে নরেশের বাড়ি যাওয়ার কথা জানিয়েছিলেন। জঙ্গল থেকে উদ্ধার হওয়া ব্যাগে নিহতের আধার কার্ডসহ তাঁর জিনিসপত্র শনাক্ত করেন তিনি। মায়ের অভিযোগের পর নরেশকে আটক করা হলে হত্যার কথা স্বীকার করেন তিনি।
কলম্বিয়ার নেতৃত্বে ৬২টি দেশের অংশগ্রহণে মাদক পাচার রোধে চালানো অভিযানে এক হাজার টনেরও বেশি গাঁজাসহ মোট ১ হাজার ৪০০ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ২২৫ মেট্রিক টন কোকেইনও আছে। ছয় সপ্তাহ ধরে চলা এ অভিযানে ছয়টি নার্কো সাব অর্থাৎ মাদক পাচারে ব্যবহৃত সাব-মার্সিবল জাহাজ আটক করা হয়।
২০ মিনিট আগেরাজস্থানের আজমির শহরে অবস্থিত সুফি সাধক ও চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতীর দরগাহ শরীফ নিয়ে নতুন করে বিতর্কের শুরু হয়েছে। দিল্লিভিত্তিক হিন্দু সেনা সংগঠন দাবি করছে, বর্তমান দরগাহের স্থানে আগে একটি শিব মন্দির ছিল। তাদের অভিযোগের ভিত্তিতে আজমিরের মুন্সেফ আদালত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক,
১ ঘণ্টা আগেমাস্ক ও রামাস্বামীকে দায়িত্ব দিয়ে ট্রাম্প বলেছিলেন, তাঁরা প্রশাসনে বড় ধরনের সরকারি কাটছাঁটের সুপারিশ করবেন। সে সময় অনেক সরকারি কর্মচারী বুঝতে পারেন যে তারা চাকরি হারাতে যাচ্ছেন। এখন এক্স-এ কয়েকজনের নাম প্রকাশ হতে দেখে তাঁদের মনে ভয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও তাঁর ব্যক্তিগত লক্ষ্য হয়ে উঠতে পারেন ত
৩ ঘণ্টা আগেভারতীয় সংসদের উভয় কক্ষ আজ বৃহস্পতিবার সকালেই সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিরোধী দলগুলোর সদস্যরা আবারও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সংসদীয় কার্যক্রম ব্যাহত করেন। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটল। আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে...
৩ ঘণ্টা আগে