কলকাতা প্রতিনিধি
ভারতের অবাঙালি হিন্দুদের বড় অংশ আজ বুধবার মেতে উঠেছিল দাশেরা বা রাবণবধ অনুষ্ঠানে। উত্তর ও পশ্চিম ভারতে দুর্গা পূজার দশমীর দিন এই রাবণবধ বেশ জনপ্রিয়। লাখ লাখ মানুষ অংশ নেন অশুভ শক্তির প্রতীক রামায়ণে বর্ণিত রাবণকে বধ করার আনন্দে।
এই দাশেরা বা রাবণবধের অনুষ্ঠান ভারতের অন্যতম রাজ্য মহারাষ্ট্রে খুবই জনপ্রিয়। সেখানে এবার একনাথ সিদ্ধের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শিবসেনার একাংশের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার লড়াই জমে উঠেছে। উভয় পক্ষই শত শত বাস ও অন্যান্য গাড়ি, এমনকি ট্রেন ভাড়া করে রাজ্য থেকে লোক জড়ো করেছেন দশেরা উদ্যাপনে। ৫৬ বছর আগে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে যে রাবণবধের সূচনা করেছিলেন সেই পরম্পরা বজায় রাখতেই উভয় পক্ষের এই লড়াই।
দুই ভাগে বিভক্ত শিবসেনার প্রতিটি অংশ শক্তিপ্রদর্শনের জন্য নিয়েছেন এই দিনটিকে। মুম্বাইয়ের বান্দ্রা কুলরা কমপ্লেক্সের মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথোরিটি বা এমএমআরডিএ ময়দানে ছিল সিন্ধে গোষ্ঠীর দাশেরা। আর মধ্য মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে দাশেরা পালন করে উদ্ধব ঠাকরের শিবসেনা। শিবসেনার উভয় অংশের দাশেরা উদ্যাপন কর্মসূচি নিয়ে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়েই পালিত হয় সাধারণ মানুষের রাবণবধ পর্ব।
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাশেরা ও বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে বলেছেন, ‘ঘৃণার লঙ্কা পুড়িয়ে দাও/হিংসার মেঘনাদ মুছে/শেষ করে অহংকার রাবণ/সত্য ও ন্যায়ের জয় হোক।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দশেরা পালন করছেন হিমাচল প্রদেশে। বিরোধীদের কটাক্ষ, সামনেই সেই রাজ্যে নির্বাচন। তাই রাজনৈতিক ফায়দা তুলতেই মোদি সেখানে দাশেরা পালন করেছেন।
ভারতের অবাঙালি হিন্দুদের বড় অংশ আজ বুধবার মেতে উঠেছিল দাশেরা বা রাবণবধ অনুষ্ঠানে। উত্তর ও পশ্চিম ভারতে দুর্গা পূজার দশমীর দিন এই রাবণবধ বেশ জনপ্রিয়। লাখ লাখ মানুষ অংশ নেন অশুভ শক্তির প্রতীক রামায়ণে বর্ণিত রাবণকে বধ করার আনন্দে।
এই দাশেরা বা রাবণবধের অনুষ্ঠান ভারতের অন্যতম রাজ্য মহারাষ্ট্রে খুবই জনপ্রিয়। সেখানে এবার একনাথ সিদ্ধের নেতৃত্বাধীন ক্ষমতাসীন শিবসেনার একাংশের সঙ্গে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার লড়াই জমে উঠেছে। উভয় পক্ষই শত শত বাস ও অন্যান্য গাড়ি, এমনকি ট্রেন ভাড়া করে রাজ্য থেকে লোক জড়ো করেছেন দশেরা উদ্যাপনে। ৫৬ বছর আগে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে যে রাবণবধের সূচনা করেছিলেন সেই পরম্পরা বজায় রাখতেই উভয় পক্ষের এই লড়াই।
দুই ভাগে বিভক্ত শিবসেনার প্রতিটি অংশ শক্তিপ্রদর্শনের জন্য নিয়েছেন এই দিনটিকে। মুম্বাইয়ের বান্দ্রা কুলরা কমপ্লেক্সের মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথোরিটি বা এমএমআরডিএ ময়দানে ছিল সিন্ধে গোষ্ঠীর দাশেরা। আর মধ্য মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে দাশেরা পালন করে উদ্ধব ঠাকরের শিবসেনা। শিবসেনার উভয় অংশের দাশেরা উদ্যাপন কর্মসূচি নিয়ে উত্তেজনা ও বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়েই পালিত হয় সাধারণ মানুষের রাবণবধ পর্ব।
এদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাশেরা ও বিজয়াদশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক টুইটে বলেছেন, ‘ঘৃণার লঙ্কা পুড়িয়ে দাও/হিংসার মেঘনাদ মুছে/শেষ করে অহংকার রাবণ/সত্য ও ন্যায়ের জয় হোক।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার দশেরা পালন করছেন হিমাচল প্রদেশে। বিরোধীদের কটাক্ষ, সামনেই সেই রাজ্যে নির্বাচন। তাই রাজনৈতিক ফায়দা তুলতেই মোদি সেখানে দাশেরা পালন করেছেন।
১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছেন। গত মাসে ট্রাম্প প্রশাসনকে বৈদেশিক সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছিলেন মার্কিন জেলা জজ আমির আলী। এর বিপরীতে করা ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান...
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। জানিয়ে দিয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন বাণিজ্য শুল্কের জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি।
৪ ঘণ্টা আগেসদ্য সমাপ্ত মহাকুম্ভের সাফল্যের গল্প শুনিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, একজন নৌকার মালিক ও তাঁর পরিবার মেলার ৪৫ দিনে ৩০ কোটি রুপি আয় করেছে। মুখ্যমন্ত্রীর মতে, এই নৌকার মালিকের ১৩০টি নৌকা ছিল; যার প্রতিটি থেকে তিনি মেলার সময় গড়ে ২৩ লাখ
৫ ঘণ্টা আগে