অনলাইন ডেস্ক
ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র। রাজ্যের আইনমন্ত্রী জেসি মধুস্বামীর এমন বক্তব্য মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের জন্য নতুন অস্বস্তির জন্ম দিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপে মধুস্বামীকে এই কথা বলতে শোনা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনমন্ত্রী বলেন, ‘আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র।’ তবে তাঁর অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ার পর তিনি তাঁর বক্তব্যের সপক্ষে সাফাইও গেয়েছেন।
মধুস্বামী বলেন, তিনি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় তাল মিলিয়ে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘সরকার চলছে। আমি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় সায় দিয়েছি। আমাকে উসকানো হয়েছিল। এবং আমি তাঁর কথা, “হ্যাঁ, কোনো সরকারই নেই” এই কথার সঙ্গে তাল মিলিয়েছি।’
এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং তাঁর শাসন নিয়ে তীব্র অসন্তোষ চলছে বিজেপিতে। ধারণা করা হচ্ছে তাঁকে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে অপসারণ করা হতে পারে। এই অবস্থায় বোম্মাইয়ের মন্ত্রিসভার সদস্যের এমন মন্তব্য তাঁকে আরও বিপদে ফেলবে।
এদিকে, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘সবকিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব এবং সমস্যার সমাধান করব।’ এ সময় মুখ্যমন্ত্রী জানান আইনমন্ত্রীর করা এই মন্তব্য রাজ্যে ব্যাংকের সুদ বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। তবে এরই মধ্যে আইনমন্ত্রীর এমন মন্তব্যের জেরে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়েছেন তাঁরই দলের এক জ্যেষ্ঠ মন্ত্রী।
ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্ত্রী বলেছেন, আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র। রাজ্যের আইনমন্ত্রী জেসি মধুস্বামীর এমন বক্তব্য মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের জন্য নতুন অস্বস্তির জন্ম দিয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপে মধুস্বামীকে এই কথা বলতে শোনা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইনমন্ত্রী বলেন, ‘আমরা সরকার চালাচ্ছি না, দেখভাল করছি মাত্র।’ তবে তাঁর অডিও ক্লিপ ভাইরাল হয়ে যাওয়ার পর তিনি তাঁর বক্তব্যের সপক্ষে সাফাইও গেয়েছেন।
মধুস্বামী বলেন, তিনি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় তাল মিলিয়ে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘সরকার চলছে। আমি স্রেফ অপর প্রান্তে থাকা ব্যক্তির কথায় সায় দিয়েছি। আমাকে উসকানো হয়েছিল। এবং আমি তাঁর কথা, “হ্যাঁ, কোনো সরকারই নেই” এই কথার সঙ্গে তাল মিলিয়েছি।’
এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং তাঁর শাসন নিয়ে তীব্র অসন্তোষ চলছে বিজেপিতে। ধারণা করা হচ্ছে তাঁকে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে অপসারণ করা হতে পারে। এই অবস্থায় বোম্মাইয়ের মন্ত্রিসভার সদস্যের এমন মন্তব্য তাঁকে আরও বিপদে ফেলবে।
এদিকে, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেছেন, ‘সবকিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলব এবং সমস্যার সমাধান করব।’ এ সময় মুখ্যমন্ত্রী জানান আইনমন্ত্রীর করা এই মন্তব্য রাজ্যে ব্যাংকের সুদ বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। তবে এরই মধ্যে আইনমন্ত্রীর এমন মন্তব্যের জেরে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়েছেন তাঁরই দলের এক জ্যেষ্ঠ মন্ত্রী।
একজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
৪১ মিনিট আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
২ ঘণ্টা আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
২ ঘণ্টা আগে