অনলাইন ডেস্ক
‘রাতের খাবার পরিবেশন না করায়’ স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতের রাজস্থানে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুমন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) মহিলা মোর্চার সাবেক সভাপতি বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
তার স্বামী রমেশ বেনিয়ালকে (৩৫) গতকাল শনিবার বিকেলে মাতা কা থান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ১৫ বছর ধরে বিবাহিত ছিলেন। তাদের এক সন্তান হোস্টেলে থেকে লেখাপড়া করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ডিসিপি অমৃতা দুহান জানান, বছরখানেক ধরে তারা বর্তমান ঠিকানায় আছেন। শুক্রবার মধ্যরাতে এই দম্পতির মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়। ক্ষোভের বশে রমেশ স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত করে। তিনি সারারাত দরজা আটকে স্ত্রীর মৃতদেহের পাশে বসেছিলেন। শনিবার বিকেলে পুলিশ আসার পর তিনি দরজা খুলেন।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্ত্রীকে হত্যার পর রমেশ ওশিয়ানে তাঁর দুলাভাইকে ফোন করে হত্যার কথা জানায়। তার দুলাভাই যোধপুরে স্বজনদের খবর দেয়। তারা তখনই ছুটে এলেও রমেশ দরজা খুলতে রাজি হননি। পরে বাড়িওয়ালা পুলিশ ডাকে।
দুহান বলেন, ‘তিনি স্ত্রীর লাশের পাশেই বসেছিলেন। আমরা তখনই তাকে আটক করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরও উদ্ধার করেছি।’
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রমেশ রাত ২টার দিকে তার দুলাভাইকে ফোন দিয়ে বলেন, বেশি রাতে ঘরে ফেরায় স্ত্রী তাকে খাবার দেয়নি। তাই সে তাকে হত্যা করেছে।’
পুলিশ বলছে, বাড়ি থেকে বেশ দূরে রমেশের কাঠের ব্যবসা। তিনি ২-৩ মাসে একবার যোধপুর আসেন। আর সুমন আগে পেট্রল পাম্পে কাজ করতেন। পরে তিনি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিতে যোগ দেন।
‘রাতের খাবার পরিবেশন না করায়’ স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতের রাজস্থানে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুমন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) মহিলা মোর্চার সাবেক সভাপতি বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।
তার স্বামী রমেশ বেনিয়ালকে (৩৫) গতকাল শনিবার বিকেলে মাতা কা থান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ১৫ বছর ধরে বিবাহিত ছিলেন। তাদের এক সন্তান হোস্টেলে থেকে লেখাপড়া করে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ডিসিপি অমৃতা দুহান জানান, বছরখানেক ধরে তারা বর্তমান ঠিকানায় আছেন। শুক্রবার মধ্যরাতে এই দম্পতির মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়। ক্ষোভের বশে রমেশ স্ত্রীর মাথায় পাথর দিয়ে আঘাত করে। তিনি সারারাত দরজা আটকে স্ত্রীর মৃতদেহের পাশে বসেছিলেন। শনিবার বিকেলে পুলিশ আসার পর তিনি দরজা খুলেন।
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, স্ত্রীকে হত্যার পর রমেশ ওশিয়ানে তাঁর দুলাভাইকে ফোন করে হত্যার কথা জানায়। তার দুলাভাই যোধপুরে স্বজনদের খবর দেয়। তারা তখনই ছুটে এলেও রমেশ দরজা খুলতে রাজি হননি। পরে বাড়িওয়ালা পুলিশ ডাকে।
দুহান বলেন, ‘তিনি স্ত্রীর লাশের পাশেই বসেছিলেন। আমরা তখনই তাকে আটক করেছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরও উদ্ধার করেছি।’
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রমেশ রাত ২টার দিকে তার দুলাভাইকে ফোন দিয়ে বলেন, বেশি রাতে ঘরে ফেরায় স্ত্রী তাকে খাবার দেয়নি। তাই সে তাকে হত্যা করেছে।’
পুলিশ বলছে, বাড়ি থেকে বেশ দূরে রমেশের কাঠের ব্যবসা। তিনি ২-৩ মাসে একবার যোধপুর আসেন। আর সুমন আগে পেট্রল পাম্পে কাজ করতেন। পরে তিনি রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিতে যোগ দেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১০ মিনিট আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগে