ঘুরে দাঁড়াচ্ছেন মুকেশের দেউলিয়া ছোট ভাই অনিল আম্বানিও

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২১: ৫২
Thumbnail image

বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তবে একসময় তাঁর ছোট ভাই অনিল আম্বানিই ছিলেন ভারতের সর্বোচ্চ ধনী। সে সময় শুধু ভারত নয়, সারা পৃথিবীর মধ্যে ষষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন অনিল। তাঁর সম্পদের পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় ১ লাখ ৮৩ হাজার কোটি রুপিরও বেশি। কিন্তু সুদিন বেশি স্থায়ী হয়নি। সেই অনিলকেই ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের একটি আদালতের সামনে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল! 

আজ সোমবার অনিল আম্বানিকে নিয়ে এক প্রতিবেদনে ডিএনএ জানিয়েছে, তিনি বরাবরই মিডিয়ার আলোচনায় থাকতে পছন্দ করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক পতনের পর লাইমলাইট থেকে তিনি অদৃশ্য হয়ে যান। 

আশার কথা হলো—মিডিয়ার স্পটলাইট আবারও অনিল আম্বানির দিকে ঘুরতে শুরু করেছে। কারণ একসময় পতনের দ্বারপ্রান্তে চলে যাওয়া তাঁর সংস্থাটি আবারও নতুন করে উঠতে শুরু করেছে। অনিলের মালিকানাধীন রিলায়েন্স পাওয়ারের শেয়ার টানা দুই দিন ৫ শতাংশের ওপরের সার্কিট স্পর্শ করেছে। 

বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, গত সোমবার (১৮ মার্চ) আপার সার্কিটে আঘাত করার পর অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারের শেয়ার ২৩.২৩ রুপিতে লেনদেন হয়েছে। ফাইলিং অনুসারে রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আইসিআইসিআই ব্যাংকের সঙ্গে ঋণ নিষ্পত্তি করেছে। কোম্পানির ফাইলিং থেকে জানা গেছে, এটি ১৪ মার্চ আইসিআইসিআই ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি নিষ্পত্তি চুক্তিতে স্বাক্ষর করেছে। 

বলে রাখা উচিত— চার বছর আগে পতনের সর্বোচ্চ সীমায় পা রাখার পর রিলায়েন্স পাওয়ারের শেয়ার তার সর্বোচ্চ মূল্য থেকে ৯৯ শতাংশেরও বেশি কমে মাত্র ১ রুপিতে নেমে এসেছিল। ২০০৮ সালে রিলায়েন্স পাওয়ারের শেয়ারটি প্রায় ২৬০.৭৮ রুপিতে লেনদেন হয়েছিল এবং বড় পতনের পরে ২০২০ সালের ২৭ মার্চ শেয়ারটির দাম ছিল মাত্র ১.১৩ রুপি। বিগত বছরগুলোতে সেই অবস্থান থেকে একটু একটু করে শেয়ারের মূল্য পুনরুদ্ধার করছে কোম্পানিটি। 

উত্তরাধিকার সূত্রে ধীরুভাই আম্বানির কাছ থেকেই রিলায়েন্স গ্রুপ এবং ইন্ডাস্ট্রিজের মালিকানা পেয়েছিলেন তাঁর দুই পুত্র মুকেশ ও অনিল আম্বানি। ভাগাভাগির সময় অধিক লাভজনক রিলায়েন্স গ্রুপের মালিকানা নিজের করে নিয়েছিলেন ছোট ভাই অনিল। আর বড় ভাই মুকেশ আম্বানির মালিকানায় গিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে অনিল মুদ্রার উল্টোপিঠ দেখলেও মুকেশ আর পিছু ফিরে তাকাননি। বর্তমানে ভারতের সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১৩.৯ বিলিয়ন ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত